ইমরান হামিদ মেট্রো ওয়াশিংটন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
- প্রকাশের সময় : ১০:১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০১৬
- / ১০২৮ বার পঠিত
নিউইয়র্ক: মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সর্বজিৎ দাস তুর্য ব্যক্তিগত সফরে বাংলাদেশ গমন করায় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হামিদ সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগের সভাপতি এম রাবিউল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক সর্বজিৎ দাস তুর্য স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে, তুর্য অবকাশ যাপনের জন্য ৪ অক্টোবর বাংলাদেশে গমন করায় তার অবর্তমানে ইমরান হামিদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
ওয়াশিংটন ডিসি থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, ইমরান হামিদ চলতি সপ্তাহেই তার নতুন দায়িত্ব গ্রহণ করেছেন এবং মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা লীগ নেতৃবৃন্দ ফুল দিয়ে তাকে অভিনন্দিত করেছেন। অভিনন্দন জ্ঞাপনকারী উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদুন নবী বাকী, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনার রশীদ, সাংগঠনিক সম্পাদক সোহেল, প্রচার সম্পাদক লিপু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খিযির আহমেদ টিটো, মহিলা লীগের সহ সভাপতি সাদিয়া পরভীন প্রমুখ।
অপরদিকে মেট্রো ওয়াশিংটন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হামিদ ইউএনএ প্রতিনিধিকে জানান, ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার একজন কর্মী হিসেবে সাধ্যমত দায়িত্ব পালনের পাশাপাশি যুবলীগকে শক্তিশালী করাই হবে তার প্রধান কাজ। তিনি বলেন, এম রাবিউল ইসলাম রাজু ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের পরামর্শে যুবলীগের জন্য কাজ করবেন। তিনি সংগঠনের সভাপতি তার নতুন দায়িত্বপালনে সবার সহযোগিতা কামনা করেন।