নিউইয়র্ক ০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ‘গেট টুগেদার’ ডিসেম্বরে

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:১১:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০১৬
  • / ৭০০ বার পঠিত

নিউইয়র্ক:নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির উদ্যোগে প্রথম ‘গেট টুগেদার’ অনুষ্ঠান আগামী ডিসম্বেরে অনুষ্ঠিত হবে। ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ২৪ অক্টোবর সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে এই সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের আহ্বায়ক ডা. ওয়াজেদ এ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সদস্য সচিব শিবলী চৌধুরী কায়েস। সভায় আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে এবিএম সালাহউদ্দিন আহমেদ, মমিন মজুমদার ও সৈয়দ ইলিয়াস খসরু উপস্থিত ছিলেন।
সভার শুরুতে সদস্য সচিব শিবলী চৌধুরী কায়েস ক্লাবের গঠনতন্ত্রের আলোকে সুষ্ঠু ও সুন্দরভাবে ক্লাব পরিচালনার উপর গুরুত্বারোপ করে সকল সংশ্লিস্ট সবার সহযোগিতা কামনা করেন এবং কতিপয় সাংগঠনিক বিষয় তুলে ধরেন। এছাড়া ক্লাব সদস্য তালিকা হাল নাগাদ করণ, নতুন সদস্য অন্তর্ভূক্তির সিদ্ধান্ত হয় সভায়। এরপর সভার সভাপতি ডা. ওয়াজেদ এ খানের প্রস্তাবে আগামী ডিসেম্বর মাসের সুবিধাজনক সময়ে সকল ক্লাব সদস্য ও তাদের পরিবার-পরিজন এবং শুভানুধ্যায়ীদের নিয়ে ‘গেট টুগেদার’ আয়োজনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। সভায় ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কমিটির অন্যতম সদস্য এবিএম সালাহউদ্দিন আহমেদ প্রেসক্লাবকে গতিশীল করতে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ‘গেট টুগেদার’ ডিসেম্বরে

প্রকাশের সময় : ০৮:১১:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০১৬

নিউইয়র্ক:নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির উদ্যোগে প্রথম ‘গেট টুগেদার’ অনুষ্ঠান আগামী ডিসম্বেরে অনুষ্ঠিত হবে। ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ২৪ অক্টোবর সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে এই সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের আহ্বায়ক ডা. ওয়াজেদ এ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সদস্য সচিব শিবলী চৌধুরী কায়েস। সভায় আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে এবিএম সালাহউদ্দিন আহমেদ, মমিন মজুমদার ও সৈয়দ ইলিয়াস খসরু উপস্থিত ছিলেন।
সভার শুরুতে সদস্য সচিব শিবলী চৌধুরী কায়েস ক্লাবের গঠনতন্ত্রের আলোকে সুষ্ঠু ও সুন্দরভাবে ক্লাব পরিচালনার উপর গুরুত্বারোপ করে সকল সংশ্লিস্ট সবার সহযোগিতা কামনা করেন এবং কতিপয় সাংগঠনিক বিষয় তুলে ধরেন। এছাড়া ক্লাব সদস্য তালিকা হাল নাগাদ করণ, নতুন সদস্য অন্তর্ভূক্তির সিদ্ধান্ত হয় সভায়। এরপর সভার সভাপতি ডা. ওয়াজেদ এ খানের প্রস্তাবে আগামী ডিসেম্বর মাসের সুবিধাজনক সময়ে সকল ক্লাব সদস্য ও তাদের পরিবার-পরিজন এবং শুভানুধ্যায়ীদের নিয়ে ‘গেট টুগেদার’ আয়োজনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। সভায় ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কমিটির অন্যতম সদস্য এবিএম সালাহউদ্দিন আহমেদ প্রেসক্লাবকে গতিশীল করতে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।