জ্যামাইকার জমজমাট মেলায় প্রবাসীরা মুগ্ধ
- প্রকাশের সময় : ০৭:২৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০১৫
- / ৯৬১ বার পঠিত
নিউইয়র্ক: উৎসব ডট কম-এর পৃষ্ঠপোষকতায় জ্যামাইকায় অনুষ্ঠিত হলো জমজমাট মেলা। নাচে-গানে মুগ্ধ হলেন প্রবাসী বাংলাদেশীরা। মেলায় আগতরা প্রাণ ভরে উপভোগ করেন নতুন প্রজন্মের নাচ আর খান। চোখে না দেখলে বিশ্বাস হবে না যে প্রবাসের শিল্পীরা এতো সুন্দর নাচ-গান উপহার দিতে পারেন।
গত ১৩ জুন শনিবার স্থানীয় পিএস ১৩১ মিলনায়তনে জ্যামাইকা মেলার আয়োজন করা হয়। ঐদিন মেলা উপযোগী চমৎকার আবহাওয়া বিরাজ করায় এবং এদিন আর কোন বড় অনুষ্ঠান না খাকায় সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীরা সপরিবারে মেলায় যোগ দেন। তাদের উপস্থিতিতে পিএস ১৩১ মিলনায়তন হয়ে উঠে এক টুকরো বাংলাদেশ। সেই সাথে শিশু-কিশোর-কিশোরীসহ নর-নারীদের রং বে রং-এর বাহারী পোষাকে মেলাস্থল উৎসবমুখর হয়ে উঠে। দুপুর হতে না হতেই প্রবাসীরা মেলায় যোগদান শুরু করেন। একদিকে বেলা যখন গড়াতে থাকে অন্যদিকে মেলায় প্রবাসীদের উপস্থিতিও বাড়তে থাকে। এক পর্যায়ে মিলনায়তনের সকল আসন ভরে যাওয়ায় অনেককেই দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়।
মেলার আয়োজক, কমিউনিটির পরিচিত মুখ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাহালুল সৈয়দ উজ্জলসহ কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে এক গুচ্ছ বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উৎসব ডট কম-এর ম্যানেজিং পার্টনার ও হিলসাইড হোন্ডা’র ফাইনান্স ডিরেক্টর রায়হান জামান। এসময় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে নাসির আলী খান পল, বেদারুল ইসলাম বাবলা, রেজাউল করীম চৌধুরী, জাকরিয়া চৌধুরী, আব্দুল বাসিত খান বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
মেলার প্রধান আকর্ষন ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাংলাদেশের ক্লোজআপ ওয়ান তারকা রুমী এবং স্টার সার্চ তারকা সবুজ, সজল, রিমুসহ দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন কামরুজ্জামান বকুল, তানভীর শাহীন, তাহমিনা শহিদ, মিরা সিনহা, লিমন চৌধুরী, মাধব, শম্পা জামান, কান্তা আলমগীর, সোনিয়া ও সুস্মিতা। নৃত্য পরিবেশন করেন নাফিসা, নারমিন ও মার্শা।
মেলার অন্যান্য কর্মকান্ডের মধ্যে ছিলো মেলার সমগ্র অনুষ্ঠান উপস্থপনায় ছিলেন আবীর আলমগীর। মেলা আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন, বুলবুল, জাহাঙ্গীর, সাইফূল্লাহ ভূইয়া, আহনাপ, শাহীন খান, মজিদ, আহনাপ, শাহীন খান, মজিদ, শামীম খন্দকার, আসাদ, লিপু, সাইকুল, রজব আলী, মনির, দস্তগীর, ওয়াকিল, মামুন, মুকুল, আবুল কালাম, স্বীকৃতি বড়–য়া, স্বপন, শেখ আল আমিন, মাসুদুর রহমান, শিবলী, মশিউর রহমান, মোশাররফ হোসেন, হুমায়ুন কবীর, রনি।
উল্লেখ্য, চার বছর বিরতীর পর বাহালুল সৈয়দ উজ্জল জ্যামাইকা মেলার আয়োজন করেন। সবদিক বিবেচনায় মেলাটি সফল ও স্বার্থক হয়েছে বলে মন্তব্য করেন। এজন্য তিনি সকল প্রবাসীসহ মেলার সাথে সংশ্লিস্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।