নিউইয়র্ক ০২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সভাপতিকে অসাংগঠনিক কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:৩০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭
  • / ৫৬৯ বার পঠিত

নিউইয়র্ক: সাধারণ সভার সর্বসম্মত সিদ্ধান্ত উপেক্ষা করে, কার্যকরী কমিটির সিদ্ধান্ত ছাড়াই এবং গঠনতন্ত্রের ভুল উদ্ধৃতি দিয়ে সংগঠনের সভাপতি নাজমুল আহসান কর্তৃক নির্বাচন কমিশনকে অব্যাহতি প্রদানের চিঠি ইস্যু করায় আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী কমিটির অধিকাংশ সদস্য বিস্ময় প্রকাশ করেছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) কার্যকরী কমিটির যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ রিজু মোহাম্মদ, কার্যকরী সদস্য লাবলু আনসার, তাওহীদুল ইসলাম ও কানু দত্ত এক বিবৃতিতে বলেন, গত ২৮ ডিসেম্বর’২০১৬ জরুরি সাধারণ সভায় সাধারণ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে নির্বাচন কমিশন গঠন এবং কমিশনকে সহায়তার লক্ষ্যে বর্তমান কমিটির মেয়াদ ৩১ মার্চ’২০১৭ পর্যন্ত বাড়ানো হয়। গত ১১ ফেব্রুয়ারী নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে আগামী ১১ মার্চ’২০১৭ নির্বাচনের তারিখও ঘোষণা করেন। কিন্তু কোনো প্রকার কারণ ছাডাই সভাপতি নাজমুল আহসান নির্বাচন কমিশনকে অব্যাহতি প্রদানের যে চিঠি ইস্যু করেছেন তার সঙ্গে কার্যকরী কমিটির কোনো সম্পর্ক নেই। তার এই কথিত সিদ্ধান্ত সংগঠনের ভাবমুর্তিকেই ক্ষুন্ন করেছে। নির্বাচন কমিশন যেহেতু সাধারণ সদস্যদের দ্বারা গঠিত, অব্যাহতির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধুমাত্র সাধারণ সদস্যদের। এখানে কার্যকরি কমিটিরও কিছু করার নেই। কমিটির কাজ নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে সহায়তা করা। এখানে উল্লেখ্য, বর্তমান কমিটির সদস্য সংখ্যা ৯ জন। এরমধ্যে ৫ জনই নির্বাচন অনুষ্ঠানের পক্ষে।
বিবৃতিদাতারা মনে করেন, নির্বাচনকে পাশ কাটিয়ে নাজমুল আহসান যেভাবে দীর্ঘ চার বছর সভাপতির দায়িত্ব পালন করছেন একই উপায়ে ক্ষমতা ধরে রেখে ব্যক্তিস্বার্থে নির্বাচন বাতিলে মরিয়া হয়ে উঠেছেন তিনি।
বিবৃতিদাতারা সভাপতির ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি কর্ণপাত না করে বরং সাধারণ সদস্যদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যথাসময়ে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছেন। বিবৃতিদাতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সভাপতি নাজমুল আহসানকে অসাংগঠনিক কর্মকা- থেকে বিরত থেকে নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে সহযোগিতার আহবান জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

সভাপতিকে অসাংগঠনিক কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান

প্রকাশের সময় : ০৪:৩০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭

নিউইয়র্ক: সাধারণ সভার সর্বসম্মত সিদ্ধান্ত উপেক্ষা করে, কার্যকরী কমিটির সিদ্ধান্ত ছাড়াই এবং গঠনতন্ত্রের ভুল উদ্ধৃতি দিয়ে সংগঠনের সভাপতি নাজমুল আহসান কর্তৃক নির্বাচন কমিশনকে অব্যাহতি প্রদানের চিঠি ইস্যু করায় আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী কমিটির অধিকাংশ সদস্য বিস্ময় প্রকাশ করেছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) কার্যকরী কমিটির যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ রিজু মোহাম্মদ, কার্যকরী সদস্য লাবলু আনসার, তাওহীদুল ইসলাম ও কানু দত্ত এক বিবৃতিতে বলেন, গত ২৮ ডিসেম্বর’২০১৬ জরুরি সাধারণ সভায় সাধারণ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে নির্বাচন কমিশন গঠন এবং কমিশনকে সহায়তার লক্ষ্যে বর্তমান কমিটির মেয়াদ ৩১ মার্চ’২০১৭ পর্যন্ত বাড়ানো হয়। গত ১১ ফেব্রুয়ারী নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে আগামী ১১ মার্চ’২০১৭ নির্বাচনের তারিখও ঘোষণা করেন। কিন্তু কোনো প্রকার কারণ ছাডাই সভাপতি নাজমুল আহসান নির্বাচন কমিশনকে অব্যাহতি প্রদানের যে চিঠি ইস্যু করেছেন তার সঙ্গে কার্যকরী কমিটির কোনো সম্পর্ক নেই। তার এই কথিত সিদ্ধান্ত সংগঠনের ভাবমুর্তিকেই ক্ষুন্ন করেছে। নির্বাচন কমিশন যেহেতু সাধারণ সদস্যদের দ্বারা গঠিত, অব্যাহতির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধুমাত্র সাধারণ সদস্যদের। এখানে কার্যকরি কমিটিরও কিছু করার নেই। কমিটির কাজ নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে সহায়তা করা। এখানে উল্লেখ্য, বর্তমান কমিটির সদস্য সংখ্যা ৯ জন। এরমধ্যে ৫ জনই নির্বাচন অনুষ্ঠানের পক্ষে।
বিবৃতিদাতারা মনে করেন, নির্বাচনকে পাশ কাটিয়ে নাজমুল আহসান যেভাবে দীর্ঘ চার বছর সভাপতির দায়িত্ব পালন করছেন একই উপায়ে ক্ষমতা ধরে রেখে ব্যক্তিস্বার্থে নির্বাচন বাতিলে মরিয়া হয়ে উঠেছেন তিনি।
বিবৃতিদাতারা সভাপতির ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি কর্ণপাত না করে বরং সাধারণ সদস্যদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যথাসময়ে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছেন। বিবৃতিদাতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সভাপতি নাজমুল আহসানকে অসাংগঠনিক কর্মকা- থেকে বিরত থেকে নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে সহযোগিতার আহবান জানিয়েছেন।