নিউইয়র্ক ১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের ফুটবল লীগ শুরু : উদ্বোধনী দিনে ব্রঙ্কস স্টার, ব্রঙ্কস ইউনাইটেড ও ব্রাদার্সের শুভ সূচনা : সামির হ্যাট্রিক

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:৩৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০১৫
  • / ১০৪৯ বার পঠিত

নিউইয়র্ক: মাঠে গড়ালো বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি বছরের ফুটবল লীগ। কুইন্সের নিউ টাউন অ্যাথলেটিক মাঠে (কুইন্স বুলোভার্ডস্থ ম্যাসি মলের পিছনে) ৩ মে রোববার লীগের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে এম আব্দুল মোমেন। এসময় বিশেষ অতিথি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহসান সহ কমিউনিটি নেতৃবৃন্দ ও স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লীগের প্রথম দিনে তিনটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ব্রঙ্কস স্টার ১-০ গোলে সোনার বাংলাকে, দিনের দ্বিতীয় খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ৬-০ গোলে ব্রঙ্কস ওয়ারিয়রকে এবং তৃতীয় খেলায় ব্রাদার্স এলায়েন্স ১-০ গোলে সন্দ্বীপ স্পোটিং ক্লাবকে পরাজিত করে শুভ সূচনা করেছে। বিজয়ী ব্রঙ্কস স্টারের পক্ষে আজিজ, ব্রাদার্স এলায়েন্সের পক্ষে দেলোয়ার, ব্রঙ্কস ইউনাইটেডের পক্ষে হ্যাট্রিক সহ সামি ৪টি এবং কফিল ও মাহিদ একটি করে গোল করেন।
এবারের লীগে নিউইয়র্কের ১০টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে: সোনার বাংলা, ওজনপার্ক এফসি, ব্রঙ্কস ওয়ারিওর, ব্রঙ্কস ইউনাইটেড, যুব সংঘ, ব্রাদার্স এলায়েন্স, ব্রঙ্কস স্টার, আইসাব এফসি, জ্যাকসন হাইটস বিসি ও সন্দ্বীপ এসসি। চলতি ফুটবল লীগ ও টুর্নামেন্টের খেলাগুলো সপ্তাহের প্রতি রোববার বিকেল সোয়া তিনটা থেকে শুরু হয়ে প্রতিদিন ৪টি করে খেলা অনুষ্ঠিত হবে। ফুটবল লীগের পৃষ্ঠপোষকরা হচ্ছেন: বিশিষ্ট ব্যবসায়ী সামসুল আবদীন, এটর্নী মঈন চৌধুরী, ফাতেমা ব্রাদার্স গ্রুপের চেয়ারম্যান আলহাজ সামসুল ইসলাম এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী মইনুল ইসলাম ও মোহাম্মদ আনোয়ার হোসেন।
Guest-1উদ্বোধনী অনুষ্ঠান: ফুটবল লীগ ও টুর্নামেন্টর প্রথম খেলার পর দ্বিতীয় খেলা শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে লীগ ও টুর্নামেন্টের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন, কনসাল জেনারেল শামীম আহসান ছাড়াও পৃষ্ঠপোষকদের মধ্যে এটনী মঈন চৌধুরী, ফাতেমা গ্রুপের পক্ষে মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার ও রিয়েল এস্টেট ব্যবসায়ী মইনুল ইসলাম। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি ইন্ক নিউইয়র্কের সভাপতি আজমল হোসেন কুনু, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, স্পোর্টস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মিসবা আবদীন প্রমুখ। উদ্বোধনের পর অতিথিরা খেলোয়ারদের সাথে পরিচিত হন।
Guest-2তৃতীয় খেলার শুরুর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফুটবল লীগ ও টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক ব্যবসায়ী সামসুল আবদীন, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাবেক সভাপতি বোরহান উদ্দিন কফিল, বাংলাদেশ সোসাইটির ক্রীড়া সম্পাদক সৈয়দ এনায়েত আলী, লীগ অব আমেরিকার সাধারণ সম্পাদক আব্দুল কাদের শাহীন। স্পোর্টস কাউন্সিলের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল। অনুষ্ঠানের মাঝে সংগঠনের কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কমিউনিটির পরিচিত মুখ জসিম উদ্দিন খান মিঠুর অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
