নিউইয়র্ক ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বিশ্বকাপ ক্রিকেট : নিউজিল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়াই চ্যাম্পিয়ন ॥ মঞ্চে নেই লোটাস কামাল ॥ আইসিসির নিয়ম ভেঙে ট্রফি বিতরণ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:২৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০১৫
  • / ১৫৪৩ বার পঠিত

মেলবোর্ন (অষ্ট্রেলিয়া): আইসিসি ক্রিকেট বিশ্বকাপের একাদশ আসরের শিরোপা জিতলো স্বাগতিক অস্ট্রেলিয়া। ২৯ মার্চ রোববার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে এবছরের আরেক স্বাগতিক নিউজিল্যান্ডেকে ১০১ বল হাতে রেখে ৭ উইকেটে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেছে তারা। এটি অজিদের বিশ্বকাপের সর্বাধিক পঞ্চম শিরোপা। নিউজিল্যান্ডের ছুড়ে দেয়া ১৮৪ রানের মামুলি টার্গেটে অস্ট্রেলিয়া ৩৩.১ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। সর্বোচ্চ ৭৪ রান করেন শেষ ওয়ানডে খেলা অজি অধিনায়ক মাইকলে ক্লার্ক। এছাড়া স্টিভেন স্মিথ ৫৬ রানে অপরাজিত থাকেন। তৃতীয় উইকেটে তারা ১১২ রানের জুটি গড়েন।
অথচ এই মামুলি টার্গেটে শুরুতে বিপদে পড়েছিল তারা। ইনিংসের দ্বিতীয় ওভারে ট্রেন্ট বোল্টের চতুর্থ বলেই কোন রান না করে ফেরেন অ্যারোন ফিঞ্চ। তবে দ্বিতীয় উইকেটে ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ ৬১ রানে জুটি গড়ে কিছুটা বিপদমুক্ত করেন। ওয়ার্নার ফেরেন ৪৬ বলে ৪৫ রানে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে নিউজিল্যান্ড ৪৪.৫ ওভারে ১৮৩ রানে অলআউট হয়। মিচেল জনসন ও জেমস ফকনার তিনটি করে উইকেট নিয়েছেন। টুর্নামেন্টে অপরাজিত কিউইরা শুরুতেই ৩৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে। তবে রস টেইলর ও গ্রান্ট এলিয়টের ব্যাট ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। চতুর্থ উইকেটে ২২.২ ওভারে ১১১ রানের জুটি গড়েন। টেইলর ৭২ বলে ৪০ রানে ফেরেন। তবে টেইলরের ফেরার পর একটি ঝড় বইয়ে যায় তাদের ওপর দিয়ে। ১৫০ থেকে ১৫১Ñ মাত্র ১ রানের ব্যবধানে তারা হারায় তিনটি উইকেট। কোরি অ্যান্ডারসন ও লুক রনকি ফেরেন কোন রান না করে। তবে শেষ পর্যন্ত ১১ বলে ১১ রানে অপরাজিত থাকেন টিম সাউদি। গ্রান্ট এলিয়ট সর্বোচ্চ ৮৩ রান করেন।
শুরুতে ৩৯ রানের মধ্যে অধিনায়কব ব্রেন্ডন ম্যাককালাম, উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল ও কেইন উইলিয়ামসনকে হারায়। প্রথম ওভারের পঞ্চম বলে স্কোর বোর্ডে মাত্র ১ রান যোগ হতেই মিচেল স্টার্কের বলে সরাসরি বোল্ড হয়ে কোন রান না করে ফেরেন ম্যাককালাম। ফাইনালের আগে চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটির ব্যাটিং গড় ছিল ৫৬.৫ রান। কিন্তু এদিন সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের উদ্বোধনী সবচেয়ে বাজে রূপ দেখলো। ৩৩ রানে গ্লেন ম্যাক্সওয়েলের বলে ব্যক্তিগত ১৫ রানে গাপটিল ফিরলে আরও বিপদে পড়ে তারা।
অস্ট্রেলিয়া এর আগে ছয়বার ফাইনাল খেলে চারবারই শিরোপা জিতেছে। এবার তারা পঞ্চম শিরোপা জয় করলো। অন্যদিকে নিউজিল্যান্ড প্রথমবারের মতো এবার ফাইনালে উঠে।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যারোন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মাইকেল ক্লার্ক (অধি:), শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস ফকনার, ব্র্যাড হ্যাডিন, মিচেল জনসন, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ব্রেন্ডন ম্যাককালাম (অধি:), কেইন উইলিয়ামসন, রস টেইলর, গ্রান্ট এলিয়াট, কোরি অ্যান্ডারসন, লুক রনকি, ড্যানিয়েল ভেট্টরি, ম্যাট হেনরি, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।
ICC_Lotas Kamalমঞ্চে ছিলেন না আইসিসি সভাপতি লোটাস কামাল: বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন ট্রফি হস্তান্তর অনষ্ঠানে ছিলেন না আইসিসি সভাপতি আ হ ম মোস্তাফা কামাল (লোটাস কামাল)। আইসিসি চেয়ারম্যান এন শ্রীনিবাসন ট্রফি তুলে দিয়েছেন। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন, জাইলস ক্লার্ক, ওয়ালি এডওয়ার্ডস ও শচিন টেন্ডুলকার ছিলেন মঞ্চে। বাংলাদেশ-ভারত ম্যাচের বাজে আম্পায়ারিং নিয়ে মন্তব্য করায় আইসিসির তোপের মুখে পড়েন আ হ ম মোস্তফা কামাল। তার এ বক্তব্য প্রকাশের পরই আইসিসি’র প্রধান নির্বাহী বিবৃতি দিয়ে লোটাস কামালের বক্তব্যের কড়া প্রতিবাদ জানান।
WCC_Nibasonআইসিসির নিয়ম ভেঙে ট্রফি দিলেন শ্রীনিবাসন: বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে রীতি অনুযায়ী বিজয়ী দলের অধিনায়কের হাতে আইসিসির সভাপতিরই ট্রফি তুলে দেওয়ার কথা থাকলেও সেই নিয়ম ভেঙে ট্রফি দিলেন চেয়ারম্যান শ্রীনিবাসন।
এদিকে রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল খেলায় ভিআইপি গ্যালারিতে উপস্থিত থাকলেও দর্শকের আসনে বসে থাকতে হয় আইসিসি সভাপতি আ হ ম মোস্তফা কামালকে। খেলা শেষে তিনি স্টেডিয়াম থেকে বেরিয়ে আইসিসির রাখা সভাপতির গাড়িতেও উঠেননি। অনেকটা হেটে হেটেই ফিরেছেন হোটেলে। এসময় সাংবাদিকদের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আইসিসি সভাপতি বলেন, তিনি শিগগির আইসিসির দুষ্টচক্রের চক্রান্ত ফাঁস করে দেবেন। তিনি বলেন, আইসিসিকে যারা নষ্ট করছে, শিগগির তাদের নাম প্রকাশ করা হবে।
শনিবার আইসিসির অনানুষ্ঠানিক এক সভায় বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী ও আইসিসি সভাপতি মোস্তফা কামালের ট্রফি দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়। বৈঠকে এমন সিদ্ধান্তের প্রতিবাদ করলে সভায় তোপের মুখে পড়েন আইসিসির সভাপতি।
কলকাতার টেলিগ্রাফ পত্রিকা জানায়, ওই সভায় কামালকে কোণঠাসা করে শ্রীনিবাসনকে ট্রফি তুলে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। কামালের প্রতিবাদেও কোনো কাজ হয়নি।
পত্রিকাটি জানায়, ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার গঠনতন্ত্র লঙ্ঘন করে ট্রফিতে হাত ছোঁয়াচ্ছেন আইপিএল কেলেঙ্কারিতে নাম আসায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি পদ থেকে সরে যেতে বাধ্য হওয়া শ্রীনিবাসন।
আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতিরই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে মর্যাদার এই টুর্নামেন্টের ট্রফি তুলে দেওয়ার কথা। জগমোহন ডালমিয়ার মেয়াদ (১৯৯৭-২০০০) থেকে বিজয়ী অধিনায়কের হাতে আইসিসি সভাপতির ট্রফি তুলে দেওয়ার রীতি চালু হয়। তবে আইসিসি ‘তিন মোড়ল’-এর কব্জায় চলে যাওয়ার পর গঠনতন্ত্র পরিবর্তন করে চেয়ারম্যান পদ তৈরি করে তাকেই সর্বময় ক্ষমতা দেওয়া হয়, সভাপতির পদ হয়ে যায় আলঙ্কারিক।
বাংলাদেশ-ভারত মেলবোর্নের কোয়ার্টার-ফাইনালে ‘বিতর্কিত’ আম্পায়ারিংয়ের পর আইসিসির কড়া সমালোচনা করেন কামাল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এখন ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলেরই নামান্তর বলে ক্ষোভ প্রকাশ করে প্রয়োজনে পদত্যাগ করার কথাও জানান তিনি।(দৈনিক মানবজমিন/যুগান্তর/নয়া দিগন্ত)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

বিশ্বকাপ ক্রিকেট : নিউজিল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়াই চ্যাম্পিয়ন ॥ মঞ্চে নেই লোটাস কামাল ॥ আইসিসির নিয়ম ভেঙে ট্রফি বিতরণ

প্রকাশের সময় : ০৮:২৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০১৫

মেলবোর্ন (অষ্ট্রেলিয়া): আইসিসি ক্রিকেট বিশ্বকাপের একাদশ আসরের শিরোপা জিতলো স্বাগতিক অস্ট্রেলিয়া। ২৯ মার্চ রোববার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে এবছরের আরেক স্বাগতিক নিউজিল্যান্ডেকে ১০১ বল হাতে রেখে ৭ উইকেটে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেছে তারা। এটি অজিদের বিশ্বকাপের সর্বাধিক পঞ্চম শিরোপা। নিউজিল্যান্ডের ছুড়ে দেয়া ১৮৪ রানের মামুলি টার্গেটে অস্ট্রেলিয়া ৩৩.১ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। সর্বোচ্চ ৭৪ রান করেন শেষ ওয়ানডে খেলা অজি অধিনায়ক মাইকলে ক্লার্ক। এছাড়া স্টিভেন স্মিথ ৫৬ রানে অপরাজিত থাকেন। তৃতীয় উইকেটে তারা ১১২ রানের জুটি গড়েন।
অথচ এই মামুলি টার্গেটে শুরুতে বিপদে পড়েছিল তারা। ইনিংসের দ্বিতীয় ওভারে ট্রেন্ট বোল্টের চতুর্থ বলেই কোন রান না করে ফেরেন অ্যারোন ফিঞ্চ। তবে দ্বিতীয় উইকেটে ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ ৬১ রানে জুটি গড়ে কিছুটা বিপদমুক্ত করেন। ওয়ার্নার ফেরেন ৪৬ বলে ৪৫ রানে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে নিউজিল্যান্ড ৪৪.৫ ওভারে ১৮৩ রানে অলআউট হয়। মিচেল জনসন ও জেমস ফকনার তিনটি করে উইকেট নিয়েছেন। টুর্নামেন্টে অপরাজিত কিউইরা শুরুতেই ৩৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে। তবে রস টেইলর ও গ্রান্ট এলিয়টের ব্যাট ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। চতুর্থ উইকেটে ২২.২ ওভারে ১১১ রানের জুটি গড়েন। টেইলর ৭২ বলে ৪০ রানে ফেরেন। তবে টেইলরের ফেরার পর একটি ঝড় বইয়ে যায় তাদের ওপর দিয়ে। ১৫০ থেকে ১৫১Ñ মাত্র ১ রানের ব্যবধানে তারা হারায় তিনটি উইকেট। কোরি অ্যান্ডারসন ও লুক রনকি ফেরেন কোন রান না করে। তবে শেষ পর্যন্ত ১১ বলে ১১ রানে অপরাজিত থাকেন টিম সাউদি। গ্রান্ট এলিয়ট সর্বোচ্চ ৮৩ রান করেন।
শুরুতে ৩৯ রানের মধ্যে অধিনায়কব ব্রেন্ডন ম্যাককালাম, উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল ও কেইন উইলিয়ামসনকে হারায়। প্রথম ওভারের পঞ্চম বলে স্কোর বোর্ডে মাত্র ১ রান যোগ হতেই মিচেল স্টার্কের বলে সরাসরি বোল্ড হয়ে কোন রান না করে ফেরেন ম্যাককালাম। ফাইনালের আগে চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটির ব্যাটিং গড় ছিল ৫৬.৫ রান। কিন্তু এদিন সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের উদ্বোধনী সবচেয়ে বাজে রূপ দেখলো। ৩৩ রানে গ্লেন ম্যাক্সওয়েলের বলে ব্যক্তিগত ১৫ রানে গাপটিল ফিরলে আরও বিপদে পড়ে তারা।
অস্ট্রেলিয়া এর আগে ছয়বার ফাইনাল খেলে চারবারই শিরোপা জিতেছে। এবার তারা পঞ্চম শিরোপা জয় করলো। অন্যদিকে নিউজিল্যান্ড প্রথমবারের মতো এবার ফাইনালে উঠে।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যারোন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মাইকেল ক্লার্ক (অধি:), শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস ফকনার, ব্র্যাড হ্যাডিন, মিচেল জনসন, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ব্রেন্ডন ম্যাককালাম (অধি:), কেইন উইলিয়ামসন, রস টেইলর, গ্রান্ট এলিয়াট, কোরি অ্যান্ডারসন, লুক রনকি, ড্যানিয়েল ভেট্টরি, ম্যাট হেনরি, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।
ICC_Lotas Kamalমঞ্চে ছিলেন না আইসিসি সভাপতি লোটাস কামাল: বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন ট্রফি হস্তান্তর অনষ্ঠানে ছিলেন না আইসিসি সভাপতি আ হ ম মোস্তাফা কামাল (লোটাস কামাল)। আইসিসি চেয়ারম্যান এন শ্রীনিবাসন ট্রফি তুলে দিয়েছেন। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন, জাইলস ক্লার্ক, ওয়ালি এডওয়ার্ডস ও শচিন টেন্ডুলকার ছিলেন মঞ্চে। বাংলাদেশ-ভারত ম্যাচের বাজে আম্পায়ারিং নিয়ে মন্তব্য করায় আইসিসির তোপের মুখে পড়েন আ হ ম মোস্তফা কামাল। তার এ বক্তব্য প্রকাশের পরই আইসিসি’র প্রধান নির্বাহী বিবৃতি দিয়ে লোটাস কামালের বক্তব্যের কড়া প্রতিবাদ জানান।
WCC_Nibasonআইসিসির নিয়ম ভেঙে ট্রফি দিলেন শ্রীনিবাসন: বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে রীতি অনুযায়ী বিজয়ী দলের অধিনায়কের হাতে আইসিসির সভাপতিরই ট্রফি তুলে দেওয়ার কথা থাকলেও সেই নিয়ম ভেঙে ট্রফি দিলেন চেয়ারম্যান শ্রীনিবাসন।
এদিকে রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল খেলায় ভিআইপি গ্যালারিতে উপস্থিত থাকলেও দর্শকের আসনে বসে থাকতে হয় আইসিসি সভাপতি আ হ ম মোস্তফা কামালকে। খেলা শেষে তিনি স্টেডিয়াম থেকে বেরিয়ে আইসিসির রাখা সভাপতির গাড়িতেও উঠেননি। অনেকটা হেটে হেটেই ফিরেছেন হোটেলে। এসময় সাংবাদিকদের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আইসিসি সভাপতি বলেন, তিনি শিগগির আইসিসির দুষ্টচক্রের চক্রান্ত ফাঁস করে দেবেন। তিনি বলেন, আইসিসিকে যারা নষ্ট করছে, শিগগির তাদের নাম প্রকাশ করা হবে।
শনিবার আইসিসির অনানুষ্ঠানিক এক সভায় বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী ও আইসিসি সভাপতি মোস্তফা কামালের ট্রফি দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়। বৈঠকে এমন সিদ্ধান্তের প্রতিবাদ করলে সভায় তোপের মুখে পড়েন আইসিসির সভাপতি।
কলকাতার টেলিগ্রাফ পত্রিকা জানায়, ওই সভায় কামালকে কোণঠাসা করে শ্রীনিবাসনকে ট্রফি তুলে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। কামালের প্রতিবাদেও কোনো কাজ হয়নি।
পত্রিকাটি জানায়, ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার গঠনতন্ত্র লঙ্ঘন করে ট্রফিতে হাত ছোঁয়াচ্ছেন আইপিএল কেলেঙ্কারিতে নাম আসায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি পদ থেকে সরে যেতে বাধ্য হওয়া শ্রীনিবাসন।
আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতিরই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে মর্যাদার এই টুর্নামেন্টের ট্রফি তুলে দেওয়ার কথা। জগমোহন ডালমিয়ার মেয়াদ (১৯৯৭-২০০০) থেকে বিজয়ী অধিনায়কের হাতে আইসিসি সভাপতির ট্রফি তুলে দেওয়ার রীতি চালু হয়। তবে আইসিসি ‘তিন মোড়ল’-এর কব্জায় চলে যাওয়ার পর গঠনতন্ত্র পরিবর্তন করে চেয়ারম্যান পদ তৈরি করে তাকেই সর্বময় ক্ষমতা দেওয়া হয়, সভাপতির পদ হয়ে যায় আলঙ্কারিক।
বাংলাদেশ-ভারত মেলবোর্নের কোয়ার্টার-ফাইনালে ‘বিতর্কিত’ আম্পায়ারিংয়ের পর আইসিসির কড়া সমালোচনা করেন কামাল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এখন ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলেরই নামান্তর বলে ক্ষোভ প্রকাশ করে প্রয়োজনে পদত্যাগ করার কথাও জানান তিনি।(দৈনিক মানবজমিন/যুগান্তর/নয়া দিগন্ত)