জর্জিয়া যুবলীগের ‘জাতীয় শোক’ দিবস পালন
- প্রকাশের সময় : ১০:০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০১৬
- / ৮৪৭ বার পঠিত
নিউইয়র্ক: স্বাধীন বাংলাদেশের স্থপতি, ‘জাতির পিতা’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ১৫ আগষ্ট ‘জাতীয় শোক দিবস’ পালন করেছে জর্জিয়া ষ্টেট যুবলীগ। এ উপলক্ষ্যে স্থানীয় হিমালয় ইন্ডিয়ান রেষ্টুরেন্টে এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাঙালী উপস্থিতি ছিলেন।
জর্জিয়া ষ্টেট যুবলীগের সভাপতি নুরুল ইসলাম তালুকদার নাহিদের সভাপত্বিতে অনুষ্ঠিত মিলাদ মাহফিল পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান রানা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবুল হাসান। খবর ইউএনএ’র।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুবাস চক্রবর্তী ও সামসুল হক, জর্জিয়া যুবলীগের সহ সভাপতি এডভোকেট এস কে তালুকদার, সহ সভাপতি উত্তম দে, জর্জিয়া স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল হাসান, মহিলা ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মিনতি তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক রাশেদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী কাজী আনোয়ার প্রমুখ।
অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তির মধ্যে জর্জিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি সলিম উল্লাহ সলি, জর্জিয়া বাংলাদেশ সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন, জর্র্জিয়া সোস্যাল এন্ড কালচারাল অর্গনাইজেশনের সভাপতি মোহন জব্বার, সহ সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম ঠান্ডু সহ রতন দা, জর্জিয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত চৌধুরী মৃদুল, প্রচার সম্পাদক সেতু চক্রবর্তী, তথ্য ও গবেষনা সম্পাদক তানজিল চৌধুরী, ব্যবসায়ী সায়েম মতিন, কামরান চৌধুরী, রুবেল চৌধুরী, রাজু দাস, সুব্রত দাস পাপলু, মহিউদ্দিন দুলাল, অভি চক্রবর্তী, আওলাদ হোসেন, সাব্বির আহমদ, রাহাত হক, মালিকা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
সবমেশে বঙ্গবন্ধু শেখ মুজিব সহ ১৫ আগষ্ট নিহতদের স্মরণে বিশেষ মুনাজাত পরিচালনা করেন আবুল হাসান। মোনাজাতে সকলের বিদেহী আত্ত্বার মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে কমিউনিটি নেত্রী বেগম আরজু এবং তার স্বামী জাতীয় শোক দিবস উপলক্ষে জর্জিয়া যুবলীগ কে ‘আল্লাহ’ লিখা একটি স্মারক উপহার দেন।