নিউইয়র্ক ০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ক্রিকেট রাজ্যে ইতিহাস গড়লো বাংলাদেশ: বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে হেসে খেলেই জিতল টাইগাররা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৫৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০১৫
  • / ১২৩৭ বার পঠিত

নিউইয়র্ক: ক্রিকেট রাজ্যে ইতিহাস গড়লো বাংলাদেশ। চলতি বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের চতুর্থ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৬ উইকেটের জয় পেয়েছে টাইগাররা। ১১ বল হাতে থাকতেই ৩২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ৪১ বলে ৫২ এবং সাব্বির রহমান ৪০ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন। এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালের পথে আরো এক ধাপ এগুলো বাংলাদেশ। বিশ্বকাপের ৪ খেলায় বাংলাদেশের ২ জয়ে পয়েন্ট দাঁড়াল ৫। উল্লেখ্য, তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে বৃষ্টির কারণে এক পয়েন্ট পায় টাইগাররা।
৫ মার্চ বৃহস্পতিবার নেলসনের স্যাক্সটন ওভালে টস হেরে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারের খেলায় ৮ উইকেটের বিনিময়ে ৩১৮ রানের বিশাল পাহাড় গড়ে তোলে স্কটল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে স্কটল্যান্ডের পক্ষে শতরান সংগ্রহ করেন কাইল কোয়েটজার। ১৫৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন কোয়েটজার। বিশ্বকাপের ইতিহাসে স্কটল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে শত রান করেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ৪৩ রানে ৩ উইকেট লাভ করেন।
জয় তথা ৩১৯ রানের টার্গেট নিয়ে মাঠে নামে বাংলাদেশ। খেলার শুরুতেই বাংলাদেশের সমর্থকদের কপালে বিশাল রানের চিন্তার ভাজ। ব্যাটসম্যানদের মাঝেও সেই ছাপ। তাই তো এদিন ফিল্ডং করতে নেমে ইঞ্জুরিতে পড়া এনামুলের পরিবর্তে ওপেনিংয়ে নামা সৌম্য সরকার দলীয় ৫ রান এবং ব্যক্তিগত ২ রানের মাথায় উইকেট রক্ষক ক্রসের হতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। তবে শুরুর এই ধাক্কা সামাল দেন রান খরায় থাকা তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদ। তাদের জুটিতে আসে ১৩৯টি মূল্যবান রান। বাংলাদেশ শিবিরে ফিরে আসে প্রাণ। মাহমুদুল্লাহ রিয়াদ ৬২ বলে ৬২ রান করে আউট হন। এরপর উইকেটে আসেন মি. ডিপেনডেবল খ্যাত ব্যাটসম্যান উইকেট রক্ষক মুশফিকুর রহিম। তামিম-মুশফিক জুটিতে আসে অর্ধশতকেরও বেশি রান। ৫ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন তামিম। ১০০ বলে ৯৫ রান সংগ্রহ করে লেগ বিফর এর ফাদেঁ পড়েন তিনি। এদিন তিনি বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হন। তার ব্যক্তিগত রান এখন ৪ হাজারেরও বেশি। তাছাড়া মুশফিকুর রহিম ৪২ বলে ৬০ রানের একটি ঝড়ে ইনিংস উপহার দেন। বাকি কাজটি সম্পন্ন করেন সাকিব আল হাসান এবং সাব্বির রহমান। সাকিব ও সাব্বিরের দৃঢ়চেতা মনোবল দলকে জয়ী করে।
বিশ্বকাপে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড । সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডটা অবশ্য আয়ারল্যান্ডের। বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো হবে ইংল্যান্ড ও নিউজল্যান্ডের সঙ্গে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন: এদিকে বাংলাদেশ দল বিশ্বকাপ ক্রিকেটে স্কটল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেটে জয়ী হওযায় অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে এই বিজয় অর্জন করায় দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানান দেশের রাষ্ট্র ও সরকার প্রধান।
বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন সাবেক প্রধামন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