Bangla-Bronx Star-1খেলার সংক্ষিপ্ত বিবরণী: ফুটবল লীগ ও টুর্নামেন্টর উদ্বোধনী দিনের প্রথম খেলায় ব্রঙ্কস স্টার ১-০ গোলে সোনার বাংলাকে পরাজিত করে শুভ সূচনা করে। খেলার প্রথমার্ধের ১৯ মিনিটের সময় বিজয়ী দলের পক্ষে আজিজ জয় সূচক একমাত্র গোলটি করেন। দ্বিতীয়ার্ধ ছিলো গোল শূন্য। খেলায় তেমন উত্তেজনা না থাকলেও উভয় দল একাধিক গোলের সুযোগ নষ্ট করেন।
ব্রঙ্কস স্টার: কামরুল, আবির, জামান, ইমদাদ, আজিজ, লেমন, কামরুল, কামিল, রক ও জ্যাস। অতিরিক্ত: সোহেল, নাকিব।
সোনার বাংলা: বেলাল, তাওহিদ, মইন, তোফায়েল, নবীন, তানভীর, মুন্না, অনিক, ফারহান, সুব্রত ও মাহাদী। অতিরিক্ত: রাহাত, তাসিম, রিকো, নাহিদ, আবিদ, নিয়ন।
Sami-Mahid-Kafilদ্বিতীয় খেলা: দিনের দ্বিতীয় খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ৬-০ গোলে লীগের অন্যতম শক্তিশালী দল ব্রঙ্কস ওয়ারিয়রকে পরাজিত করে শুভ সূচনা করে। খেলায় বিজয়ী ব্রঙ্কস ইউনাইটেড একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলে শুরুতেই চমক দেখায়। খেলার প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থাকে ব্রঙ্কস ইউনাইটেড। এই অর্ধের খেলা শুরু হতে না হতেই ৫ মিনিটের মাথায় গোল করেন সামি। পরবর্তীতে খেলার ৬ ও ১৬ মিনিটের সময় আরো দুটো গোল করে লীগে প্রথম হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন সামি। খেলায় ব্রঙ্কস ইউনাইটেডের ক্রীড়া নৈপূণ্যের ধারেকাছেই দাঁড়াতে পারেনি ব্রঙ্কস ওয়ারিয়র। ফলে প্রথমার্থের ২০ মিনিটের সময় সামি আরো একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। খেলার দ্বিতীয়ার্ধে ৩৩ ও ৩৭ মিনিটের সময় যথাক্রমে কফিল ও মাহিদ গোল করলে ব্রঙ্কস ইউনাইটেড ৬-০ গোলে জয়ী হয়।
ব্রঙ্কস ইউনাটেড: শাহেদ, মাহিদ, সুমন, মিনহা, কফিল, রাসেল, সামি, জামি, সুহেল, রুবেল ও টিটু।
ব্রঙ্কস ওয়ারিয়র: মিজান, মামুন, রাব্বী, জুম্মন, সাবলু, রিমন, আন্নু, সোহেব, আজমির, রাহুল ও টিপু। অতিরিক্ত: সাহেল, হাসান, সাম, শিপলু, আলমগীর, সনো, মনজুর।
Delowar_Brothers Allainceতৃতীয় খেলা: দিনের তৃতীয় ও শেষ খেলায় ব্রাদার্স এলায়েন্স ১-০ গোলে সন্দ্বীপ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে শুভ সূচনা করে। খেলার প্রথমার্ধের তিন মিনিটের সময় বিজয়ী দলে পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন দেলোয়ার। খেলায় আক্রমন পাল্টা আক্রমন থাকলেও আর কোন গোল হয়নি। যদিও উভয় দল একাধিক গোলের সুযোগ মিস করে।
ব্রাদার্স এলায়েন্স: আজাদ, মনির, আজগর, মোহাম্মেদ, কামরুল, আতিক, সুমন (সিনিয়র), আরিফ, দেলোয়ার, বিক্কন ও রাব্বী। অতিরিক্ত: কায়সার, নাসির, অনু, সুমন (জুনিয়র), রাহি।
সন্দ্বীপ স্পোর্টিং ক্লাব: মাসুদুর, রুবেল, আলী আজগর, হারুন মজুমদার, সুমন, জামসেদ, আমিন, এমদাদ, রফিকুল্লাহ, আনোয়ার ও বাবলু। অতিরিক্ত: হাসান, রুবেল, মাহফুজুর, আরিফ, জাহাঙ্গীর, ফয়সাল ও সুজন।
রেফারী: হেক্টর ফ্লোভার, ইয়োনাতন ও টোরটগা।
