নিউইয়র্ক ১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

১৪ নভেম্বর ‘এক কাপ চা’

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৫২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০১৪
  • / ২১৩৯ বার পঠিত

চিত্রনায়ক ফেরদৌস প্রযোজিত ও অভিনীত ‘এক কাপ চা’ ঠান্ডা হতে হতে বরফ হতে বসেছিল! অবশেষে সেই চা পরিবেশন করা হতে যাচ্ছে দর্শকরে কাছে!

সব ঠিক থাকলে আগামী ১৪ নভেম্বর ঢাকাসহ সারাদেশের বেশকিছু প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতিতে আবেদনের পরিপ্রেক্ষিতে এই তারিখ বরাদ্দ দেওয়া হয়েছে ফেরদৌসের ছবিটিকে।

এ ছবির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল বাংলানিউজকে ১৩ অক্টোবর সন্ধ্যায় বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে ছবিটি ১৪ নভেম্বর মুক্তি দিতে চাই। ফেরদৌস ভাই ১৪ অক্টোবর কলকাতা থেকে ঢাকায় ফিরবেন। তিনি আসার পর আমরা ছবিটির প্রচারণার কাজ শুরু করব।’

এর আগে ১১ সেপ্টেম্বর কোনো কাটছাট ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ছবিটি। এর কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন ভারতের চলচ্চিত্র ব্যক্তিত্ব বাসু চ্যাটার্জি। এতে ফেরদৌসের সঙ্গে অভিনয় করেছেন মৌসুমী, ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।

ছবিটির গানের অ্যালবামের মোড়ক ডিজাইন করেছেন অভিনেতা আফজাল হোসেন। পোস্টার ডিজাইন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরিফ।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

১৪ নভেম্বর ‘এক কাপ চা’

প্রকাশের সময় : ১২:৫২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০১৪

চিত্রনায়ক ফেরদৌস প্রযোজিত ও অভিনীত ‘এক কাপ চা’ ঠান্ডা হতে হতে বরফ হতে বসেছিল! অবশেষে সেই চা পরিবেশন করা হতে যাচ্ছে দর্শকরে কাছে!

সব ঠিক থাকলে আগামী ১৪ নভেম্বর ঢাকাসহ সারাদেশের বেশকিছু প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতিতে আবেদনের পরিপ্রেক্ষিতে এই তারিখ বরাদ্দ দেওয়া হয়েছে ফেরদৌসের ছবিটিকে।

এ ছবির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল বাংলানিউজকে ১৩ অক্টোবর সন্ধ্যায় বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে ছবিটি ১৪ নভেম্বর মুক্তি দিতে চাই। ফেরদৌস ভাই ১৪ অক্টোবর কলকাতা থেকে ঢাকায় ফিরবেন। তিনি আসার পর আমরা ছবিটির প্রচারণার কাজ শুরু করব।’

এর আগে ১১ সেপ্টেম্বর কোনো কাটছাট ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ছবিটি। এর কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন ভারতের চলচ্চিত্র ব্যক্তিত্ব বাসু চ্যাটার্জি। এতে ফেরদৌসের সঙ্গে অভিনয় করেছেন মৌসুমী, ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।

ছবিটির গানের অ্যালবামের মোড়ক ডিজাইন করেছেন অভিনেতা আফজাল হোসেন। পোস্টার ডিজাইন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরিফ।