যুব সংঘ, ব্রঙ্কস ইউনাইটেড, ওজনপার্ক এফসি ও ব্রঙ্কস স্টার সেমিফাইলে
- প্রকাশের সময় : ০৫:৫৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০১৫
- / ৯৪৪ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ফুটবল লীগের খেলা শেষ হয়েছে। ইতিমধ্যেই পয়েন্ট তালিকার শীর্ষে থেকে লীগ চ্যাম্পিয়ন হয়েছে গতবারের চ্যাম্পিয়ন ওজনপার্ক যুব সংঘ। অপরদিকে যুব সংঘ, ব্রঙ্কস ইউনাইটেড, ওজনপার্ক এফসি ও ব্রঙ্কস স্টার সেমিফাইলে উঠেছে। এক সপ্তাহ বিরতীর পর শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা।
কুইন্সের নিউটাউন অ্যাথলেটিক মাঠে ২৩ আগষ্ট রোববার লীগের খেলা শেষে ওজনপার্ক যুব সংঘ, ব্রঙ্কস ইউনাইটেড, ওজনপার্ক এফসি ও ব্রঙ্কস স্টার সেমিফাইনালে উঠে। এই চার দল নিয়ে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। আগামী ৬ সেপ্টেম্বর রোববার সেমিফাইনালের দুটি খেলা অনুষ্টিত হবে। ফাইনাল খেলা হবে ১৩ সেপ্টেম্বর রোববার। খবর ইউএনএ’র।
গত রোববার চলতি ফুটবল লীগ ও টুর্নামেন্টের তিনটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় ওজনপার্ক এফসি ২-০ গোলে সন্দ্বীপ এসসিকে পরাজিত করে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে। খেলা শুরুর সাথে সাথেই সংঘবদ্ধ আক্রমণ থেকে বিজয়ী দলের জামিল দুই মিনিটের সময় প্রথম গোল করেন (১-০)। এরপর ৭ মিনিটের মাথায় আল আমিন গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (২-০)। পরবর্তীতে খেলায় আক্রমন পাল্টা আক্রমণ থাকলেও আর কোন গোল হয়নি। খেলার দ্বিতীয়ার্ধেও কোন গোল হয়নি। শেষ পর্যন্ত ২-০ গোলে জয়লাভ করে ওজনপার্ক এফসি। খেলাটি ছিলো উপভোগ্য।
দিনের দ্বিতীয় খেলায় ব্রঙ্কস ইউনাইটেড এক চেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলে সহজেই ৭-০ গোলে জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাবকে পরাজিত করে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে। বিজয়ী দলের কৃতি খেলোয়ার কফিল হ্যাট্রিক সহ চারটি এবং বেলাল, রুহেল ও জামি একটি করে গোল করেন। খেলার প্রথমার্ধের ৭ মিনিটের সময় বেলাল প্রথম গোল করেন (১-০)। এরপর ১১ মিনিটের সময় সংঘবদ্ধ আক্রমণ থেকে দলের কৃতি খেলোয়ার কফিল ডি বক্স থেকে দর্শনীয় শটে গোল করেন (২-০)। খেলার ১৮ মিনিটের সময় জ্যাকসন হাইটসের এক খেলোয়ার গোল পোস্টের সামনে থেকে হাত দিয়ে বল ফেরানোয় পেলান্টি কিক পায় ব্রঙ্কস ইউনাইটেড। দলের পক্ষে পেনান্টি শট করে গোল করেন রুহেল (৩-০)। এরপর খেলার ২২ মিনিটের সময় ডি বক্সের ভিতর থেকে দর্শীয় শটে কফিল দলের পক্ষে চতুর্থ আর নিজের দ্বিতীয় গোল করেন (৪-০)। খেলার দ্বিতীয় অর্ধে আরো তিনটি গোল করে ব্রঙ্কস ইউনাইটেড। খেলার ২৭ মিনিটের সময় কফিল গোল করে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন (৫-০)। এরপর ৪৩ মিনিটের সময় কফিল আরো একটি (৬-০) এবং ৪৫ মিনিটের সময় জামি শেষ গোল করেন (৭-০)।
দিনের তৃতীয় ও শেষ খেলায় ব্রঙ্কস স্টার ৩-০ গোলে আইসাবকে পরাজিত করে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে। খেলার প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে দুটি গোল হয়। বিজয়ী দলের পক্ষে ২২ ও ৪৯ মিনিটের সময় অয়ন দুটি এবং ৪৮ মিনিটের সময় লিমন একটি গোল করেন। খেলাটি উভোগ্য থাকলেও বিজিত আইসাব একাধিক গোলের সুযোগ নষ্ট করে।