নিউইয়র্ক ০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সাংবাদিক নাদিয়া শারমীনকে ঘিরে নিউইয়র্কে অনন্য অনুষ্ঠান

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:৩১:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০১৫
  • / ৭২৬ বার পঠিত

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের সাহসী নারীর পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশী নারী সাংবাদিক নাদিয়া শারমীনকে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নিল নিউইয়র্কবাসী। সিনিয়র সাংবাদিক নিনি ওয়াহেদের সভাপতিত্বে নিউইয়র্কে কর্মরত প্রায় সকল বাংলাদেশী নারী সাংবাদিকরা বিশেষ অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন। ব্যতিক্রমী এই অনুষ্ঠানটির আয়োজন করে সাউথ এশিয়ান এন্টারটেইনমেন্ট ইনক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহিদা আরবী (বাংলাদেশ টেলিভিশন-সাপ্তাহিক দেশবাংলা), মনিজা রহমান (ইন্ডিপেনডেন্ট টিভি-জনকণ্ঠ), মিলা হোসেন (সাপ্তাহিক আজকাল), দিমা নেফারতিতি (এটিএন বাংলা-সাপ্তাহিক রানার), লুৎফা শাহানা (বৈশাখী-দিগন্ত-ইটিভি), মেহেরুননেসা জুবাইদা মেরী (টাইম টিভি), সাদিয়া খন্দকার (সিএসবি নিউজ-এটিএন বাংলা-বৈশাখী-টাইম টিভি), সোনিয়া সুইটি (এনটিভি-চ্যানেল ওয়ান-বৈশাখী), লাভলী শাহিদ (এটিএন বাংলা-এটিএন নিউজ-টিবিএন২৪), নুপুর চৌধুরী (সিএসবি-চ্যানেল ওয়ান-মাছরাঙা-ইন্ডিডেনডেন্ট-টিবিএন২৪), তাওহিদা সুমি (একাত্তর টিভি-আজকাল)।
অনুষ্ঠানে নাদিয়া শারমীনকে অভিনন্দন জানিয়ে আরো বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সাপ্তাহিক আজকাল সম্পাদক মনজুর আহমেদ ও প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো, সিনিয়র সাংবাদিক শিহাবউদ্দিন কিসলু ও আকবর হায়দার কিরণ, লেখক ও অ্যক্টিভিস্ট মিনা ফারাহ, মুক্তিযোদ্ধা আবদুল মুকিত চৌধুরী, মূলধারার রাজনীতিক মাজেদা এ উদ্দিন, লেখিকা নাসরীন চৌধুরী, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মমতাজ শাহনাজ, কমিউনিটি নেত্রী মিনা ইসলাম, জনপ্রিয় অভিনেতা ও মডেল সৈয়দ জাকির হোসেন রনি, বাংলাদেশ সোসাইটির কালচারাল সেক্রেটারি মনিকা রায়, টাইম টিভির বাণিজ্যিক প্রধান সৈয়দ ইলিয়াস খসরু, নিউজ কনসালটেন্ট পুলক মাহমুদ, ক্যামেরাপারসন আনোয়ার হোসেন বাবু, টিবিএন টোয়ান্টিফোরের বার্তা পরিচালক আশরাফুল হাসান বুলবুল, সাংস্কৃতিক কর্মী সেমন্তী ওয়াহেদ, জার্নালিজমের ছাত্রী রুমি মোস্তফা, সাউথ এশিয়ান এন্টারটেইনমেন্টের প্রেসিডেন্ট অভিনেতা-কোরিওগ্রাফার ও ফ্যাশন হাউজ ভাসাভির কর্নধার পিয়াল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিভি সাংবাদিক হাসানুজ্জামান সাকী।
অনুষ্ঠানে আরো উপিস্থিত ছিলেন সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, আই অন বাংলাদেশ টিভি’র কর্ণধার রিমন ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মিনহাজ আহমেদ সাম্য, আবৃত্তিশিল্পী মিথুন আহমেদ, আইটি বিশেষজ্ঞ মুশফিকুর রহমান মিলন, দৈনিক ইত্তেফাক ও এসএ টিভির বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম, এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার আলমগীর অপু, একুশে টিভির সিনিয়র রিপোর্টার ইমরান আনসারী, এনটিভির বার্তা সম্পাদক তৌহিদ ইসলাম, নোঙর টিভির কর্নধার জাহেদ শরীফ ও রুহি শরীফ, চ্যানেল টোয়ান্টিফোরের ইসলামিক অনুষ্ঠানের পরিচালক মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন খাবার বাড়ির স্বত্ত্বাধিকারী হারুন ভুইয়া, সিনিয়র ফটোসাংবাদিক নিহার সিদ্দিকী ও ডিজিটাল গ্রাফিক্সের কর্নধার মনিরুল ইসলাম।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