Bangla-Bronx Star-2ফুটবল লীগ ও টুর্নামেন্টর উদ্বোধনী দিনে কমিউনিটির উল্লেখ্যযোগ্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী ও মুজাহিদুল ইসলাম, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি নাজমুল আহসান, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক আব্দুর নূর বড় ভূঁইয়া, সাইফুল ইসলাম রহীম, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার, সহ সাধারণ সম্পাদক ওসমান চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন্নাহার খান মিতা, বিয়ানীবাজার সমিতির সভাপতি আজিমুর রহমান বুরহান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি বিলাল চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট রফিকুল ইসলাম ডালিম, নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তাদের মধ্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা আব্দুর রহিম বাদশা, উপদেষ্টা যথাক্রমে আতাউর রহমান সেলিম, জুলফিকার আলী, জুনেদ আহমেদ চৌধুরী, আজম চৌধুরী, ছদরুন নূর ও হাজী এনাম এবং অন্যান্য কর্মকর্তাদের মধ্যে আব্দুল হাসিম হাসনু, আনোয়ার হোসাইন, ওয়াহিদ কাজী এলিন, জাকির হোসেন, মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, সাদি মিন্টু, শাহাদত হোসেন, আবু তাহির আসাদ, আব্দুল কাদির লিপু ও জহির উদ্দিন জুয়েল উপস্থিত ছিলেন।
পরবর্তী খেলা: একই মাঠে আগামী ১০ মে রোববার ফুটবল লীগের চারটি খেলা অনুষ্ঠিত হবে। বিকেল সোয়া তিনটায় প্রথম খেলায় অংশ নেবে ব্রঙ্কস ইউনাইটেড ও যুব সংঘ। বিকেল সোয়া চারটায় দ্বিতীয় খেলায় অংশ নেবে ব্রাদার্স এলায়েন্স ও ব্রঙ্কস স্টার, বিকেল সোয়া ৫টায় তৃতীয় খেলায় অংশ নেবে সোনার বাংলা ও সন্দ্বীপ স্পোর্টিং ক্লাব এবং বিকেল সোয়া ৬টায় চতুর্থ খেলায় অংশ নেবে ওজন পার্ক এফসি ও জ্যাকসন হাইটস বিসি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের ফুটবল লীগ শুরু : উদ্বোধনী দিনে ব্রঙ্কস স্টার, ব্রঙ্কস ইউনাইটেড ও ব্রাদার্সের শুভ সূচনা : সামির হ্যাট্রিক

প্রকাশের সময় : ০৬:৩৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০১৫

নিউইয়র্ক: মাঠে গড়ালো বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি বছরের ফুটবল লীগ। কুইন্সের নিউ টাউন অ্যাথলেটিক মাঠে (কুইন্স বুলোভার্ডস্থ ম্যাসি মলের পিছনে) ৩ মে রোববার লীগের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে এম আব্দুল মোমেন। এসময় বিশেষ অতিথি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহসান সহ কমিউনিটি নেতৃবৃন্দ ও স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লীগের প্রথম দিনে তিনটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ব্রঙ্কস স্টার ১-০ গোলে সোনার বাংলাকে, দিনের দ্বিতীয় খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ৬-০ গোলে ব্রঙ্কস ওয়ারিয়রকে এবং তৃতীয় খেলায় ব্রাদার্স এলায়েন্স ১-০ গোলে সন্দ্বীপ স্পোটিং ক্লাবকে পরাজিত করে শুভ সূচনা করেছে। বিজয়ী ব্রঙ্কস স্টারের পক্ষে আজিজ, ব্রাদার্স এলায়েন্সের পক্ষে দেলোয়ার, ব্রঙ্কস ইউনাইটেডের পক্ষে হ্যাট্রিক সহ সামি ৪টি এবং কফিল ও মাহিদ একটি করে গোল করেন।
