নিউইয়র্ক ০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বিশিষ্ট সাংবাদিক মনজুর আহমদ আজকালের নতুন সম্পাদক

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:১৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০১৪
  • / ১৫৬১ বার পঠিত

নিউইয়র্ক: বিশিষ্ট সাংবাদিক মনজুর আহমদ সাপ্তাহিক আজকালের সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। ১ ডিসেম্বর সোমবার তিনি কাজে যোগদান করেন। পেশাগত জীবনে তিনি দৈনিক সংবাদ, দৈনিক পাকিস্তান পরবর্তীতে দৈনিক বাংলা, দৈনিক বাংলাবাজার, দৈনিক অর্থনীতি ও দৈনিক দেশবাংলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মনজুর আহমদ অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও জাতীয় প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের উপদেষ্টা। উল্লেখ্য, এরআগে আহমেদ মূসা ২৭ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত আজকালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
মনজুর আহমেদ নবম শ্রেণীতে পড়ার সময় ১৯৫৭ সালে দৈনিক সংবাদের ঝিনাইদহ সংবাদদাতা হিসেবে পেশাগত জীবন শুরু করেন। এরপর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে চলে আসেন ঢাকায়। ইন্টারমিডিয়েটের রেজাল্ট প্রকাশের আগেই তিনি সংবাদ-এর প্রধান অফিসে যোগদান করেন। প্রথমে তিনি ছিলেন সংবাদের বিখ্যাত শিশু-কিশোর পাতা খেলাঘরের ভাইয়া। পরে একই বছর তিনি পত্রিকার সহসম্পাদক হিসেবে কাজ শুরু করেন। ১৯৬৮ সাল পর্যন্ত তিনি শিফট ইনচার্জসহ বিভিন্ন পদে কাজ করেছেন। এরপর সিনিয়র সাবএডিটর হিসেবে যোগদান করেন তদানীন্তন দৈনিক পাকিস্তানে (পরবর্তীতে দৈনিক বাংলা)। ১৯৭০ সালে তিনি রিপোর্টিং বিভাগে যোগ দেন। ১৯৯৭ সালের ৩১ অক্টোবর দৈনিক বাংলার প্রকাশনা বন্ধ হওয়া পর্যন্ত তিনি কূটনৈতিক প্রতিবেদক, চিফ রিপোর্টার ও স্পেশাল করেসপনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। দৈনিক বাংলা বন্ধ হওয়ার পর তিনি বাংলাবাজার পত্রিকায় নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেন। এরপর প্রতিষ্ঠালগ্ন থেকে দৈনিক অর্থনীতির নির্বাহী সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি। এরপর সহযোগী সম্পাদক হিসেবে যোগ দেন দৈনিক দেশবাংলায়। ২০০০ সালের নভেম্বরে স্থায়ীভাবে আমেরিকায় বসবাস শুরু করেন মনজুর আহমদ। তিনি নিউইয়র্কে সাপ্তাহিক এখন সময়-এ সাড়ে চার বছর কাজ করেছেন।
১৯৪২ সালের ২২ ডিসেম্বর যশোরে জন্মগ্রহণ করেন মনজুর আহমদ। ঝিনাইদহ হাই স্কুল থেকে মেট্রিক দেন ১৯৫৯ সালে। ১৯৬১ সালে খুলনা বিএল কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং পরে ঢাকার জগন্নাথ কলেজ থেকে বিএ পাশ করেন।
তিনি বাংলা সাহিত্যে মাস্টার্স করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। মনজুর আহমদ হাঙ্গেরীতে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব জার্নালিজম থেকে সাংবাদিকতায় উচ্চতর ডিগ্রি নেন ১৯৭২ সালে।
সাংবাদিকতার পাশাপাশি মনজুর আহমদ একজন কথাসাহিত্যিক হিসেবে দেশে এবং প্রবাসে সুপরিচিত। ২টি উপন্যাস, বেশ কিছু ছোটগল্প ও ৩টি ইতিহাসগ্রন্থসহ তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৪টি। পেশাগত কাজে তিনি দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়িয়েছেন। ভ্রমণ করেছেন আমেরিকা, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ।
মনজুর আহমদের পিতা ডা. কে. আহমেদ ছিলেন রাজনীতিক ও সমাজসেবক। তৎকালীন ঝিনাইদহ মহকুমা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঝিনাইদহ পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন তিনি। ডা. কে. আহমেদের নামকরণে ঝিনাইদহের একটি রাস্তা ও পৌর মিলনায়তন রয়েছে। মনজুর আহমদের মা মনোয়ারা খাতুন ছিলেন ঝিনাইদহ সরকারি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঝিনাইদহ মহিলা পরিষদের সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন। মনজুর আহমদের স্ত্রী বিশিষ্ট অভিনেত্রী রেখা আহমেদ। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

