নিউইয়র্ক ১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

টাইম টিভি’র আয়োজনে জমজমাট স্প্রীং ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:৪৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০১৫
  • / ৯২৬ বার পঠিত

নিউইয়র্ক: নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টাইম টিভি’র আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জমজমাট স্প্রীং ফেস্টিভ্যাল। সিটির উডসাইডস্থ কুইন্স প্যালেস মিলনায়তনে ২৯ মে শুক্রবার বিকেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিলো নতুন প্রজন্মের নানা পরিবেশনা, ফ্যাশান শো আর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহমেদ। শুরু থেকে টানা শেষ পর্যন্ত অনুষ্ঠানটি টাইম টিভিতে সরাসরি প্রচারিত হয়। খবর ইউএনএ’র।
উদ্বোধনী অনুষ্ঠান: সন্ধ্যা ৭টায় ফিটা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন টাইম টেলিভিশনের সিইও এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক আবু তাহের। এসময় অনুষ্ঠান অন্যতম পৃষ্ঠপোষক, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী এম. আনোয়ার হোসেনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে নিনি ওয়াহেদ, এটর্নী মঈন চৌধুরী, কমিউনিটি লিডার নাসির আলী খান পল, আব্দুস শহীদ, আব্দুল কাদির চৌধুরী শাহীন, কাজী আশরাফ হোসেন নয়ন ও উৎসব ডট কম-এর পরিচালক (মার্কেটিং) কামাল হোসেন মিঠু উপস্থিত ছিলেন। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন আবু তাহের। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন এম. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউজার্সি তথা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নির্বাচিত বাংলাদেশী বংশোদ্ভূত কাউন্সিলওম্যান তাহসিনা আহমেদ, খানস টিউটিরোরিয়ালের সিইও ডা. ইভান খান, উৎসব ডটকমের সিইও রায়হান জামান, চিত্র নায়ক আরেফীন শুভ প্রমূখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে আবু তাহের অতি সংক্ষেপে টাইম টেলিভিশন প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য বলেন, প্রবাসে বাংলাদেশী-আমেরিকান নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশী শিল্প, সাহিত্য, সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি আমেরিকান মূলধারায় বাংলাদেশী কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভেবেই টাইম টেলিভিশন প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বলেন, টাইম টেলিভিশন দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কথা বলবে। তিনি বলেন, এক বছর হলো টাইম টেলিভিশন সম্প্রচারিত হচ্ছে। এই অল্প সময়ে এর অগ্রযাত্রা আর সাফল্যের পিছনে যাদের ভূমিকা সবচেয়ে বেশী তারা হলেন টাইম টেলিভিশনের দর্শক-শ্রোতা আর বিজ্ঞাপনদাতা। যুক্তরাষ্ট্রের বাইরেও বাংলাদেশসহ বিভিন্ন দেশে এর লক্ষ লক্ষ দর্শক-শ্রোতা রয়েছে। দেশ-বিদেশ থেকে আমরা আশানুরূপ সাড়াও পাচ্ছি। তিনি বলেন, টাইম টিভি বাংলাদেশী কমিউনিটির সুখে-দুঃখে পাশে থেকে কমিউনিটির কল্যাণে কাজ করে যেতে চায়। টাইম টিভি প্রবাসে নতুন প্রজন্মের মাঝে বাঙালী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এ ধরনের উৎসব আয়োজনের মাধ্যমে বাংলাদেশী কমিউনিটির ঐক্য আরো সুদৃঢ় হবে এবং আমেরিকার মূলধারায় নেতৃত্ব প্রতিষ্ঠায় টাইম টিভি মেলবন্ধন হিসাবেও কাজ করবে। টাইম টেলিভিশনের অগ্রযাত্রায় তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
