নিউইয়র্ক ১২:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মেক্সিকো জয় করলেন নিউইয়র্কের শিল্পী শাহ মাহবুব

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:৩৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬
  • / ১৩৮৪ বার পঠিত

নিউইয়র্ক: শাহ মাহবুব। নিউইয়র্ক তথা উত্তর আমেরিকার অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশী কন্ঠশিল্পী। বাংলাদেশের সীমানা পেরিয়ে উত্তর আমেরিকা জয় করে এবার গান গেয়ে জয় করলেন মেক্সিকো। সাবাস শাহ মাহবুব।
ফোবানা বাংলাদেশ সম্মেলন আর ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে শুরু করে বৈশাখী মেলা, পথমেলাসহ যুক্তরাষ্ট্র ও কানাডার এমন কোন অনুষ্ঠান নেই যেখানে শাহ মাহবুব গান করেননি। জয় করেননি দর্শক-শ্রোতার মন। হাজার হাজার বাংলাদেশী শ্রোতাকে মুগ্ধ করেছেন, হৃদয় ভরিয়ে দিয়েছেন। মনে-প্রাণে, পোষাক-আশাকে একজন খাঁটি বাংলাদেশী শিল্পী হিসেবে তার তুলনা তিনি নিজেই। ব্যক্তিগত জীবনে একজন সুন্দর মন আর অমায়িক ব্যবহারের মানুষ এই শিল্পী। নি:সন্দেহে অসম্ভব শক্তিশালী কন্ঠ, দীর্ঘ শ্বাস, নিপুণকাজ এবং ক্যারিশম্যাটিক পাফর্মেন্স শ্রোতাদের হৃদয়ে তার স্থায়ী আসন তৈরি করে দিয়েছে।
Sha Mahbub at Mexico-7এবার তার ডাক পড়ে মেক্সিকো থেকে। মেক্সিকো সিটি মেয়রের আমন্ত্রণে আন্তর্জাতিক কালচারাল ফেষ্টিভ্যালে যোগ দিতে তিনি গত ২৭ মে মেক্সিকো যান। সেখানে হাজার হাজার দর্শক-শ্রোতাকে জয় করেন গান গেয়ে। প্রায় এক ঘন্টা বাংলাদেশের লোকগীতি গেয়ে মন্ত্রমুগ্ধ করে রাখেন। তার সাথে দোতারায় সংগত করেন ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোর বাংলাদেশী আনিসুজ্জামান। এই প্রতিবেদককে একথা জানান শিল্পী নিজেই।
মূলত: গত ২১ মে থেকে ৫ জুন পর্যন্ত আন্তর্জাতিক কালচারাল উৎসব অনুষ্ঠিত হয়। মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাসের সেকেন্ড সেক্রেটারী তানভীর কবীর শাহ মাহবুবের এই উৎসবে শিল্পী শাহ মাহবুবের যোগদানের বিষয়টি সমন্বয় করেন। উৎসবে গান পরিবেশনের পর অনুষ্ঠান মঞ্চে শাহ মাহবুবের হাতে আয়োজরা একটি সম্মাননা ক্রেষ্ট তুলে দেন ।
