‘লাবলু-শহীদ’ প্যানেলের মনোনয়নপত্র জমা
- প্রকাশের সময় : ০৮:০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭
- / ৭৪৭ বার পঠিত
নিউইয়র্ক: আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে পূর্ণ প্যানেলে মনোনয়নপত্র জমা দিয়েছে ‘লাবলু-শহীদুল’ নেতৃত্বাধীন প্যানেল। গত শনিবার (২৫ ফেব্রুয়ারী) রাতে নির্বাচন কমিশনের কাছে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী শামসুল হক এবং নির্বাচন কমিশনার রাশেদ আহমেদ ও আকবর হায়দার কিরণ মনোনয়নপত্র গ্রহণ করেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ মার্চ শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৬ ফেব্রুয়ারী রোববার রাত ১২টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ধার্য ছিল। ২৮ ফেব্রুযারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
‘লাবলু-শহীদুল’ প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি পদে সাপ্তাহিক ঠিকানার সম্পাদক ও বিবিসি বাংলার যুক্তরাষ্ট্র প্রতিনিধি লাবলু আনসার, সহ-সভাপতি পদে বাংলা টিভির মহাপরিচালক মীর-ই ওয়াজিদ শিবলী, সাধারণ সম্পাদক পদে সাপ্তাহিক বাঙালী ও দৈনিক ইত্তেফাকের যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে বাংলা টিভির বিশেষ প্রতিনিধি রিজু মোহাম্মদ, কোষাধ্যক্ষ পদে সাপ্তাহিক ঠিকানার বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আবুল কাশেম, কার্যকরী সদস্য পদে যথাক্রমে আরটিভি যুক্তরাষ্ট্রের আবাসিক প্রতিনিধি আশরাফুল হাসান বুলবুল, সাপ্তাহিক ও এখন সময়ের ফটো এডিটর নিহার সিদ্দিকী, এটিএন বাংলা ইউএসএ’র বার্তা সম্পাদক কানু দত্ত এবং বাংলাভিশনের যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আজিম উদ্দিন অভি।
মনোনয়নপত্র জমাদানকালে ‘লাবলু-শহীদ’ প্যানেলের সহ-সভাপতি প্রার্থী মীর-ই ওয়াজিদ শিবলী বলেন, আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রেসক্লাবের নেতৃত্বের পরিবর্তন চেয়েছি। এ কারণেই সাধারণ সভায় গঠিত নির্বাচন কমিশনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়েছি এবং পূর্ণ প্যানেলে মনোনয়নপত্র জমা দিয়েছি। তিনি বলেন, আমাদের প্যানেলের প্রতিটি সদস্য পেশাদার সাংবাদিক। আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবকে দখলমুক্ত ও গতিশীল করতে লাবলু-শহীদুল প্যানেলের বিকল্প নেই। প্রেসক্লাবের সাধারণ সদস্যরা ঐক্যবদ্ধভাবে এই প্যানেলকে মনোনীত করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার কাজী শামসুল হক নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এদিকে লাবলু-শহীদুল প্যানেল নির্বাচন পরিচালনা কমিটি গটন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান সাপ্তাহিক ঠিকানার বার্তা সম্পাদক ও বার্তা সংস্থা এনা’র সম্পাদক মিজানুর রহমান লাবলু-শহীদুল প্যানেলকে নির্বাচিত করার জন্য সকল ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন।