বিশ্বকাপে মাহমুদুল্লাহ’র টানা দ্বিতীয় সেঞ্চুরী : নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের সংগ্রহ ২৮৮
- প্রকাশের সময় : ১২:৩১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০১৫
- / ৬৫৪ বার পঠিত
হ্যামিল্টন: বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ টানা দ্বিতীয় সেঞ্চুরী (১২৮ রান) করলেন। আগের খেলায় ইংল্যান্ডর বিরুদ্ধে মাহমুদুল্লাহ প্রথম সেঞ্চুরী (১০৩ রান) করেন। এর আগে প্রথম অর্ধশতকে পৌঁছানোর পর সাঁজঘরে ফিরেন সৌম্য সরকার।
শুক্রবার (১৩ মার্চ) হ্যামিল্টনে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের কিউই দলের অধিনায়ক ম্যাক্কালাম। খেলার শুরুতেই ব্যর্থ বাংলাদেশ দলের ওপেনিং জুটি। তামিম-ইমরুল ওপেনিং জুটিতে আসে মাত্র ৪ রান। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম ইকবাল আর ইমরুল কায়েস ধীর গতিতে ব্যাটিং শুরু করেন। অপরদিকে শুরুতেই নিউজিল্যান্ডের ফিল্ডিং ছিলো কড়া মেজাজের। খেলায় প্রথম ম্যাচের মতো এদিনও ব্যর্থ হন ইমরুল। তিনি ১৯ বল খেলে মাত্র ২ রান করে বোল্টের বলে আউট হন। অপর ব্যাটসম্যান তামিম ইকবাল ২৭ বলে করেন মাত্র ১৩ রান।। এর পর সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদ দলের হাল ধরেন। তাদের জুটিতে আসে ৯০ রান। নিজের ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেন সৌম্য সরকার। ৫৫ বলে ৫১ রান করে আউট হন তিনি। সাকিব আল হাসান করেন ১৮ বলে ২৩ রান। মুশফিক করেন ১৫ রান। শেষ দিকে সাব্বির করেন ২৩ বলে ৪০ রান। আর তাতেই বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৮৮ রান। নিউজিল্যান্ডের পক্ষে এলিয়ট, আন্ডরসন এবং বোল্ট ২টি করে উইকেট লাভ করেন।
এদিকে ষষ্ঠ ওভারেই সাজ ঘরে ফিরে যান ইমরুল কায়েস (২)। ট্রেন্ট বোল্টের দারুণ এক বলে বোল্ড হয়ে যান এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। দশম ওভারে বোল্টের দ্বিতীয় শিকারে পরিণত হন তামিম ইকবাল (১৩)। স্লিপে কোরি অ্যান্ডারসনের হাতে ক্যাচ দেন তিনি। সৌম্যর আউটে ভাঙে ৯০ রানের তৃতীয় উইকেট জুটি। ম্যাচের ৩৯ ওভারের দ্বিতীয় বলে এন্ডারসনকে ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন মুশফিকুর রহিম। আউটি হওয়ার আগে মুশফিক করেন ২৫ বলে ১৫ রান। সাবলীল ভাবে আতœবিশ্বাসের সাথে খেলেন মাহমুদুল্লাহ রিয়াদ।
নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের পক্ষে ১২৩ বলে ১২৮ রান করে অপাজিত থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ।
বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি এদিন একাদশের বাইরে আছেন। তাকে বিশ্রাম দেয়া হযেছে। তার পরিবর্তে দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন সাকিব আল হাসান। একাদশে ফিরেছেন নাসির এবং তাইজুল। বাংলাদেশ ইতোমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।