নিউইয়র্ক ০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বিশ্বের প্রথম সংবাদ যাদুঘর ‘নিউজিয়াম’

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:৩৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০১৪
  • / ১৬৬৯ বার পঠিত

ওয়াশিংটন ডিসি: স্বপ্নের দেশ আমেরিকা অনেক কারণেই বিশ্ব মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এদেশের অনেক আকর্ষনীয় এবং বড় প্রতিষ্ঠান ও দর্শনীয় সামগ্রী যুগযুগ ধরে কাছে টানছে মানুষকে। এই নিউ ইয়র্ক এ রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ডিপার্টমেন্টাল ষ্টোর ম্যাসি, সবচেয়ে বড় লাইব্রেরী বানর্স এন্ড নোবেল। এমনি ধরণের অনেক বড় ও আকর্ষনীয় প্রতিষ্ঠান ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্নস্থানে।
Newseum-2বিশ্বের প্রথম সংবাদ যাদুঘর ওয়াশিংটন ডিসির মিউজিয়াম মহল্লার প্রতিষ্ঠিত ‘নিউজিয়াম’ এমনি একটি আকর্ষনীয় যাদুঘর। ওয়াশিংটনের পেনসলভানিয়া এভিনিউ আর মেরিল্যান্ড এভিনিউ এর উপর গড়ে উঠেছে অনেকগুলো মিউজিয়াম। ফ্রিয়ার গ্যালারী, ন্যাশনাল এয়ার এন্ড স্পেস মিউজিয়াম, ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিষ্ট্রি, ন্যাশনাল গ্যালারী অব আর্ট, হার্শহর্ণ মিউজিয়াম, ন্যাশনাল মিউজিয়াম অব আমেরিকান ইন্ডিয়ান এর অন্যতম। আর এই পরিমন্ডলে পেনসিলভানিয়া এভিনিউ আর কন্সটিটিউশন এভিনিউর সংযোগ স্থলে ন্যঅশনাল গ্যালরী অব আর্টের ঠিক উল্টো দিকে প্রতিষ্ঠিত হয়েছে বিশ্বের প্রথম সংবাদ যাদুঘর ‘নিউজিয়াম’।
এই সংবাদ যাদুঘরে দর্শকরা পরিচিত হবেন কেমন করে সংবাদ তৈরী হয়। সাংবাদিকরা কেমন ঝুঁকি নিয়ে কাজ করেন ইত্যাদির সাথে। এই দু’তলা বাড়ীর নিজস্ব গ্যালারীটি একুশ লক্ষ পাঁচ হাজার বর্গফুট এলাকা নিয়ে। নিউজিয়ামে দর্শকদের আকর্ষণ করবে গ্রেট হল অব নিউজ, নিউজ হিষ্ট্রি গ্যালারী, ইনটার আক্টিভ নিউজরুম, গ্লোবাল নিউজ থিয়েটার, রাইজ অব ইলেকট্রনিক নিউজ গ্যালারী এবং জার্নালিষ্ট মেমোরিয়াল।
Newseum-3সংবাদ সংগ্রহ করার ঝুঁকি নিয়ে বিশ্বের যে সব সাংবাদিক মৃত্যুবরণ করেছেন তাদের নাম লিপিবদ্ধ আছে জার্নালিষ্ট মেমোরিয়াল এর স্মৃতি স্তম্ভে। ইংরেজী অক্ষর দিয়ে দেশের নাম সাজিয়ে নিহত সাংবাদিকের নাম, তার সংবাদপত্র এবং মুত্যুর তারিখ খোদাই করে লেখা আছে। এটা সুউচ্চ স্তম্ভে। ২০০৪ সাল পর্যন্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন বিশ্বের এমন ১৫২৮ জন সাংবাদিকের নাম তলিকাভূক্ত হয়েছে। খোদাই করা তালিকায় বাংলাদেশের দৈনিক সংগ্রাম পত্রিকার সাংবাদিক শেখ বেলালউদ্দিনের নামও অর্ন্তভুক্ত রয়েছে এই তালিকায়।
যুক্তরাষ্ট্রে সংবাদপত্রের ইতিহাস শুরু হয়েছিল দু’শ পঁচিশ বছর আগে। মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতে বলা হয়েছিলো বাক স্বাধীনতা তথা সংবাদপত্রের স্বাধীনতার কথা। আর দীর্ঘ বছর পরে হলেও এদেশেই তৈরী হয়েছে বিশ্বের প্রথম সংবাদ যাদুঘর। এই আধুনিক বিশ্বেও বিভিন্ন দেশে সাংবাদিকরা নির্যাতিত হচ্ছেন- এসব ছবি নিউজিয়ামে সংরক্ষিত হবে, পৃথিবীর দেশে দেশে এ ধরণের সংবাদ যাদুঘর গড়ে উঠবে এই প্রত্যাশা আমাদের। (সাপ্তাহিক বাংলা পত্রিকা)