কনসাল জেনারেল শামীম আহসান তার বক্তব্যে টাইম টিভির আয়োজনের প্রশংসা করে বলেন, চমৎকার আয়োজন। এমন অনুষ্ঠান দেশী কৃষ্টি-কালচারকে প্রবাসীদের অনুপ্রাণীত করবে। তিনি তার বক্তব্যের সময় তার পাশে থাকা কাউন্সিলওম্যান তাহসিনাকে দেখিয়ে বলেন, ‘রাইট টাইম ইজ নাও, জেগে উঠার এখনই সময়’। তিনি বলেন, বাংলাদেশী বংশোদ্ভুত তাহসিনা যুক্তরাষ্ট্রে প্রথম কাউন্সিলওম্যান। পরুষও নির্বাচিত হয়েছেন। একণ আমাদেরকে কংগ্রেসম্যানের জন্য প্রস্তুতি নিতে হবে।
বিশিষ্ট ব্যবসায়ী এম. আনোয়ার হোসেন বলেন, চমৎকার আয়োজন, ভালো লেগেছে।
বাংলাদেশের সাড়া জাগানো ‘ছুঁয়ে দিলো মন’ ছবির নায়ক শুভ তার সংক্ষিপ্ত বক্তব্যে টাইম টিভির আয়োজনের প্রশংসা করে বলেন, মনে হয় বাংলাদেরই কোন কনসার্টে আছি। অনুষ্ঠাটি ভালো লেগেছে বলে তিনি মন্তব্য করেন। পরে তিনি স্বকন্ঠে একটি গানের কিছু অংশ পরিবেশন করেন।
Ttv Spring Fastival_Khan Tutorialক্রেস্ট প্রদান: কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য টাইম টিভির পক্ষ থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গকে ক্রেস্ট প্রদান করা হয়। তাদের হাতে ক্রেস্ট তুলে দেন টাইম টিভির সিইও আবু তাহের সহ কনসাল জেনারেল শামীম আহসান, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ ও কামাল আহমেদ, সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার, খান টিউটোরিয়াল-এর প্রেসিডেন্ট নাঈমা খান, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা। ক্রেষ্টপ্রাপ্তরা হলেন, টাটটেল স্পন্সর এম. আনোয়ার হোসেন, প্লাটিনাম স্পন্সর উৎসবডটকম, গোল্ড স্পন্সর পিপল এন টেক, সিলভার স্পন্সর ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস ও ডিজিটাল ট্রাভেলস ছাড়াও এটর্নী মারিজান, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী মনিরুল ইসলাম, ওয়েলকেয়ারের সিনিয়র ম্যানেজার সালেহ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ সাজ্জাদ, জহিরুল ইসলাম, শাহ নেওয়াজ, আব্দুল কাদের মিয়া, ডা. এম এ মুকিত, বিশিষ্ট ব্যবসায়ী এম এ কাইয়ুম, নূরুল হুদা হারুন, ডা. ইমরুল কবীর, কমিউনিটি লিডার নাসির আলী খান পল, এডভোকেট এন মজুমদার, মোহাম্মদ ই হক, আব্দুস শহীদ, আতাউর রহমান সেলিম, জাকির এইচ চৌধুরী, মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, বিলাল আহমেদ চৌধুরী ও মোশাররফ এইচ মিয়া।
এছাড়াও খান টিউটোরিয়াল ও মামুন টিউটোরিয়ালের কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে টাইম টিভির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
Ttv Spring Fastival_Danceসাংস্কৃতিক অনুষ্ঠান: অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন ক্লোজ আপ ওয়ানের জনপ্রিয় শিল্পী রুমি ও রন্টি দাশ সহ দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, মারিয়া, শারমিন মহসীন, শামীম সিদ্দিকী, মীরা সিনহা, শম্পা জামান, সাইফুল্লাহ পারভেজ, মিলিয়া, অপু, সোমা রহমান, শাহ আব্দুল করীম, গালিব, নিঝু, ডা. এহতাশেমুল হক, ডা. মুকুট, ডা. পারভেজ, দেলোয়ার প্রমূখ। এছাড়া ব্যান্ড সঙ্গীত পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড দল ‘ওয়ারফেয়ার’। এই দলের নেতৃত্ব দেন রাজীব রহমান।
এছাড়া নৃত্য পরিবেশন করেন দেশের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে সুর ও ছন্দ’র শিল্পী ইয়েনা, স্মৃতি, অনাদী ও অঙ্কুর। সুরছন্দের শিল্পীরা দলীয় নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠানে ফ্যাশন শো পরিবেশন করে নিউইয়র্কের ফ্যাশন হাউজ ভাসাবি। ফ্যাশন শো’র নেতৃত্ব দেন ভাসাবির কর্ণধার, মডেল, কোরিওগ্রাফার ও ফ্যাশন ডিজাইনার পিয়াল।
