বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন
- প্রকাশের সময় : ০৩:৩৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০১৫
- / ৬৫৫ বার পঠিত
ঢাকা: পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয় এবং বাংলাওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের জনগণ। বুধবার (২২ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে পাকিস্তানকে প্রথমবারের মতো বাংলাওয়াশ করে বাংলাদেশ।
টাইগারদের এই বিজয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াসহ সর্বস্তরের জনগণও অভিনন্দন জানিয়েছেন টাইগারদের।
পৃথক বিবৃতিতে এই সিরিজ জয়ের জন্য ক্রিকেট দল ও কোচসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তারা। এদিকে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী।
বুধবার শেষ ম্যাচে বাংলাওয়াশ উদযাপনে নামে ক্রিকেটপ্রেমীরা। জয়ের সঙ্গে সঙ্গে ক্রিকেটপ্রেমীরা শ্লোগান আর জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমে পড়ে। তারা শুধু বাংলাদেশ বাংলাদেশ বলে শ্লোগানে মুখর করে তোলে স্টেডিয়াম এলাকা। রাস্তায় নেমে মিছিল আর নেচে খেয়ে টাইগারদের অভিবাদন। বাংলাদেশে এ সিরিজ জয়ে ও পাকিস্তানকে বাংলাওয়াশ করার গৌরব অর্জন করায় জাগো নিউজের পক্ষ থেকেও প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিবাদন। সাবাস বাংলাদেশ… সাবাস টাইগাররা।