নিউইয়র্ক: প্রবাসে প্রতিভার বিকাশ আর নিজস্ব সংস্কৃতি চর্চার লক্ষ্যে আনন্দঘন পরিবেশ আর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো উৎসব ডট কম এনআরবি এওয়ার্ড’২০১৪। অনুষ্ঠানে কমিউনিটিতে অবদান রাখায় এবং বাংলাদেশী সংস্কৃতিকে তুলে ধরার জন্য কয়েকজন শিল্পী ও বিশিষ্ট ব্যক্তিকে সন্মানিত করা হয়। বিশিষ্ট রাজনীতিক, সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান ও বাংলাদেশের ‘ব্লাক ডায়মন্ড’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীন সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মাঝে ক্রেস্ট তুলে দেন। এসএমপি’র আয়োজনে এনিয়ে পঞ্চমবারের মতো প্রবাসের বিশিষ্ট ব্যক্তিদের মাঝে এওয়ার্ড প্রদান করা হলো।
নিউইয়র্কের উডসাইডস্থ কুইন্স প্যালেসে গত ১৬ নভেম্বর রোববার সন্ধ্যায় এনআরবি এওয়ার্ড’২০১৪ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরো ছিলো ফ্যাশন শো ও র্যাফল ড্র এবং পোশাক ও খাবারের স্টল শিল্পীদের সঙ্গীত পরিবেশনের ফাকে ফাকে বেস্ট রিয়েল এস্টেট ব্যবসা, বেস্ট রেষ্টুরেন্ট, বেস্ট ইন্স্যুরেন্স, বেস্ট সিঙ্গার, বেস্ট জার্নালিস্ট, বেস্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট প্রভৃতি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানের সা্কংৃতিক পর্বে বাংলাদেশ থেকে আগত কন্ঠশিল্পী ও অভিনেত্রী রোমানা সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মধ্যে শান্তনীল ধর, তানভীর শাহীন, শামীম সিদ্দিকী প্রমুখ সঙ্গীত পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।
অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত উল্লেখযোগ্যরা হলেন: প্রফেসর এহতেশামুল হক, কমিউনিটি অ্যক্টিভিটিস মোহাম্মদ আতাউর রহমান সেলিম ও আব্দুর রহীম হাওলাদার, সাংবাদিক মিজানুর রহমান মিজান ও তৈয়বুর রহমান টনি, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার ও বিলাল চৌধুরী, যাদু শিল্পী খান শওকত, সঙ্গীত শিল্পী শামীম সিদ্দিকী ও চন্দ্রা রায় প্রমুখ।
অনুষ্ঠানের মূল আয়োজক আলমগীর খান আলম অনুষ্ঠানটি সফল করার জন্য উপস্থিত দর্শক-শ্রোতা ও পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। যোৗথভাবে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আশরাফুল হাসান বুলবুল ও সোনিয়া সুইটি।