টাইম টিভি’র প্রতিদিনের ‘টাইম নিউজ’ অর্থাৎ রাত ১০টার খবরের জন্য অনুষ্ঠান কিছু সময়ের বিরতী দিলেও রাতের খবরে অনুষ্ঠানটি সরাসরি দেখানো হয়। এসময় অনুষ্ঠানস্থলে উপস্থিত কয়েকজন দর্শক-শ্রোতার প্রতিক্রিয়া নেয়া হয়।
সবশেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন টাইম টিভির অনুষ্ঠান পরিচালক জোবায়দা আক্তার মেরী। পুরো অনুষ্ঠান চমৎকার সঞ্চালনায় ছিলেন টাইম টিভির নিউজ প্রেজেন্টোর সাদিয়া খন্দকার। অনুষ্টানটি সফল করতে বিশেষ দাযিত্ব পালন করেছেন টাইম টিভির কমিউনিটি আউটরীচ ডিরেক্টর সৈয়দ ইলিয়াস খসরু, কনসালটেন্ট (মার্কেটিং) এএফ মিসবাহউজ্জামান, কনসালটেন্ট (প্রোগ্রাম) ও সঙ্গীত শিল্পী বিউটি দাস, ব্রডকাস্ট বিভাগের সামিউল ইসলাম, নাজিম উদ্দিন, এন্থনী গঞ্জালেস, শিমুল হাওলাদার ও জাকির হোসেন জাহিদ এবং এডমিনেস্ট্রিভ এ্যাসিসটেন্ট নিপা। তদের সহযোগিতায় ছিলেন টাইম টিভি’র ব্রডকাস্ট বিভাগের সাবেক কর্মকর্তা পপেল। টাইম টেলিভিশনের স্প্রীং ফেস্টিভ্যালের আয়োজন ছিলো চমৎকার। মঞ্চসজ্জাও ছিলো চোখে পড়ার মতো। মঞ্চসজ্জায় ছিলেন প্রবাসের জনপ্রিয় শিল্পী তানভীর শাহীন। মধ্য রাত সাড়ে ১১টা পর্যন্ত প্রবাসের সর্বস্তরের বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা অনুষ্ঠানটি প্রাণভরে উপভোগ করেন।
উল্লেখ্য, টাইম টেলিভিশন গত বছর অর্থাৎ বাংলা ১৪২১ সালের পহেলা বৈশাখ তথা ইংরেজী ২০১৪ সালের ১৪ এপ্রিল থেকে যাত্রা শুরু করে এবং একই বছর অর্থাৎ ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সম্প্রাচার শুরু করে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

টাইম টিভি’র আয়োজনে জমজমাট স্প্রীং ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৬:৪৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০১৫

নিউইয়র্ক: নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টাইম টিভি’র আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জমজমাট স্প্রীং ফেস্টিভ্যাল। সিটির উডসাইডস্থ কুইন্স প্যালেস মিলনায়তনে ২৯ মে শুক্রবার বিকেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিলো নতুন প্রজন্মের নানা পরিবেশনা, ফ্যাশান শো আর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহমেদ। শুরু থেকে টানা শেষ পর্যন্ত অনুষ্ঠানটি টাইম টিভিতে সরাসরি প্রচারিত হয়। খবর ইউএনএ’র।
উদ্বোধনী অনুষ্ঠান: সন্ধ্যা ৭টায় ফিটা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন টাইম টেলিভিশনের সিইও এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক আবু তাহের। এসময় অনুষ্ঠান অন্যতম পৃষ্ঠপোষক, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী এম. আনোয়ার হোসেনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে নিনি ওয়াহেদ, এটর্নী মঈন চৌধুরী, কমিউনিটি লিডার নাসির আলী খান পল, আব্দুস শহীদ, আব্দুল কাদির চৌধুরী শাহীন, কাজী আশরাফ হোসেন নয়ন ও উৎসব ডট কম-এর পরিচালক (মার্কেটিং) কামাল হোসেন মিঠু উপস্থিত ছিলেন। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন আবু তাহের। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন এম. