সাংবাদিক কিসলু’র মাতা ও সাকী’র পিতার ইন্তেকাল : নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের দোয়া মাহফিল মঙ্গলবার
- প্রকাশের সময় : ০৮:২৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৬
- / ৮৫৫ বার পঠিত
নিউইয়র্ক: নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সময় টিভি’র যুক্তরাষ্ট্র ব্যুরো প্রধান শিহাব উদ্দীন কিসলুর মাতা রোকেয়া বেগম এবং প্রেসক্লাবের অন্যতম সদস্য, সাপ্তাহিক আজকাল-এর অ্যাসাইনমেন্ট এডিটর ও যমুনা টিভি’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি হাসানুজ্জামান সাকীর পিতা মুহাম্মদ সাইদুজ্জামানের ইন্তেকাল করেছেন। তাদের বিদেহী আতœার শান্তি কামনায় প্রেসক্লাবের পক্ষ থেকে ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ঐদিন সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে (সাপ্তাহিক দেশবাংলা/বাংলা টাইমস মিলনায়তন) শোক সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সভায় ক্লাবের সকল উপদেষ্টা, কর্মকর্তা ও সদস্যসহ মিডিয়াকর্মীদের উপস্থিত থাকার জন্য ক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ বিশেষ অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, সাংবাদিক শিহাব উদ্দীন কিসলুর মাতা রোকেয়া বেগম গত ৫ ফেব্রুয়ারী ঢাকায় এবং হাসানুজ্জামান সাকীর পিতা মুহাম্মদ সাইদুজ্জামান গত ৩ ফেব্রুয়ারী ময়মনসিংহে ইন্তেকাল করেন। আরো উল্লেখ্য, মরহুম মুহাম্মদ সাইদুজ্জামান প্রেসক্লাবের অন্যতম সদস্য এবং টাইম টিভি’র সিনিয়র নিউজ প্রেজেন্টার সাদিয়া খন্দকারের শশুর।