এবারের লীগে নিউইয়র্কের ১০টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে: সোনার বাংলা, ওজনপার্ক এফসি, ব্রঙ্কস ওয়ারিওর, ব্রঙ্কস ইউনাইটেড, যুব সংঘ, ব্রাদার্স এলায়েন্স, ব্রঙ্কস স্টার, আইসাব এফসি, জ্যাকসন হাইটস বিসি ও সন্দ্বীপ এসসি। চলতি ফুটবল লীগ ও টুর্নামেন্টের খেলাগুলো সপ্তাহের প্রতি রোববার বিকেল সোয়া তিনটা থেকে শুরু হয়ে প্রতিদিন ৪টি করে খেলা অনুষ্ঠিত হবে। ফুটবল লীগের পৃষ্ঠপোষকরা হচ্ছেন: বিশিষ্ট ব্যবসায়ী সামসুল আবদীন, এটর্নী মঈন চৌধুরী, ফাতেমা ব্রাদার্স গ্রুপের চেয়ারম্যান আলহাজ সামসুল ইসলাম এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী মইনুল ইসলাম ও মোহাম্মদ আনোয়ার হোসেন।
Guest-1উদ্বোধনী অনুষ্ঠান: ফুটবল লীগ ও টুর্নামেন্টর প্রথম খেলার পর দ্বিতীয় খেলা শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে লীগ ও টুর্নামেন্টের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন, কনসাল জেনারেল শামীম আহসান ছাড়াও পৃষ্ঠপোষকদের মধ্যে এটনী মঈন চৌধুরী, ফাতেমা গ্রুপের পক্ষে মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার ও রিয়েল এস্টেট ব্যবসায়ী মইনুল ইসলাম। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি ইন্ক নিউইয়র্কের সভাপতি আজমল হোসেন কুনু, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, স্পোর্টস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মিসবা আবদীন প্রমুখ। উদ্বোধনের পর অতিথিরা খেলোয়ারদের সাথে পরিচিত হন।
Guest-2তৃতীয় খেলার শুরুর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফুটবল লীগ ও টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক ব্যবসায়ী সামসুল আবদীন, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাবেক সভাপতি বোরহান উদ্দিন কফিল, বাংলাদেশ সোসাইটির ক্রীড়া সম্পাদক সৈয়দ এনায়েত আলী, লীগ অব আমেরিকার সাধারণ সম্পাদক আব্দুল কাদের শাহীন। স্পোর্টস কাউন্সিলের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল। অনুষ্ঠানের মাঝে সংগঠনের কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কমিউনিটির পরিচিত মুখ জসিম উদ্দিন খান মিঠুর অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
Bangla-Bronx Star-1খেলার সংক্ষিপ্ত বিবরণী: ফুটবল লীগ ও টুর্নামেন্টর উদ্বোধনী দিনের প্রথম খেলায় ব্রঙ্কস স্টার ১-০ গোলে সোনার বাংলাকে পরাজিত করে শুভ সূচনা করে। খেলার প্রথমার্ধের ১৯ মিনিটের সময় বিজয়ী দলের পক্ষে আজিজ জয় সূচক একমাত্র গোলটি করেন। দ্বিতীয়ার্ধ ছিলো গোল শূন্য। খেলায় তেমন উত্তেজনা না থাকলেও উভয় দল একাধিক গোলের সুযোগ নষ্ট করেন।
ব্রঙ্কস স্টার: কামরুল, আবির, জামান, ইমদাদ, আজিজ, লেমন, কামরুল, কামিল, রক ও জ্যাস। অতিরিক্ত: সোহেল, নাকিব।
সোনার বাংলা: বেলাল, তাওহিদ, মইন, তোফায়েল, নবীন, তানভীর, মুন্না, অনিক, ফারহান, সুব্রত ও মাহাদী। অতিরিক্ত: রাহাত, তাসিম, রিকো, নাহিদ, আবিদ, নিয়ন।
Sami-Mahid-Kafilদ্বিতীয় খেলা: দিনের দ্বিতীয় খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ৬-০ গোলে লীগের অন্যতম শক্তিশালী দল ব্রঙ্কস ওয়ারিয়রকে পরাজিত করে শুভ সূচনা করে। খেলায় বিজয়ী ব্রঙ্কস ইউনাইটেড একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলে শুরুতেই চমক দেখায়। খেলার প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থাকে ব্রঙ্কস ইউনাইটেড। এই অর্ধের খেলা শুরু হতে না হতেই ৫ মিনিটের মাথায় গোল করেন সামি। পরবর্তীতে খেলার ৬ ও ১৬ মিনিটের সময় আরো দুটো গোল করে লীগে প্রথম হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন সামি। খেলায় ব্রঙ্কস ইউনাইটেডের ক্রীড়া নৈপূণ্যের ধারেকাছেই দাঁড়াতে পারেনি ব্রঙ্কস ওয়ারিয়র। ফলে প্রথমার্থের ২০ মিনিটের সময় সামি আরো একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। খেলার দ্বিতীয়ার্ধে ৩৩ ও ৩৭ মিনিটের সময় যথাক্রমে কফিল ও মাহিদ গোল করলে ব্রঙ্কস ইউনাইটেড ৬-০ গোলে জয়ী হয়।