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউজার্সি তথা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নির্বাচিত বাংলাদেশী বংশোদ্ভূত কাউন্সিলওম্যান তাহসিনা আহমেদ, খানস টিউটিরোরিয়ালের সিইও ডা. ইভান খান, উৎসব ডটকমের সিইও রায়হান জামান, চিত্র নায়ক আরেফীন শুভ প্রমূখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে আবু তাহের অতি সংক্ষেপে টাইম টেলিভিশন প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য বলেন, প্রবাসে বাংলাদেশী-আমেরিকান নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশী শিল্প, সাহিত্য, সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি আমেরিকান মূলধারায় বাংলাদেশী কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভেবেই টাইম টেলিভিশন প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বলেন, টাইম টেলিভিশন দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কথা বলবে। তিনি বলেন, এক বছর হলো টাইম টেলিভিশন সম্প্রচারিত হচ্ছে। এই অল্প সময়ে এর অগ্রযাত্রা আর সাফল্যের পিছনে যাদের ভূমিকা সবচেয়ে বেশী তারা হলেন টাইম টেলিভিশনের দর্শক-শ্রোতা আর বিজ্ঞাপনদাতা। যুক্তরাষ্ট্রের বাইরেও বাংলাদেশসহ বিভিন্ন দেশে এর লক্ষ লক্ষ দর্শক-শ্রোতা রয়েছে। দেশ-বিদেশ থেকে আমরা আশানুরূপ সাড়াও পাচ্ছি। তিনি বলেন, টাইম টিভি বাংলাদেশী কমিউনিটির সুখে-দুঃখে পাশে থেকে কমিউনিটির কল্যাণে কাজ করে যেতে চায়। টাইম টিভি প্রবাসে নতুন প্রজন্মের মাঝে বাঙালী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এ ধরনের উৎসব আয়োজনের মাধ্যমে বাংলাদেশী কমিউনিটির ঐক্য আরো সুদৃঢ় হবে এবং আমেরিকার মূলধারায় নেতৃত্ব প্রতিষ্ঠায় টাইম টিভি মেলবন্ধন হিসাবেও কাজ করবে। টাইম টেলিভিশনের অগ্রযাত্রায় তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
কনসাল জেনারেল শামীম আহসান তার বক্তব্যে টাইম টিভির আয়োজনের প্রশংসা করে বলেন, চমৎকার আয়োজন। এমন অনুষ্ঠান দেশী কৃষ্টি-কালচারকে প্রবাসীদের অনুপ্রাণীত করবে। তিনি তার বক্তব্যের সময় তার পাশে থাকা কাউন্সিলওম্যান তাহসিনাকে দেখিয়ে বলেন, ‘রাইট টাইম ইজ নাও, জেগে উঠার এখনই সময়’। তিনি বলেন, বাংলাদেশী বংশোদ্ভুত তাহসিনা যুক্তরাষ্ট্রে প্রথম কাউন্সিলওম্যান। পরুষও নির্বাচিত হয়েছেন। একণ আমাদেরকে কংগ্রেসম্যানের জন্য প্রস্তুতি নিতে হবে।
বিশিষ্ট ব্যবসায়ী এম. আনোয়ার হোসেন বলেন, চমৎকার আয়োজন, ভালো লেগেছে।
বাংলাদেশের সাড়া জাগানো ‘ছুঁয়ে দিলো মন’ ছবির নায়ক শুভ তার সংক্ষিপ্ত বক্তব্যে টাইম টিভির আয়োজনের প্রশংসা করে বলেন, মনে হয় বাংলাদেরই কোন কনসার্টে আছি। অনুষ্ঠাটি ভালো লেগেছে বলে তিনি মন্তব্য করেন। পরে তিনি স্বকন্ঠে একটি গানের কিছু অংশ পরিবেশন করেন।
Ttv Spring Fastival_Khan Tutorialক্রেস্ট প্রদান: কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য টাইম টিভির পক্ষ থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গকে ক্রেস্ট প্রদান করা হয়। তাদের হাতে ক্রেস্ট তুলে দেন টাইম টিভির সিইও আবু তাহের সহ কনসাল জেনারেল শামীম আহসান, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ ও কামাল আহমেদ, সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার, খান টিউটোরিয়াল-এর প্রেসিডেন্ট নাঈমা খান, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা। ক্রেষ্টপ্রাপ্তরা হলেন, টাটটেল স্পন্সর এম. আনোয়ার হোসেন, প্লাটিনাম স্পন্সর উৎসবডটকম, গোল্ড স্পন্সর পিপল এন টেক, সিলভার স্পন্সর ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস ও ডিজিটাল ট্রাভেলস