নিউইয়র্ক ১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সাংবাদিক কিসলু’র মাতা ও সাকী’র পিতৃবিয়োগ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৩৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৬
  • / ১২৭১ বার পঠিত

নিউইয়র্ক: বিশিষ্ট সাংবাদিক, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সময় টিভি’র যুক্তরাষ্ট্র ব্যুরো প্রধান শিহাব উদ্দীন কিসলু’র মা রাকেয়া বেগম (৭৮) এবং প্রেসক্লাবের অন্যতম সদস্য এবং যমুনা টিভি’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি হাসানুজ্জামান সাকীর পিতা মুহাম্মদ সাইদুজ্জামান (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইয়াহি রাজেউন)।
সাংবাদিক কিসলু’র মা রোকেয়া বেগম ঢাকায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ৫ ফেব্রুয়ারী শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ও এক মেয়ের মধ্যে ৫ ছেলে, এক মেয়ে সহ নাতি-নাতনী এবং বহু আতœীয়-স্বজন রেখে যান। উল্লেখ্য, দেশের বিশিষ্ট নাট্যাভিনেতা ও পরিচালক সালাউদ্দীন লাভলু মরহুমার সন্তানদের একজন।
অপরদিকে সাংবাদিক সাকী’র পিতা, নেত্রকোনা জেলার বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ সাইদুজ্জামান বার্ধক্যজনিত কারণে গত ৩ ফেব্রুয়ারী ময়মনসিংহ জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সহ বহু আতœীয়-স্বজন ও বন্ধু-বান্ধব রেখে গেছেন। আরো উল্লেখ্য, মরহুম মুহাম্মদ সাইদুজ্জামান প্রেসক্লাবের অন্যতম সদস্য এবং টাইম টিভি’র সিনিয়র নিউজ প্রেজেন্টার সাদিয়া খন্দকারের শশুর।
জানা গেছে, মরহুমা রোকেয়া বেগম সরকারী স্কুল থেকে অবসর নেয়ার পর তার এবং স্বামী মরহম মোহাম্মদ সদর উদ্দীন (বিভাগীয় স্কুল পরিদর্শক)-এর পেনশনের বড় অংশ দিয়ে নিজ এলাকায় প্রথমে মেয়েদের প্রাথমিক ও পরে মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠা করেন। তারই প্রচেষ্টাতেই প্রতিষ্ঠানটি দ্বিতল ভবন এবং সরকারীকরণ হয়েছে। বারখাদা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে স্বামী-স্ত্রী দু’জনেই পর্যায় কমে অবৈতনিক প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। মরহুমা রোকেয়া বেগম ২০১০ সাল পর্যন্ত ঐ স্কুলে অবৈতনিক প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।
সাংবাদিক শিবাহউদ্দীন কিসলু’র মাতৃবিয়োগ এবং সাংবাদিক সাকীর পিতৃবিয়োগে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ এক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তাদের বিদেহী আতœার শান্তি কামনা করেন। খবর ইউএনএ’র।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

সাংবাদিক কিসলু’র মাতা ও সাকী’র পিতৃবিয়োগ

প্রকাশের সময় : ১২:৩৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৬

নিউইয়র্ক: বিশিষ্ট সাংবাদিক, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সময় টিভি’র যুক্তরাষ্ট্র ব্যুরো প্রধান শিহাব উদ্দীন কিসলু’র মা রাকেয়া বেগম (৭৮) এবং প্রেসক্লাবের অন্যতম সদস্য এবং যমুনা টিভি’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি হাসানুজ্জামান সাকীর পিতা মুহাম্মদ সাইদুজ্জামান (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইয়াহি রাজেউন)।
সাংবাদিক কিসলু’র মা রোকেয়া বেগম ঢাকায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ৫ ফেব্রুয়ারী শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ও এক মেয়ের মধ্যে ৫ ছেলে, এক মেয়ে সহ নাতি-নাতনী এবং বহু আতœীয়-স্বজন রেখে যান। উল্লেখ্য, দেশের বিশিষ্ট নাট্যাভিনেতা ও পরিচালক সালাউদ্দীন লাভলু মরহুমার সন্তানদের একজন।
অপরদিকে সাংবাদিক সাকী’র পিতা, নেত্রকোনা জেলার বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ সাইদুজ্জামান বার্ধক্যজনিত কারণে গত ৩ ফেব্রুয়ারী ময়মনসিংহ জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সহ বহু আতœীয়-স্বজন ও বন্ধু-বান্ধব রেখে গেছেন। আরো উল্লেখ্য, মরহুম মুহাম্মদ সাইদুজ্জামান প্রেসক্লাবের অন্যতম সদস্য এবং টাইম টিভি’র সিনিয়র নিউজ প্রেজেন্টার সাদিয়া খন্দকারের শশুর।
জানা গেছে, মরহুমা রোকেয়া বেগম সরকারী স্কুল থেকে অবসর নেয়ার পর তার এবং স্বামী মরহম মোহাম্মদ সদর উদ্দীন (বিভাগীয় স্কুল পরিদর্শক)-এর পেনশনের বড় অংশ দিয়ে নিজ এলাকায় প্রথমে মেয়েদের প্রাথমিক ও পরে মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠা করেন। তারই প্রচেষ্টাতেই প্রতিষ্ঠানটি দ্বিতল ভবন এবং সরকারীকরণ হয়েছে। বারখাদা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে স্বামী-স্ত্রী দু’জনেই পর্যায় কমে অবৈতনিক প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। মরহুমা রোকেয়া বেগম ২০১০ সাল পর্যন্ত ঐ স্কুলে অবৈতনিক প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।
সাংবাদিক শিবাহউদ্দীন কিসলু’র মাতৃবিয়োগ এবং সাংবাদিক সাকীর পিতৃবিয়োগে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ এক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তাদের বিদেহী আতœার শান্তি কামনা করেন। খবর ইউএনএ’র।