এবার ডুয়েল স্ক্রিনের স্মার্টফোন
- প্রকাশের সময় : ১১:০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০১৪
- / ৯৮৯ বার পঠিত
ডুয়েল সিমের ফোন বাজারে এসেছে অনেক আগেই। এবার বাজারে এসেছে ডুয়েল স্ক্রিনের স্মার্টফোন। আর এ ফোনটি বাজারে ছেড়েছে নতুন প্রতিষ্ঠান ইয়োটাফোন।
এই নতুন স্মার্টফোনের একদিকে ক্রিস্টাল ডিসপ্লে এবং অপরদিকে ইলেকট্রনিক পেপার ডিসপ্লে রয়েছে। স্মার্টফোনের স্ক্রিন রেজেলিউশনও ১২৮০x৭২০ পিক্সেল ও ৩৪২ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ৬৪০ x ৩৬০ পিক্সেল ও ১৭০ পিপিআই পিক্সেল ডেনসিটি।
ফাস্ট জেনারেশনের এ ফোনটির ৪.৩ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ১.৭জিএইচজেড ডুয়েল-কোর প্রসেসর, ৪.২.২ জেলি বেন অ্যান্ড্রয়েড। সেই সঙ্গে থাকছে ২জিবি র্যাম, ৩২ জিবি সাপোর্ট, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, সেলফি তুলতে ১ মেগাপিক্সেল ক্যামেরা।
আর কানেকটিভিটির দিক থেকে থাকছে টু-জি, থ্রি-জি, ফোর-জি, ওয়াইফাই এবং ব্লুটুথ ৪.০ এর সুবিধা।
ইয়োটাফোন জানিয়েছে, এই স্মার্টফোনের মূল্য ৩০ হাজার টাকা। তবে শুক্রবার ভারতের বাজারে ফোনটি ছাড়া হলেও বাংলাদেশে আসতে কিছুটা সময় লাগবে।