নিউইয়র্ক: সিনিয়র সাংবাদিক ও জনপ্রিয় কলামিস্ট শফিক রেহমানকে আটকের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবী করেছেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ। এক বিবৃতিতে প্রেসক্লাবের নেতৃদ্বয় বলেন, শফিক রেহমানের মতো সিনিয়র সাংবাদিক ও জনপ্রিয় কলামিস্টকে আকস্মিকভাবে নিজ বাসা থেকে আটক নিন্দনীয়। তার এই আটক স্বাধীন মত প্রকাশের অন্তরায়। বিবৃতিতে তারা সাংবাদিক শফিক রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগের সঠিক তদন্তের দাবী জানানোর পাশাপাশি অবিলম্বে শফিক রহমান সহ ইতিপূর্বে আটক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ সহ গ্রেফতারকৃত সকল সাংবাদিকের মুক্তি এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচার দাবী করেন।