নিউইয়র্ক ১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

অ্যাপল আনলো সবচেয়ে পাতলা আইপ্যাড

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:০০:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০১৪
  • / ১০১৬ বার পঠিত

নতুন আইফোনের ঝড় যখন বিশ্বব্যাপী অ্যাপলপ্রেমীদের হৃদয় তোলপাড় করছে ঠিক সেই মুহূর্তে আবারো এক ঝড় আনলো অ্যাপল। মাত্র ৬.১ পুরুত্বের আইপ্যাডই এ ঝড়ের উৎস। বৃহস্পতিবার চমক লাগানো এ আইপ্যাড বাজারে আনার ঘোষণা দেয় অ্যাপর।

নতুন এ ট্যাবলেটের নাম আইপ্যাড এয়ার২। পুরুত্ব মাত্র ৬.১ মিলিমিটার। এর আগে ৪.৭ ইঞ্চি ও ৫.৫ ইঞ্চি মাপের ৬.৯ ও ৭.১ মিলিমিটার পুরুত্বের আইফোন বাজারে এনেছে অ্যাপল। এটাই অ্যাপলের সবচেয়ে পাতলা সংস্করণ, একইসঙ্গে প্রতিষ্ঠানটির দাবি এটা বাজারের সবচেয়ে পাতলা ট্যাবলেট।

এতে যুক্ত করা হয়েছে টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্ক্রিনের ওপর অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিং, এ৮এক্স প্রসেসর। পেছনের ক্যামেরা আট মেগাপিক্সেল, যাতে স্লো মোশন ভিডিও করা যাবে। আগামী সপ্তাহ থেকেই নতুন আইপ্যাডটি বিক্রি শুরু হবে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

অ্যাপল আনলো সবচেয়ে পাতলা আইপ্যাড

প্রকাশের সময় : ১১:০০:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০১৪

নতুন আইফোনের ঝড় যখন বিশ্বব্যাপী অ্যাপলপ্রেমীদের হৃদয় তোলপাড় করছে ঠিক সেই মুহূর্তে আবারো এক ঝড় আনলো অ্যাপল। মাত্র ৬.১ পুরুত্বের আইপ্যাডই এ ঝড়ের উৎস। বৃহস্পতিবার চমক লাগানো এ আইপ্যাড বাজারে আনার ঘোষণা দেয় অ্যাপর।

নতুন এ ট্যাবলেটের নাম আইপ্যাড এয়ার২। পুরুত্ব মাত্র ৬.১ মিলিমিটার। এর আগে ৪.৭ ইঞ্চি ও ৫.৫ ইঞ্চি মাপের ৬.৯ ও ৭.১ মিলিমিটার পুরুত্বের আইফোন বাজারে এনেছে অ্যাপল। এটাই অ্যাপলের সবচেয়ে পাতলা সংস্করণ, একইসঙ্গে প্রতিষ্ঠানটির দাবি এটা বাজারের সবচেয়ে পাতলা ট্যাবলেট।

এতে যুক্ত করা হয়েছে টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্ক্রিনের ওপর অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিং, এ৮এক্স প্রসেসর। পেছনের ক্যামেরা আট মেগাপিক্সেল, যাতে স্লো মোশন ভিডিও করা যাবে। আগামী সপ্তাহ থেকেই নতুন আইপ্যাডটি বিক্রি শুরু হবে।