বিজ্ঞাপন :
অ্যাপল আনলো সবচেয়ে পাতলা আইপ্যাড
রিপোর্ট:
- প্রকাশের সময় : ১১:০০:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০১৪
- / ১০৬৮ বার পঠিত
নতুন আইফোনের ঝড় যখন বিশ্বব্যাপী অ্যাপলপ্রেমীদের হৃদয় তোলপাড় করছে ঠিক সেই মুহূর্তে আবারো এক ঝড় আনলো অ্যাপল। মাত্র ৬.১ পুরুত্বের আইপ্যাডই এ ঝড়ের উৎস। বৃহস্পতিবার চমক লাগানো এ আইপ্যাড বাজারে আনার ঘোষণা দেয় অ্যাপর।
নতুন এ ট্যাবলেটের নাম আইপ্যাড এয়ার২। পুরুত্ব মাত্র ৬.১ মিলিমিটার। এর আগে ৪.৭ ইঞ্চি ও ৫.৫ ইঞ্চি মাপের ৬.৯ ও ৭.১ মিলিমিটার পুরুত্বের আইফোন বাজারে এনেছে অ্যাপল। এটাই অ্যাপলের সবচেয়ে পাতলা সংস্করণ, একইসঙ্গে প্রতিষ্ঠানটির দাবি এটা বাজারের সবচেয়ে পাতলা ট্যাবলেট।
এতে যুক্ত করা হয়েছে টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্ক্রিনের ওপর অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিং, এ৮এক্স প্রসেসর। পেছনের ক্যামেরা আট মেগাপিক্সেল, যাতে স্লো মোশন ভিডিও করা যাবে। আগামী সপ্তাহ থেকেই নতুন আইপ্যাডটি বিক্রি শুরু হবে।