নিউইয়র্ক ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সজল আর মমর নতুন বছর

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:১৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০১৪
  • / ১০৮৫ বার পঠিত

ঢাকা: মম ও সজল নতুন বিয়ে করেছে। বিয়ের পর দুজনে বেড়াতে গিয়েছেন মমর পৈত্রিক বাড়িতে। সেদিনই মমর জন্মদিন। তাদের না জানিয়েই কেক কাটার আয়োজন করেন মমর বাবা ড. ইনামুল হক। কিন্তু কেক কাটার পরপরই ঘটে বিপত্তি।

মম ফু দিয়ে মোমবাতির আগুন নেভানোর আগেই দমকা হাওয়া এসে নিভিয়ে দেয়। পরপর দুবার চেষ্টার পর সফল হলেও কেক কাটার পর সেখান থেকে বেরিয়ে আসে তাজা রক্ত। এ ভাবেই ঘটতে থাকে অশুভ নানা ঘটনা।

এমন গল্প নিয়ে নতুন বছরের প্রথম দিন নরসিংদীর শিউলী ভিলায় শুরু হতে যাচ্ছে সহোদরা নাটকের শুটিং। লায়লা তারেকের রচনায় নাটকটি পরিচালনা করবেন সাজ্জাদ রাহমান। মম-সজল ইংরেজী নতুন বছর শুরু করছেন এক ভূতের নাটক দিয়ে।

এ বিষয়ে মম বলেন, সাজ্জাদ রাহমানের সঙ্গে এই প্রথম কাজ করছি। গল্পটি অসাধারণ। আশা করছি দর্শকরা অনেক উপভোগ করবেন।
এদিকে সজল বলেন, নির্মাতা সাজ্জাদ রাহমান আমার একজন প্রিয় মানুষ। তার নাটকে কাজ করতে পেরে ভীষণ ভালো লাগছে।

সহোদরা নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করবেন, মাহমুদুল হক মিঠু, সঞ্জয় রাজ, শিউলী মালা, ফারা, আরিজা এবং ঐশী। চিত্রগ্রহণ করবেন আনোয়ার আনু। নাটকটি প্রযোজনা করছেন, মেজবাহ উদ্দিন আহমেদ।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

সজল আর মমর নতুন বছর

প্রকাশের সময় : ০৫:১৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০১৪

ঢাকা: মম ও সজল নতুন বিয়ে করেছে। বিয়ের পর দুজনে বেড়াতে গিয়েছেন মমর পৈত্রিক বাড়িতে। সেদিনই মমর জন্মদিন। তাদের না জানিয়েই কেক কাটার আয়োজন করেন মমর বাবা ড. ইনামুল হক। কিন্তু কেক কাটার পরপরই ঘটে বিপত্তি।

মম ফু দিয়ে মোমবাতির আগুন নেভানোর আগেই দমকা হাওয়া এসে নিভিয়ে দেয়। পরপর দুবার চেষ্টার পর সফল হলেও কেক কাটার পর সেখান থেকে বেরিয়ে আসে তাজা রক্ত। এ ভাবেই ঘটতে থাকে অশুভ নানা ঘটনা।

এমন গল্প নিয়ে নতুন বছরের প্রথম দিন নরসিংদীর শিউলী ভিলায় শুরু হতে যাচ্ছে সহোদরা নাটকের শুটিং। লায়লা তারেকের রচনায় নাটকটি পরিচালনা করবেন সাজ্জাদ রাহমান। মম-সজল ইংরেজী নতুন বছর শুরু করছেন এক ভূতের নাটক দিয়ে।

এ বিষয়ে মম বলেন, সাজ্জাদ রাহমানের সঙ্গে এই প্রথম কাজ করছি। গল্পটি অসাধারণ। আশা করছি দর্শকরা অনেক উপভোগ করবেন।
এদিকে সজল বলেন, নির্মাতা সাজ্জাদ রাহমান আমার একজন প্রিয় মানুষ। তার নাটকে কাজ করতে পেরে ভীষণ ভালো লাগছে।

সহোদরা নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করবেন, মাহমুদুল হক মিঠু, সঞ্জয় রাজ, শিউলী মালা, ফারা, আরিজা এবং ঐশী। চিত্রগ্রহণ করবেন আনোয়ার আনু। নাটকটি প্রযোজনা করছেন, মেজবাহ উদ্দিন আহমেদ।