ক্রিকেট রাজ্যে ইতিহাস গড়লো বাংলাদেশ: বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে হেসে খেলেই জিতল টাইগাররা

প্রকাশের সময় : ০১:৫৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০১৫

নিউইয়র্ক: ক্রিকেট রাজ্যে ইতিহাস গড়লো বাংলাদেশ। চলতি বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের চতুর্থ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৬ উইকেটের জয় পেয়েছে টাইগাররা। ১১ বল হাতে থাকতেই ৩২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ৪১ বলে ৫২ এবং সাব্বির রহমান ৪০ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন। এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালের পথে আরো এক ধাপ এগুলো বাংলাদেশ। বিশ্বকাপের ৪ খেলায় বাংলাদেশের ২ জয়ে পয়েন্ট দাঁড়াল ৫। উল্লেখ্য, তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে বৃষ্টির কারণে এক পয়েন্ট পায় টাইগাররা।
৫ মার্চ বৃহস্পতিবার নেলসনের স্যাক্সটন ওভালে টস হেরে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারের খেলায় ৮ উইকেটের বিনিময়ে ৩১৮ রানের বিশাল পাহাড় গড়ে তোলে স্কটল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে স্কটল্যান্ডের পক্ষে শতরান সংগ্রহ করেন কাইল কোয়েটজার। ১৫৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন কোয়েটজার। বিশ্বকাপের ইতিহাসে স্কটল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে শত রান করেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ৪৩ রানে ৩ উইকেট লাভ করেন।
জয় তথা ৩১৯ রানের টার্গেট নিয়ে মাঠে নামে বাংলাদেশ। খেলার শুরুতেই বাংলাদেশের সমর্থকদের কপালে বিশাল রানের চিন্তার ভাজ। ব্যাটসম্যানদের মাঝেও সেই ছাপ। তাই তো এদিন ফিল্ডং করতে নেমে ইঞ্জুরিতে পড়া এনামুলের পরিবর্তে ওপেনিংয়ে নামা সৌম্য সরকার দলীয় ৫ রান এবং ব্যক্তিগত ২ রানের মাথায় উইকেট রক্ষক ক্রসের হতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। তবে শুরুর এই ধাক্কা সামাল দেন রান খরায় থাকা তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদ। তাদের জুটিতে আসে ১৩৯টি মূল্যবান রান। বাংলাদেশ শিবিরে ফিরে আসে প্রাণ। মাহমুদুল্লাহ রিয়াদ ৬২ বলে ৬২ রান করে আউট হন। এরপর উইকেটে আসেন মি. ডিপেনডেবল খ্যাত ব্যাটসম্যান উইকেট রক্ষক মুশফিকুর রহিম। তামিম-মুশফিক জুটিতে আসে অর্ধশতকেরও বেশি রান। ৫ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন তামিম। ১০০ বলে ৯৫ রান সংগ্রহ করে লেগ বিফর এর ফাদেঁ পড়েন তিনি। এদিন তিনি বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হন। তার ব্যক্তিগত রান এখন ৪ হাজারেরও বেশি। তাছাড়া মুশফিকুর রহিম ৪২ বলে ৬০ রানের একটি ঝড়ে ইনিংস উপহার দেন। বাকি কাজটি সম্পন্ন করেন সাকিব আল হাসান এবং সাব্বির রহমান। সাকিব ও সাব্বিরের দৃঢ়চেতা মনোবল দলকে জয়ী করে।
বিশ্বকাপে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড । সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডটা অবশ্য আয়ারল্যান্ডের। বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো হবে ইংল্যান্ড ও নিউজল্যান্ডের সঙ্গে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন: এদিকে বাংলাদেশ দল বিশ্বকাপ ক্রিকেটে স্কটল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেটে জয়ী হওযায় অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে এই বিজয় অর্জন করায় দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানান দেশের রাষ্ট্র ও সরকার প্রধান।
বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন সাবেক প্রধামন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।