ব্রঙ্কস ইউনাটেড: শাহেদ, মাহিদ, সুমন, মিনহা, কফিল, রাসেল, সামি, জামি, সুহেল, রুবেল ও টিটু।
ব্রঙ্কস ওয়ারিয়র: মিজান, মামুন, রাব্বী, জুম্মন, সাবলু, রিমন, আন্নু, সোহেব, আজমির, রাহুল ও টিপু। অতিরিক্ত: সাহেল, হাসান, সাম, শিপলু, আলমগীর, সনো, মনজুর।
Delowar_Brothers Allainceতৃতীয় খেলা: দিনের তৃতীয় ও শেষ খেলায় ব্রাদার্স এলায়েন্স ১-০ গোলে সন্দ্বীপ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে শুভ সূচনা করে। খেলার প্রথমার্ধের তিন মিনিটের সময় বিজয়ী দলে পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন দেলোয়ার। খেলায় আক্রমন পাল্টা আক্রমন থাকলেও আর কোন গোল হয়নি। যদিও উভয় দল একাধিক গোলের সুযোগ মিস করে।
ব্রাদার্স এলায়েন্স: আজাদ, মনির, আজগর, মোহাম্মেদ, কামরুল, আতিক, সুমন (সিনিয়র), আরিফ, দেলোয়ার, বিক্কন ও রাব্বী। অতিরিক্ত: কায়সার, নাসির, অনু, সুমন (জুনিয়র), রাহি।
সন্দ্বীপ স্পোর্টিং ক্লাব: মাসুদুর, রুবেল, আলী আজগর, হারুন মজুমদার, সুমন, জামসেদ, আমিন, এমদাদ, রফিকুল্লাহ, আনোয়ার ও বাবলু। অতিরিক্ত: হাসান, রুবেল, মাহফুজুর, আরিফ, জাহাঙ্গীর, ফয়সাল ও সুজন।
রেফারী: হেক্টর ফ্লোভার, ইয়োনাতন ও টোরটগা।
Bangla-Bronx Star-2ফুটবল লীগ ও টুর্নামেন্টর উদ্বোধনী দিনে কমিউনিটির উল্লেখ্যযোগ্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী ও মুজাহিদুল ইসলাম, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি নাজমুল আহসান, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক আব্দুর নূর বড় ভূঁইয়া, সাইফুল ইসলাম রহীম, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার, সহ সাধারণ সম্পাদক ওসমান চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন্নাহার খান মিতা, বিয়ানীবাজার সমিতির সভাপতি আজিমুর রহমান বুরহান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি বিলাল চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট রফিকুল ইসলাম ডালিম, নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তাদের মধ্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা আব্দুর রহিম বাদশা, উপদেষ্টা যথাক্রমে আতাউর রহমান সেলিম, জুলফিকার আলী, জুনেদ আহমেদ চৌধুরী, আজম চৌধুরী, ছদরুন নূর ও হাজী এনাম এবং অন্যান্য কর্মকর্তাদের মধ্যে আব্দুল হাসিম হাসনু, আনোয়ার হোসাইন, ওয়াহিদ কাজী এলিন, জাকির হোসেন, মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, সাদি মিন্টু, শাহাদত হোসেন, আবু তাহির আসাদ, আব্দুল কাদির লিপু ও জহির উদ্দিন জুয়েল উপস্থিত ছিলেন।
পরবর্তী খেলা: একই মাঠে আগামী ১০ মে রোববার ফুটবল লীগের চারটি খেলা অনুষ্ঠিত হবে। বিকেল সোয়া তিনটায় প্রথম খেলায় অংশ নেবে ব্রঙ্কস ইউনাইটেড ও যুব সংঘ। বিকেল সোয়া চারটায় দ্বিতীয় খেলায় অংশ নেবে ব্রাদার্স এলায়েন্স ও ব্রঙ্কস স্টার, বিকেল সোয়া ৫টায় তৃতীয় খেলায় অংশ নেবে সোনার বাংলা ও সন্দ্বীপ স্পোর্টিং ক্লাব এবং বিকেল সোয়া ৬টায় চতুর্থ খেলায় অংশ নেবে ওজন পার্ক এফসি ও জ্যাকসন হাইটস বিসি।