নতুন বছরে মুক্তি পাচ্ছে মৌসুমীর তিন ছবি

- প্রকাশের সময় : ০৮:৪৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০১৪
- / ২৭৩২ বার পঠিত
চলতি বছর একাধিক ছবিতে অভিনয় করেছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে আসা গ্ল্যামারাস কন্যা মৌসুমী হামিদ। প্রথমে ছোট পর্দায় কাজ করলেও গত এক বছরে চলচ্চিত্রমুখী হয়েছেন তিনি।
ছোট পর্দার কাজ করলেও বড় পর্দাটাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। এরই মধ্যে একাধিক ছবিতে কাজ করেছেন মৌসুমী। এর মধ্যে তার অভিনীত ‘জালালের গল্প’র কাজ অনেক আগেই শেষ হয়েছে।
একটি আন্তর্জাতিক উৎসবেও অংশ নিয়েছে ছবিটি। তবে ছবিটি কবে নাগাদ মুক্তি পাবে তা এখনও চূড়ান্ত হয়নি। এটি নিয়ে সিদ্ধান্ত না হলেও আরও তিনটি ছবি নিয়ে নতুন বছরেই মৌসুমী দর্শকদের সামনে হাজির হচ্ছেন।
এখানে আরও রয়েছেন আনিসুর রহমান মিলন ও ববি। অন্যদিকে এরই মধ্যে মৌসুমী সাফিউদ্দিন সাফির ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’-এর কাজ অনেকটা শেষ করেছেন। এখানে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তিনি।
অন্যদিকে বর্তমানে শুটিং করছেন একই পরিচালকের ‘ব্ল্যাকমানি’ ছবির। এ ছবিতে সায়মনের বিপরীতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন তিনি। এ তিনটি ছবি আসছে নতুন বছরের বিভিন্ন সময়ে মুক্তি পাবে- এমনটাই ইঙ্গিত মিলেছে।
তাই এ তিনটি সম্পূর্ণ বাণিজ্যিক ধারার ছবির মাধ্যমে নতুন বছরটিকে ক্যারিয়ারের স্মরণীয় বছর করে রাখতে যাচ্ছেন মৌসুমী।
এ বিষয়ে তিনি বলেন, এই তিনটি ছবিই আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলে মনে করি। আর তিনটি ছবির গল্প এবং আমার চরিত্রগুলো অনেক ভিন্নধর্মী। এরকম তিনটি ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করাটা আমার জন্য বড় ব্যাপার।
জানা গেছে, মৌসুমী অভিনীত ‘ব্ল্যাকমেইল’ ছবিটিই প্রথম মুক্তি পেতে যাচ্ছে। এরপর বাকি দুটি। এদিকে মৌসুমী এরই মধ্যে ‘লুকোচুরি প্রেম’ নামে একটি ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন।
ছবিটি পরিচালনা করছেন হাসান ফুয়াদ। এখানে আরজুর বিপরীতে দেখা যাবে তাকে। এ ছবির শুটিংও শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।