নিউইয়র্কে একুশে টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- প্রকাশের সময় : ১০:০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০১৫
- / ৭৮২ বার পঠিত
নিউইয়র্ক: নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক, রাজনীতিবিদ ও কমিউনিটির নেতারা বলেছেন, শুধু বাংলাদেশে নয়; প্রবাসেও দেশের কৃষ্টি-কালচার তুলে ধরতে বড় ভুমিকা রাখছে একুশে টেলিভিশন। সম্প্রচার মাধ্যমের রূপকার একুশে টেলিভিশন বাংলাদেশে সংবাদ পরিবেশন ও উপস্থপনে নব দিগন্তের সূচনা করছে।
গত ১৪ এপ্রিল মঙ্গলবার জ্যাকসন হাইটস বাংলাদেশ প্লাজার মিলনায়তনে একুশে টিভির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন বক্তারা। এর আগে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে কেক কাটার মধ্যদিয়ে পঞ্চদশ প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন করা হয়।
একুশে টিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি ইমরান আনসারীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও সাপ্তাহিক ঠিকানার সম্পাদকমন্ডলীর সভাপতি এম এম শাহীন, নিউইয়র্কের বাংলাদেশ কন্স্যুলেটের কন্সাল জেনারেল শামীম আহসান, প্রবীন সাংবাদিক মনজুর আহমেদ, সাপ্তাহিক এখন সময় পত্রিকার সম্পাদক কাজী শামসুল হক, টাইম টেলিভিশনের সিইও এবং সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সিনিয়র সাংবাদিক নিনি ওয়াহেদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ রহমান মান্নান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক গিয়াস উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বজিৎ সাহা, সময় টেলিভিশনের ইউএস ব্যুরো প্রধান শিহাব উদ্দীন কিশলু, টাইম টেলিভিশনের বার্তা প্রধান আবিদুর রহিম, সাপ্তাহিক ঠিকানার বার্তা সম্পাদক মিজানুর রহমান, দৈনিক ইত্তেফাক-এর বিশেষ প্রতিনিধি শহিদুল ইসলাম, যমুনা টেলিভিশনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি হাসানুজ্জামান সাকি, টাইম টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও দ্য রিপোর্ট২৪-এর নিউইয়র্ক প্রতিনিধি শিবলী চৌধুরী কায়েস, সাংবাদিক দিমা নেফার তিতি, টাইমস২৪ এর নিউইয়র্ক প্রতিনিধি সোহেল হোসেন, মোহাম্মদ তুহীন, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, সাবেক ছাত্রনেতা জীবন শফি প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একুশে টিভি ইউএস’র টেরিটরি কো-অর্ডিনেটর ফখরুল আলম লিটন। তিনি তার বক্তব্যে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একুশে টিভির আগামী দিনের কর্মসূচি তুলে ধরেন।
এম এম শাহীন বলেন, একুশে টিভি হচ্ছে জনগণের টিভি। তারা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। আশা করি মানুষের কণ্ঠ হিসেবে তারা কাজ করে যাবে। তিনি একুশে টিভির প্রতিষ্ঠবার্ষিকীতে ঠিকানা পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানান।
শামীম আহসান বলেন, একুশে টিভি জন্ম পর থেকেই ভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে। আশা করি তারা তাদের সেই জনপ্রিয়তা ধরে রাখবে এবং জয়যাত্রা অব্যাহত থাকবে।
ড. সিদ্দিকুর রহমান নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আশা করি একুশে টিভি আগের মত মুক্তিযুদ্ধের কথা বলবে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবে এবং ধারণ করবে।
একুশে টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কেটে পরিবেশন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।