নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার পার্টি ২২ জুন
- প্রকাশের সময় : ০২:২২:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০১৫
- / ৭৯২ বার পঠিত
নিউইয়র্ক: নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার পার্টি ২২ জুন সোমবার অনুুষ্ঠত হবে। ক্লাবের মাসিক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সভায় ক্লাবের সাংগঠনিক বিষয়ে একাধিক সিদ্ধান্ত নেয় হয়।
সিটির জ্যাকসন হাইটস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে (সাপ্তাহিক দেশবাংলা/বাংলা টাইমস মিলনায়ন) গত ৮ জুন সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আবু তাহের। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ।
সভার শুরুতে সদ্য প্রয়াত বিবিসি খ্যাত সাংবাদিক সিরাজুর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজেসেবী, বাংলাদেশ সোসাইটি ইন্ক নিউইয়র্ক-এর সাবেক সভাপতি মুহাম্মদ এনামুল মালিক এবং কমিউনিটির পরিচিত মুখ, বীর মুক্তিযোদ্ধা রশীদ আহমেদ-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। এরপর তাদের বিদেহী আতœার শান্তি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন ক্লাবের নবাগত সদস্য রশীদ আহমদ।
সভায় ক্লাবের সিনিয়র সহ সভাপতি তাসের মাহমুদ, সহ সভাপতি রিমন ইসলাম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিহাব উদ্দীন কিসলু, কোষাধ্যক্ষ শেখ সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলমগীর সরকার এবং নবাগত সদস্য সৈয়দ ইলিয়াস খসরু, মেহেরুন্নিসা জোবায়দা, রশীদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ নতুন সদস্যদের স্বাগত জানান এবং সহ সভাপতি রিমন ইসলাম ক্লাবের কর্মকান্ড সংক্ষিপ্তাকারে তুলে ধরেন। সভায় প্রেসক্লাব সদস্য তথা সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করার পাশাপাশি সৌহার্দ্য-সম্প্রীতি জোরদার করায় উপস্থিত সকলে একমত পোষণ করেন।