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

বিশ্বের প্রথম সংবাদ যাদুঘর ‘নিউজিয়াম’

প্রকাশের সময় : ০৪:৩৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০১৪

ওয়াশিংটন ডিসি: স্বপ্নের দেশ আমেরিকা অনেক কারণেই বিশ্ব মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এদেশের অনেক আকর্ষনীয় এবং বড় প্রতিষ্ঠান ও দর্শনীয় সামগ্রী যুগযুগ ধরে কাছে টানছে মানুষকে। এই নিউ ইয়র্ক এ রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ডিপার্টমেন্টাল ষ্টোর ম্যাসি, সবচেয়ে বড় লাইব্রেরী বানর্স এন্ড নোবেল। এমনি ধরণের অনেক বড় ও আকর্ষনীয় প্রতিষ্ঠান ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্নস্থানে।
Newseum-2বিশ্বের প্রথম সংবাদ যাদুঘর ওয়াশিংটন ডিসির মিউজিয়াম মহল্লার প্রতিষ্ঠিত ‘নিউজিয়াম’ এমনি একটি আকর্ষনীয় যাদুঘর। ওয়াশিংটনের পেনসলভানিয়া এভিনিউ আর মেরিল্যান্ড এভিনিউ এর উপর গড়ে উঠেছে অনেকগুলো মিউজিয়াম। ফ্রিয়ার গ্যালারী, ন্যাশনাল এয়ার এন্ড স্পেস মিউজিয়াম, ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিষ্ট্রি, ন্যাশনাল গ্যালারী অব আর্ট, হার্শহর্ণ মিউজিয়াম, ন্যাশনাল মিউজিয়াম অব আমেরিকান ইন্ডিয়ান এর অন্যতম। আর এই পরিমন্ডলে পেনসিলভানিয়া এভিনিউ আর কন্সটিটিউশন এভিনিউর সংযোগ স্থলে ন্যঅশনাল গ্যালরী অব আর্টের ঠিক উল্টো দিকে প্রতিষ্ঠিত হয়েছে বিশ্বের প্রথম সংবাদ যাদুঘর ‘নিউজিয়াম’।
এই সংবাদ যাদুঘরে দর্শকরা পরিচিত হবেন কেমন করে সংবাদ তৈরী হয়। সাংবাদিকরা কেমন ঝুঁকি নিয়ে কাজ করেন ইত্যাদির সাথে। এই দু’তলা বাড়ীর নিজস্ব গ্যালারীটি একুশ লক্ষ পাঁচ হাজার বর্গফুট এলাকা নিয়ে। নিউজিয়ামে দর্শকদের আকর্ষণ করবে গ্রেট হল অব নিউজ, নিউজ হিষ্ট্রি গ্যালারী, ইনটার আক্টিভ নিউজরুম, গ্লোবাল নিউজ থিয়েটার, রাইজ অব ইলেকট্রনিক নিউজ গ্যালারী এবং জার্নালিষ্ট মেমোরিয়াল।
Newseum-3সংবাদ সংগ্রহ করার ঝুঁকি নিয়ে বিশ্বের যে সব সাংবাদিক মৃত্যুবরণ করেছেন তাদের নাম লিপিবদ্ধ আছে জার্নালিষ্ট মেমোরিয়াল এর স্মৃতি স্তম্ভে। ইংরেজী অক্ষর দিয়ে দেশের নাম সাজিয়ে নিহত সাংবাদিকের নাম, তার সংবাদপত্র এবং মুত্যুর তারিখ খোদাই করে লেখা আছে। এটা সুউচ্চ স্তম্ভে। ২০০৪ সাল পর্যন্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন বিশ্বের এমন ১৫২৮ জন সাংবাদিকের নাম তলিকাভূক্ত হয়েছে। খোদাই করা তালিকায় বাংলাদেশের দৈনিক সংগ্রাম পত্রিকার সাংবাদিক শেখ বেলালউদ্দিনের নামও অর্ন্তভুক্ত রয়েছে এই তালিকায়।
যুক্তরাষ্ট্রে সংবাদপত্রের ইতিহাস শুরু হয়েছিল দু’শ পঁচিশ বছর আগে। মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতে বলা হয়েছিলো বাক স্বাধীনতা তথা সংবাদপত্রের স্বাধীনতার কথা। আর দীর্ঘ বছর পরে হলেও এদেশেই তৈরী হয়েছে বিশ্বের প্রথম সংবাদ যাদুঘর। এই আধুনিক বিশ্বেও বিভিন্ন দেশে সাংবাদিকরা নির্যাতিত হচ্ছেন- এসব ছবি নিউজিয়ামে সংরক্ষিত হবে, পৃথিবীর দেশে দেশে এ ধরণের সংবাদ যাদুঘর গড়ে উঠবে এই প্রত্যাশা আমাদের। (সাপ্তাহিক বাংলা পত্রিকা)