বিশিষ্ট সাংবাদিক মনজুর আহমদ আজকালের নতুন সম্পাদক

প্রকাশের সময় : ০৪:১৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০১৪

নিউইয়র্ক: বিশিষ্ট সাংবাদিক মনজুর আহমদ সাপ্তাহিক আজকালের সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। ১ ডিসেম্বর সোমবার তিনি কাজে যোগদান করেন। পেশাগত জীবনে তিনি দৈনিক সংবাদ, দৈনিক পাকিস্তান পরবর্তীতে দৈনিক বাংলা, দৈনিক বাংলাবাজার, দৈনিক অর্থনীতি ও দৈনিক দেশবাংলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মনজুর আহমদ অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও জাতীয় প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের উপদেষ্টা। উল্লেখ্য, এরআগে আহমেদ মূসা ২৭ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত আজকালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
মনজুর আহমেদ নবম শ্রেণীতে পড়ার সময় ১৯৫৭ সালে দৈনিক সংবাদের ঝিনাইদহ সংবাদদাতা হিসেবে পেশাগত জীবন শুরু করেন। এরপর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে চলে আসেন ঢাকায়। ইন্টারমিডিয়েটের রেজাল্ট প্রকাশের আগেই তিনি সংবাদ-এর প্রধান অফিসে যোগদান করেন। প্রথমে তিনি ছিলেন সংবাদের বিখ্যাত শিশু-কিশোর পাতা খেলাঘরের ভাইয়া। পরে একই বছর তিনি পত্রিকার সহসম্পাদক হিসেবে কাজ শুরু করেন। ১৯৬৮ সাল পর্যন্ত তিনি শিফট ইনচার্জসহ বিভিন্ন পদে কাজ করেছেন। এরপর সিনিয়র সাবএডিটর হিসেবে যোগদান করেন তদানীন্তন দৈনিক পাকিস্তানে (পরবর্তীতে দৈনিক বাংলা)। ১৯৭০ সালে তিনি রিপোর্টিং বিভাগে যোগ দেন। ১৯৯৭ সালের ৩১ অক্টোবর দৈনিক বাংলার প্রকাশনা বন্ধ হওয়া পর্যন্ত তিনি কূটনৈতিক প্রতিবেদক, চিফ রিপোর্টার ও স্পেশাল করেসপনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। দৈনিক বাংলা বন্ধ হওয়ার পর তিনি বাংলাবাজার পত্রিকায় নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেন। এরপর প্রতিষ্ঠালগ্ন থেকে দৈনিক অর্থনীতির নির্বাহী সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি। এরপর সহযোগী সম্পাদক হিসেবে যোগ দেন দৈনিক দেশবাংলায়। ২০০০ সালের নভেম্বরে স্থায়ীভাবে আমেরিকায় বসবাস শুরু করেন মনজুর আহমদ। তিনি নিউইয়র্কে সাপ্তাহিক এখন সময়-এ সাড়ে চার বছর কাজ করেছেন।
১৯৪২ সালের ২২ ডিসেম্বর যশোরে জন্মগ্রহণ করেন মনজুর আহমদ। ঝিনাইদহ হাই স্কুল থেকে মেট্রিক দেন ১৯৫৯ সালে। ১৯৬১ সালে খুলনা বিএল কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং পরে ঢাকার জগন্নাথ কলেজ থেকে বিএ পাশ করেন।
তিনি বাংলা সাহিত্যে মাস্টার্স করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। মনজুর আহমদ হাঙ্গেরীতে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব জার্নালিজম থেকে সাংবাদিকতায় উচ্চতর ডিগ্রি নেন ১৯৭২ সালে।
সাংবাদিকতার পাশাপাশি মনজুর আহমদ একজন কথাসাহিত্যিক হিসেবে দেশে এবং প্রবাসে সুপরিচিত। ২টি উপন্যাস, বেশ কিছু ছোটগল্প ও ৩টি ইতিহাসগ্রন্থসহ তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৪টি। পেশাগত কাজে তিনি দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়িয়েছেন। ভ্রমণ করেছেন আমেরিকা, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ।
মনজুর আহমদের পিতা ডা. কে. আহমেদ ছিলেন রাজনীতিক ও সমাজসেবক। তৎকালীন ঝিনাইদহ মহকুমা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঝিনাইদহ পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন তিনি। ডা. কে. আহমেদের নামকরণে ঝিনাইদহের একটি রাস্তা ও পৌর মিলনায়তন রয়েছে। মনজুর আহমদের মা মনোয়ারা খাতুন ছিলেন ঝিনাইদহ সরকারি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঝিনাইদহ মহিলা পরিষদের সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন। মনজুর আহমদের স্ত্রী বিশিষ্ট অভিনেত্রী রেখা আহমেদ। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।