ছাড়াও এটর্নী মারিজান, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী মনিরুল ইসলাম, ওয়েলকেয়ারের সিনিয়র ম্যানেজার সালেহ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ সাজ্জাদ, জহিরুল ইসলাম, শাহ নেওয়াজ, আব্দুল কাদের মিয়া, ডা. এম এ মুকিত, বিশিষ্ট ব্যবসায়ী এম এ কাইয়ুম, নূরুল হুদা হারুন, ডা. ইমরুল কবীর, কমিউনিটি লিডার নাসির আলী খান পল, এডভোকেট এন মজুমদার, মোহাম্মদ ই হক, আব্দুস শহীদ, আতাউর রহমান সেলিম, জাকির এইচ চৌধুরী, মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, বিলাল আহমেদ চৌধুরী ও মোশাররফ এইচ মিয়া।
এছাড়াও খান টিউটোরিয়াল ও মামুন টিউটোরিয়ালের কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে টাইম টিভির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
Ttv Spring Fastival_Danceসাংস্কৃতিক অনুষ্ঠান: অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন ক্লোজ আপ ওয়ানের জনপ্রিয় শিল্পী রুমি ও রন্টি দাশ সহ দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, মারিয়া, শারমিন মহসীন, শামীম সিদ্দিকী, মীরা সিনহা, শম্পা জামান, সাইফুল্লাহ পারভেজ, মিলিয়া, অপু, সোমা রহমান, শাহ আব্দুল করীম, গালিব, নিঝু, ডা. এহতাশেমুল হক, ডা. মুকুট, ডা. পারভেজ, দেলোয়ার প্রমূখ। এছাড়া ব্যান্ড সঙ্গীত পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড দল ‘ওয়ারফেয়ার’। এই দলের নেতৃত্ব দেন রাজীব রহমান।
এছাড়া নৃত্য পরিবেশন করেন দেশের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে সুর ও ছন্দ’র শিল্পী ইয়েনা, স্মৃতি, অনাদী ও অঙ্কুর। সুরছন্দের শিল্পীরা দলীয় নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠানে ফ্যাশন শো পরিবেশন করে নিউইয়র্কের ফ্যাশন হাউজ ভাসাবি। ফ্যাশন শো’র নেতৃত্ব দেন ভাসাবির কর্ণধার, মডেল, কোরিওগ্রাফার ও ফ্যাশন ডিজাইনার পিয়াল।
টাইম টিভি’র প্রতিদিনের ‘টাইম নিউজ’ অর্থাৎ রাত ১০টার খবরের জন্য অনুষ্ঠান কিছু সময়ের বিরতী দিলেও রাতের খবরে অনুষ্ঠানটি সরাসরি দেখানো হয়। এসময় অনুষ্ঠানস্থলে উপস্থিত কয়েকজন দর্শক-শ্রোতার প্রতিক্রিয়া নেয়া হয়।
সবশেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন টাইম টিভির অনুষ্ঠান পরিচালক জোবায়দা আক্তার মেরী। পুরো অনুষ্ঠান চমৎকার সঞ্চালনায় ছিলেন টাইম টিভির নিউজ প্রেজেন্টোর সাদিয়া খন্দকার। অনুষ্টানটি সফল করতে বিশেষ দাযিত্ব পালন করেছেন টাইম টিভির কমিউনিটি আউটরীচ ডিরেক্টর সৈয়দ ইলিয়াস খসরু, কনসালটেন্ট (মার্কেটিং) এএফ মিসবাহউজ্জামান, কনসালটেন্ট (প্রোগ্রাম) ও সঙ্গীত শিল্পী বিউটি দাস, ব্রডকাস্ট বিভাগের সামিউল ইসলাম, নাজিম উদ্দিন, এন্থনী গঞ্জালেস, শিমুল হাওলাদার ও জাকির হোসেন জাহিদ এবং এডমিনেস্ট্রিভ এ্যাসিসটেন্ট নিপা। তদের সহযোগিতায় ছিলেন টাইম টিভি’র ব্রডকাস্ট বিভাগের সাবেক কর্মকর্তা পপেল। টাইম টেলিভিশনের স্প্রীং ফেস্টিভ্যালের আয়োজন ছিলো চমৎকার। মঞ্চসজ্জাও ছিলো চোখে পড়ার মতো। মঞ্চসজ্জায় ছিলেন প্রবাসের জনপ্রিয় শিল্পী তানভীর শাহীন। মধ্য রাত সাড়ে ১১টা পর্যন্ত প্রবাসের সর্বস্তরের বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা অনুষ্ঠানটি প্রাণভরে উপভোগ করেন।
উল্লেখ্য, টাইম টেলিভিশন গত বছর অর্থাৎ বাংলা ১৪২১ সালের পহেলা বৈশাখ তথা ইংরেজী ২০১৪ সালের ১৪ এপ্রিল থেকে যাত্রা শুরু করে এবং একই বছর অর্থাৎ ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সম্প্রাচার শুরু করে।