উল্লেখ্য, শাহ মাহবুব মূলত: বাংলাদেশের লোকসঙ্গীত শিল্পী। বাংলাদেশের বিভিন্ন এলাকার আঞ্চলিক গান তিনি সহজেই আয়ত্ব করতে পারেন। সেই সাথে যাদুকরী কন্ঠের কারণে কীর্ত্তন, রাধারমনের গান, প্রাচীন লোকগীতি, শাহ আবদুল করিম, হাসন রাজা, লালন, ভাওয়াইয়া, ভাটিয়ালীও তার কন্ঠে জীবন ফিরে পায়। নাগরিক ফোকও গান তিনি।
Sha Mahbub at Mexico-4জানা গেছে আন্তর্জাতিক কালচারাল উৎসব যখন শাহ মাহবুব একে একে গাইছিলেন ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান……’, ‘বাংলাদেশের একতারার সুর কতই ভালবাসি…….’, ‘ক্যামোনে ভুলিবো আমি……’, ‘সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী……..’, ‘তোমরা একতারা বাজাও না…….’ তখন দর্শক-শ্রোতারা ভাষা না বুঝলেও প্রাণভরে তার গান উপভোগ করেন এবং করতালি দিয়ে উৎসাহিত করেন। এসময় শাহ মাহবুবের মাথায় ছিলো গামছা বাধা, গায়ে ছিলো গ্রামীণ চেকের পাঞ্জাবি।
আন্তর্জাতিক কালচারাল উৎসবে যোগদান সম্পর্কে শাহ মাহবুব বলেন, আমাদের লোক সঙ্গীতে এমন এক মাদকতা ও সার্বজনীনতা আছে যা ভাষা না বুঝলেও সুরের ও পরিবেশনার মধ্য দিয়ে দর্শক-শ্রোতাকে আকৃষ্ট করে, মুগ্ধ করে মোহবিষ্ট করে। মেক্সিকো সিটিতে গান গেয়ে সেই বিষয়ে নিশ্চিত হয়েছি।
শাহ মাহবুব জানান, মেক্সিকোর বাংলাদেশ দূতাবাসের সেকেন্ড সেক্রেটারী তানভীর কবির তাকে বলেছেন, চার বছর আগে মেক্সিকো সিটিতে বাংলাদেশ দুতাবাস চালু হলেও এই প্রথম এতো বিশাল দর্শক শ্রোতার সামনে কোন বাংলাদেশী শিল্পী বাংলায় গান গাইলেন। এটা বাংলাদেশের ভাবমূর্তিকে অবশ্যই অনেক উচ্চতর স্থানে তুলে নিয়ে গেছে।
শাহ মাহবুব বলেন, অন্য দেশে, অন্য দেশের মানুষের কাছে আমাদের ঐতিহ্যবাহী গান তুলে ধরতে পেরে আমি গর্বিত। আমি এইভাবেই বিশ্বময় ছড়িয়ে দিতে চাই বাংলার লোকসংগীত।
উল্লেখ্য, শাহ মাহবুবকে মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়ার বিষয়টি স্পন্সর করেন ক্যালিফোর্নিয়ার ব্যবসায়ী ও দোতারা বাদক আনিসুজ্জামান। এজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানান শিল্পী। তাছাড়া উক্ত অনুষ্ঠানে যোগ দেয়ার ব্যাপারে শিল্পী কাবেরী দাসের সহায়তার কথাও কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।(সাপ্তাহিক বাংলা পত্রিকা)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