সাংবাদিক নাদিয়া শারমীনকে ঘিরে নিউইয়র্কে অনন্য অনুষ্ঠান

প্রকাশের সময় : ০৩:৩১:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০১৫

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের সাহসী নারীর পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশী নারী সাংবাদিক নাদিয়া শারমীনকে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নিল নিউইয়র্কবাসী। সিনিয়র সাংবাদিক নিনি ওয়াহেদের সভাপতিত্বে নিউইয়র্কে কর্মরত প্রায় সকল বাংলাদেশী নারী সাংবাদিকরা বিশেষ অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন। ব্যতিক্রমী এই অনুষ্ঠানটির আয়োজন করে সাউথ এশিয়ান এন্টারটেইনমেন্ট ইনক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহিদা আরবী (বাংলাদেশ টেলিভিশন-সাপ্তাহিক দেশবাংলা), মনিজা রহমান (ইন্ডিপেনডেন্ট টিভি-জনকণ্ঠ), মিলা হোসেন (সাপ্তাহিক আজকাল), দিমা নেফারতিতি (এটিএন বাংলা-সাপ্তাহিক রানার), লুৎফা শাহানা (বৈশাখী-দিগন্ত-ইটিভি), মেহেরুননেসা জুবাইদা মেরী (টাইম টিভি), সাদিয়া খন্দকার (সিএসবি নিউজ-এটিএন বাংলা-বৈশাখী-টাইম টিভি), সোনিয়া সুইটি (এনটিভি-চ্যানেল ওয়ান-বৈশাখী), লাভলী শাহিদ (এটিএন বাংলা-এটিএন নিউজ-টিবিএন২৪), নুপুর চৌধুরী (সিএসবি-চ্যানেল ওয়ান-মাছরাঙা-ইন্ডিডেনডেন্ট-টিবিএন২৪), তাওহিদা সুমি (একাত্তর টিভি-আজকাল)।
অনুষ্ঠানে নাদিয়া শারমীনকে অভিনন্দন জানিয়ে আরো বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সাপ্তাহিক আজকাল সম্পাদক মনজুর আহমেদ ও প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো, সিনিয়র সাংবাদিক শিহাবউদ্দিন কিসলু ও আকবর হায়দার কিরণ, লেখক ও অ্যক্টিভিস্ট মিনা ফারাহ, মুক্তিযোদ্ধা আবদুল মুকিত চৌধুরী, মূলধারার রাজনীতিক মাজেদা এ উদ্দিন, লেখিকা নাসরীন চৌধুরী, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মমতাজ শাহনাজ, কমিউনিটি নেত্রী মিনা ইসলাম, জনপ্রিয় অভিনেতা ও মডেল সৈয়দ জাকির হোসেন রনি, বাংলাদেশ সোসাইটির কালচারাল সেক্রেটারি মনিকা রায়, টাইম টিভির বাণিজ্যিক প্রধান সৈয়দ ইলিয়াস খসরু, নিউজ কনসালটেন্ট পুলক মাহমুদ, ক্যামেরাপারসন আনোয়ার হোসেন বাবু, টিবিএন টোয়ান্টিফোরের বার্তা পরিচালক আশরাফুল হাসান বুলবুল, সাংস্কৃতিক কর্মী সেমন্তী ওয়াহেদ, জার্নালিজমের ছাত্রী রুমি মোস্তফা, সাউথ এশিয়ান এন্টারটেইনমেন্টের প্রেসিডেন্ট অভিনেতা-কোরিওগ্রাফার ও ফ্যাশন হাউজ ভাসাভির কর্নধার পিয়াল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিভি সাংবাদিক হাসানুজ্জামান সাকী।
অনুষ্ঠানে আরো উপিস্থিত ছিলেন সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, আই অন বাংলাদেশ টিভি’র কর্ণধার রিমন ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মিনহাজ আহমেদ সাম্য, আবৃত্তিশিল্পী মিথুন আহমেদ, আইটি বিশেষজ্ঞ মুশফিকুর রহমান মিলন, দৈনিক ইত্তেফাক ও এসএ টিভির বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম, এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার আলমগীর অপু, একুশে টিভির সিনিয়র রিপোর্টার ইমরান আনসারী, এনটিভির বার্তা সম্পাদক তৌহিদ ইসলাম, নোঙর টিভির কর্নধার জাহেদ শরীফ ও রুহি শরীফ, চ্যানেল টোয়ান্টিফোরের ইসলামিক অনুষ্ঠানের পরিচালক মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন খাবার বাড়ির স্বত্ত্বাধিকারী হারুন ভুইয়া, সিনিয়র ফটোসাংবাদিক নিহার সিদ্দিকী ও ডিজিটাল গ্রাফিক্সের কর্নধার মনিরুল ইসলাম।