নিউইয়র্ক ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ফ্লোরিডায় ২৩তম এশিয়ান ট্রেড এন্ড ফুড ফেয়ার ২৬-২৭ মার্চ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:২১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০১৬
  • / ৮৬৯ বার পঠিত

নিউইয়র্ক: ফ্লোরিডায় ২৩তম এশিয়ান ট্রেড এন্ড ফুড ফেয়ার ২৬-২৭ মার্চ শনি ও রোববার। ওয়েস্ট পামবীচের সাউথ ফ্লোরিডা ফেয়ার গ্রাউন্ড (৯০৬৭ সাউদার্ন বুলেভার্ড)-এ অনুষ্ঠিতব্য এবারের ট্রেড এন্ড ফুড ফেয়ার সফল করতে আয়োজক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা ও জি বাংলা’র পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। অনুষ্ঠানের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে বলিউডের প্লে ব্যাক সিঙ্গার পূর্বা, বাংলাদেশের রকস্টার সিঙ্গার পরশী ও চিরকুট ব্যান্ড এবং ইন্ডিয়ান আইডল তরসা (ফোর্থ রানার আপ) সহ দক্ষিণ এশিয়া ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করবেন।
ট্রেড এন্ড ফুড ফেয়ার চেয়ারম্যান আরিফ আহমেদ আশরাফ ও আহ্বায়ক এডভোকেট এম রহমান জহির জানান, দুদিনের এই ফেয়ারে মিউজিক, ফুড, ড্যান্স, কিডস রাইডস প্রভৃতির আয়োজন থাকবে। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠানমালা চলবে। তাদের প্রত্যাশা ২০ হাজারেরও অধিক দেশী-বিদেশী ফেয়ারটিতে যোগ দেবেন এবং উপভোগ করবেন।
আরিফ আহমেদ আশরাফ বলেন, এবারের ফেয়ারের ব্যাপারে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। অতীতের ফেয়ারগুলোর অভিজ্ঞতায় এবারের ফেয়ার আরো ব্যাপক ও জমজমাট আয়োজনের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি আরো বলেন, ফেয়ারে মুলধারাসহ সাউথ এশিয়ান কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
এডভোকেট এম রহমান জহির বলেন, ফেয়ার আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন। সবার সহযোগিতায় চলতি বছরের ফেয়ার সফল ও সার্থক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এবারের ফেয়ারে প্রবেশ মুল্য থাকবে জনপ্রতি ১২ ডলার। ৫ বছরের নীচের সকল শিশুর প্রবেশ মূল্য ফ্রি। (সাপ্তাহিক বাংলা পত্রিকা)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

ফ্লোরিডায় ২৩তম এশিয়ান ট্রেড এন্ড ফুড ফেয়ার ২৬-২৭ মার্চ

প্রকাশের সময় : ০৯:২১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০১৬

নিউইয়র্ক: ফ্লোরিডায় ২৩তম এশিয়ান ট্রেড এন্ড ফুড ফেয়ার ২৬-২৭ মার্চ শনি ও রোববার। ওয়েস্ট পামবীচের সাউথ ফ্লোরিডা ফেয়ার গ্রাউন্ড (৯০৬৭ সাউদার্ন বুলেভার্ড)-এ অনুষ্ঠিতব্য এবারের ট্রেড এন্ড ফুড ফেয়ার সফল করতে আয়োজক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা ও জি বাংলা’র পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। অনুষ্ঠানের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে বলিউডের প্লে ব্যাক সিঙ্গার পূর্বা, বাংলাদেশের রকস্টার সিঙ্গার পরশী ও চিরকুট ব্যান্ড এবং ইন্ডিয়ান আইডল তরসা (ফোর্থ রানার আপ) সহ দক্ষিণ এশিয়া ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করবেন।
ট্রেড এন্ড ফুড ফেয়ার চেয়ারম্যান আরিফ আহমেদ আশরাফ ও আহ্বায়ক এডভোকেট এম রহমান জহির জানান, দুদিনের এই ফেয়ারে মিউজিক, ফুড, ড্যান্স, কিডস রাইডস প্রভৃতির আয়োজন থাকবে। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠানমালা চলবে। তাদের প্রত্যাশা ২০ হাজারেরও অধিক দেশী-বিদেশী ফেয়ারটিতে যোগ দেবেন এবং উপভোগ করবেন।
আরিফ আহমেদ আশরাফ বলেন, এবারের ফেয়ারের ব্যাপারে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। অতীতের ফেয়ারগুলোর অভিজ্ঞতায় এবারের ফেয়ার আরো ব্যাপক ও জমজমাট আয়োজনের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি আরো বলেন, ফেয়ারে মুলধারাসহ সাউথ এশিয়ান কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
এডভোকেট এম রহমান জহির বলেন, ফেয়ার আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন। সবার সহযোগিতায় চলতি বছরের ফেয়ার সফল ও সার্থক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এবারের ফেয়ারে প্রবেশ মুল্য থাকবে জনপ্রতি ১২ ডলার। ৫ বছরের নীচের সকল শিশুর প্রবেশ মূল্য ফ্রি। (সাপ্তাহিক বাংলা পত্রিকা)