মেক্সিকো জয় করলেন নিউইয়র্কের শিল্পী শাহ মাহবুব

প্রকাশের সময় : ০৯:৩৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬

নিউইয়র্ক: শাহ মাহবুব। নিউইয়র্ক তথা উত্তর আমেরিকার অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশী কন্ঠশিল্পী। বাংলাদেশের সীমানা পেরিয়ে উত্তর আমেরিকা জয় করে এবার গান গেয়ে জয় করলেন মেক্সিকো। সাবাস শাহ মাহবুব।
ফোবানা বাংলাদেশ সম্মেলন আর ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে শুরু করে বৈশাখী মেলা, পথমেলাসহ যুক্তরাষ্ট্র ও কানাডার এমন কোন অনুষ্ঠান নেই যেখানে শাহ মাহবুব গান করেননি। জয় করেননি দর্শক-শ্রোতার মন। হাজার হাজার বাংলাদেশী শ্রোতাকে মুগ্ধ করেছেন, হৃদয় ভরিয়ে দিয়েছেন। মনে-প্রাণে, পোষাক-আশাকে একজন খাঁটি বাংলাদেশী শিল্পী হিসেবে তার তুলনা তিনি নিজেই। ব্যক্তিগত জীবনে একজন সুন্দর মন আর অমায়িক ব্যবহারের মানুষ এই শিল্পী। নি:সন্দেহে অসম্ভব শক্তিশালী কন্ঠ, দীর্ঘ শ্বাস, নিপুণকাজ এবং ক্যারিশম্যাটিক পাফর্মেন্স শ্রোতাদের হৃদয়ে তার স্থায়ী আসন তৈরি করে দিয়েছে।
Sha Mahbub at Mexico-7এবার তার ডাক পড়ে মেক্সিকো থেকে। মেক্সিকো সিটি মেয়রের আমন্ত্রণে আন্তর্জাতিক কালচারাল ফেষ্টিভ্যালে যোগ দিতে তিনি গত ২৭ মে মেক্সিকো যান। সেখানে হাজার হাজার দর্শক-শ্রোতাকে জয় করেন গান গেয়ে। প্রায় এক ঘন্টা বাংলাদেশের লোকগীতি গেয়ে মন্ত্রমুগ্ধ করে রাখেন। তার সাথে দোতারায় সংগত করেন ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোর বাংলাদেশী আনিসুজ্জামান। এই প্রতিবেদককে একথা জানান শিল্পী নিজেই।
মূলত: গত ২১ মে থেকে ৫ জুন পর্যন্ত আন্তর্জাতিক কালচারাল উৎসব অনুষ্ঠিত হয়। মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাসের সেকেন্ড সেক্রেটারী তানভীর কবীর শাহ মাহবুবের এই উৎসবে শিল্পী শাহ মাহবুবের যোগদানের বিষয়টি সমন্বয় করেন। উৎসবে গান পরিবেশনের পর অনুষ্ঠান মঞ্চে শাহ মাহবুবের হাতে আয়োজরা একটি সম্মাননা ক্রেষ্ট তুলে দেন ।
উল্লেখ্য, শাহ মাহবুব মূলত: বাংলাদেশের লোকসঙ্গীত শিল্পী। বাংলাদেশের বিভিন্ন এলাকার আঞ্চলিক গান তিনি সহজেই আয়ত্ব করতে পারেন। সেই সাথে যাদুকরী কন্ঠের কারণে কীর্ত্তন, রাধারমনের গান, প্রাচীন লোকগীতি, শাহ আবদুল করিম, হাসন রাজা, লালন, ভাওয়াইয়া, ভাটিয়ালীও তার কন্ঠে জীবন ফিরে পায়। নাগরিক ফোকও গান তিনি।
Sha Mahbub at Mexico-4জানা গেছে আন্তর্জাতিক কালচারাল উৎসব যখন শাহ মাহবুব একে একে গাইছিলেন ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান……’, ‘বাংলাদেশের একতারার সুর কতই ভালবাসি…….’, ‘ক্যামোনে ভুলিবো আমি……’, ‘সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী……..’, ‘তোমরা একতারা বাজাও না…….’ তখন দর্শক-শ্রোতারা ভাষা না বুঝলেও প্রাণভরে তার গান উপভোগ করেন এবং করতালি দিয়ে উৎসাহিত করেন। এসময় শাহ মাহবুবের মাথায় ছিলো গামছা বাধা, গায়ে ছিলো গ্রামীণ চেকের পাঞ্জাবি।
আন্তর্জাতিক কালচারাল উৎসবে যোগদান সম্পর্কে শাহ মাহবুব বলেন, আমাদের লোক সঙ্গীতে এমন এক মাদকতা ও সার্বজনীনতা আছে যা ভাষা না বুঝলেও সুরের ও পরিবেশনার মধ্য দিয়ে দর্শক-শ্রোতাকে আকৃষ্ট করে, মুগ্ধ করে মোহবিষ্ট করে। মেক্সিকো সিটিতে গান গেয়ে সেই বিষয়ে নিশ্চিত হয়েছি।
শাহ মাহবুব জানান, মেক্সিকোর বাংলাদেশ দূতাবাসের সেকেন্ড সেক্রেটারী তানভীর কবির তাকে বলেছেন, চার বছর আগে মেক্সিকো সিটিতে বাংলাদেশ দুতাবাস চালু হলেও এই প্রথম এতো বিশাল দর্শক শ্রোতার সামনে কোন বাংলাদেশী শিল্পী বাংলায় গান গাইলেন। এটা বাংলাদেশের ভাবমূর্তিকে অবশ্যই অনেক উচ্চতর স্থানে তুলে নিয়ে গেছে।
শাহ মাহবুব বলেন, অন্য দেশে, অন্য দেশের মানুষের কাছে আমাদের ঐতিহ্যবাহী গান তুলে ধরতে পেরে আমি গর্বিত। আমি এইভাবেই বিশ্বময় ছড়িয়ে দিতে চাই বাংলার লোকসংগীত।
উল্লেখ্য, শাহ মাহবুবকে মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়ার বিষয়টি স্পন্সর করেন ক্যালিফোর্নিয়ার ব্যবসায়ী ও দোতারা বাদক আনিসুজ্জামান। এজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানান শিল্পী। তাছাড়া উক্ত অনুষ্ঠানে যোগ দেয়ার ব্যাপারে শিল্পী কাবেরী দাসের সহায়তার কথাও কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।(সাপ্তাহিক বাংলা পত্রিকা)