নিউইয়র্ক ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্কে নজরুল জন্মজয়ন্তী পালন : শিল্পী কাবেরী দাশ ও সেলিমা আশরাফকে সম্মাননা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:৩২:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০১৫
  • / ৯৪৪ বার পঠিত

নিউইয়র্ক: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে নিউইয়র্কের নজরুল একাডেমি উডসাইডের গুলশান টেরেসে ২৯ মে শুক্রবার রাতে ‘যাকনা নিশি গানে গানে’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে নিউইয়র্কের দু’জন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ‘সঙ্গীত পরিষদ’-এর সভাপতি কাবেরী দাশ ও বিপার অন্যতম প্রতিষ্ঠাতা সেলিমা আশরাফকে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে শিল্পীদ্বয়ের জীবনী পড়ে শোনান রুবিনা রহমান। এরপর তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন নজরুল একাডেমির উপদেষ্টা কিউ জামান এবং স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের ইনকের সিইও আব্দুল মালেক।
নজরুল একাডেমি নিউইয়র্কের সভাপতি, প্রবীণ সাংবাদিক মনজুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আলম দুলাল। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ডানা ইসলাম ও মৃদুল আহমেদ।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে কাবেরী দাশের পরিচালনায় সমবেত কণ্ঠে নজরুল সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের শিল্পীরা। একক সঙ্গীত পরিবেশন করেন ডানা ইসলাম, লিটন চৌধুরী, লিমন চৌধুরী, সোমা রহমান, শাহীন খান, শামীমা হোসেন স্নিগ্ধা, রিজিয়া ইসলাম, ফরহাদ আদনান, নার্গিস রহমান, আনোয়ারা আমান, রুখসান আরা, শারমিন আশরাফ। এছাড়া অতিথি হিসাবে বিশেষ সঙ্গীত পরিবেশন করেন কাবেরী দাশ ও সেলিমা আশরাফ।
অনুষ্ঠানে একক নৃত্যৃ পরিবেশন করেন বাফার শিল্পী মার্জিয়া স্মৃতি ও ফারদিনা ইউসূফ এবং আবৃত্তি শোনান প্রবাসের জনপ্রিয় আবৃত্তিকার মুমু আনসারী ও গোপন সাহা।
বিপুলসংখ্যক নজরুলপ্রেমী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুধীজনেরা প্রাণবন্ত এ অনুষ্ঠানটি দারুণ উপভোগ করেন।(দৈনিক ইত্তেফাক)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

নিউইয়র্কে নজরুল জন্মজয়ন্তী পালন : শিল্পী কাবেরী দাশ ও সেলিমা আশরাফকে সম্মাননা

প্রকাশের সময় : ০৩:৩২:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০১৫

নিউইয়র্ক: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে নিউইয়র্কের নজরুল একাডেমি উডসাইডের গুলশান টেরেসে ২৯ মে শুক্রবার রাতে ‘যাকনা নিশি গানে গানে’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে নিউইয়র্কের দু’জন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ‘সঙ্গীত পরিষদ’-এর সভাপতি কাবেরী দাশ ও বিপার অন্যতম প্রতিষ্ঠাতা সেলিমা আশরাফকে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে শিল্পীদ্বয়ের জীবনী পড়ে শোনান রুবিনা রহমান। এরপর তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন নজরুল একাডেমির উপদেষ্টা কিউ জামান এবং স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের ইনকের সিইও আব্দুল মালেক।
নজরুল একাডেমি নিউইয়র্কের সভাপতি, প্রবীণ সাংবাদিক মনজুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আলম দুলাল। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ডানা ইসলাম ও মৃদুল আহমেদ।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে কাবেরী দাশের পরিচালনায় সমবেত কণ্ঠে নজরুল সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের শিল্পীরা। একক সঙ্গীত পরিবেশন করেন ডানা ইসলাম, লিটন চৌধুরী, লিমন চৌধুরী, সোমা রহমান, শাহীন খান, শামীমা হোসেন স্নিগ্ধা, রিজিয়া ইসলাম, ফরহাদ আদনান, নার্গিস রহমান, আনোয়ারা আমান, রুখসান আরা, শারমিন আশরাফ। এছাড়া অতিথি হিসাবে বিশেষ সঙ্গীত পরিবেশন করেন কাবেরী দাশ ও সেলিমা আশরাফ।
অনুষ্ঠানে একক নৃত্যৃ পরিবেশন করেন বাফার শিল্পী মার্জিয়া স্মৃতি ও ফারদিনা ইউসূফ এবং আবৃত্তি শোনান প্রবাসের জনপ্রিয় আবৃত্তিকার মুমু আনসারী ও গোপন সাহা।
বিপুলসংখ্যক নজরুলপ্রেমী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুধীজনেরা প্রাণবন্ত এ অনুষ্ঠানটি দারুণ উপভোগ করেন।(দৈনিক ইত্তেফাক)