নিউইয়র্ক ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

পয়েন্ট তালিকার শীর্ষে যুব সংঘ : রমজানের কারণে পাঁচ সপ্তাহ খেলা স্থগিত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:২৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০১৫
  • / ৯০৯ বার পঠিত

নিউইয়র্ক: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি ফুটবল লীগের সপ্তম সপ্তাহের খেলায় যুব সংঘ ও ব্রঙ্কস ইউনাইটেড জয়লাভ করে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে। অপরদিকে ব্রাদার্স এলায়েন্স ও সোনার বাংলার মধ্যকার খেলাটি ড্র হওয়ায় দল দুটি পয়েন্ট ভাগাভাগি করেছে। এদিকে পবিত্র রমজানের কারণে লীগের আগামী পাঁচ সপ্তাহ খেলা স্থগিত করা হয়েছে। আগামী ২৬ জুলাই রোববার থেকে লীগের খেলা পুনরায় শুরু হবে। খবর ইউএনএ’র।
কুইন্স বরোর নিউ টাউন অ্যাথলেটিক মাঠে ১৪ জুন রোববার বিকেলে লীগের তিনটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় যুব সংঘ ৫-০ গোলে জ্যাকসন হাইটসকে হারিয়ে চমক দেখায়। খেলায় এক চেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলে যুব সংঘ জয়লাভ করে। দলের কৃতি খেলোয়ার সোহেল এদিন হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন। এছাড়া যুব সংঘের পক্ষে অপর গোল দুটি করেন আরেক কৃতি খেলোয়ার বাবলু।
দিনের দ্বিতীয় খেলায় ব্রাদার্স এলায়েন্স ও সোনার বাংলা প্রতিদ্বন্দ্বিতা করে। খেলাটি ছিলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয়, খেলায় ছিলো আক্রমণ পাল্টা আক্রমন। খেলার ৩৮ মিনিটের সময় সোনার বাংলার তানভির প্রথমে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১-০)। পরবর্তীতে খেলা শুরু হতে না হতেই দুই মিনিট পর সংঘবদ্ধ আক্রমন থেকে ব্রাদার্স এলায়েন্স গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে (১-১)। ব্রাদার্সের পক্ষে আরিফ গোলটি করে। শেষ পর্যন্ত খেলায় আর কোন গোল না হওয়ায় উভয় দলকে পয়েন্ট ভাগাভাগি করতে হয়। তবে দল দুটি একাধিক গোলের সুযোগ নষ্ট করে।
দিনের তৃতীয় ও শেষ খেলায় লীগের অন্যতম শক্তিশালী দুই দল ব্রঙ্কস ইউনাইটেড ও আইসাব প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ২-০ গোলে আইসাবকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। এই খেলাটিও ছিলো আকর্ষনীয়। খেলার প্রথমার্ধের ১২ মিনিটের সময় ব্রঙ্কস ইউনাইটেডের পক্ষে কৃতি খেলোয়ার কফিল এবং ২৩ মিনিটের সময় রাসেল আরেকটি গোাল করেন (২-০)। খেলার দ্বিতীয়ার্ধে আর কোন গোল হয়নি।
এবারের লীগে এপর্যন্ত ১৩ পয়েন্ট অর্জন করে শীর্ষস্থানে রয়েছে ওজনপার্ক যুব সংঘ। ব্রঙ্কস স্টার ১৩ পয়েন্ট অর্জন করলেও গোলের ব্যবধানে দলটি যব সংঘের পিছনে অর্থাৎ দ্বিতীয় স্থানে। লীগে যুব সংঘ ৫ ম্যাচে অংশ নিয়ে চারটিতে জয় ও একটিতে ড্র করে। যুব সংঘ বিপক্ষ দলের বিরুদ্ধে গোল করেছে ১২টি আর গোল হজম করেছে মাত্র ২টি। অপরদিকে ব্রঙ্কস স্টার ৫ ম্যাচে অংশ নিয়ে চারটিতে জয় ও একটিতে ড্র করলেও বিপক্ষ দলের বিরুদ্ধে গোল করেছে মাত্র ৬টি। এ পর্যন্ত ব্রঙ্কস স্টার কোন গোল খায়নি।
লীগে অংশগ্রহণকারী অন্যান্য দলগুলোর মধ্যে ব্রঙ্কস ইউনাইটেড, ব্রাদার্স এলায়েন্স ও সোনার বাংলা এফসি ৬ পয়েন্ট, সন্দ্বীপ এসসি, আইসাব, জ্যাকসন হাইটস ও ব্রঙ্কস ওয়ারিয়র ৫ এবং ওজনপার্ক এফসি ৪ পয়েন্ট অর্জন করেছে। তবে এসব দলগুলোর মধ্যে পক্ষে-বিপক্ষে গোলের ব্যবধান রয়েছে।
এবারের লীগে এপর্যন্ত ওজনপার্ক যুব সংঘের বাবলু ৮টি গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে অবস্থান করছেন। অপরদিকে ব্রঙ্কস ইউনাইটেডের সামি ৫টি গোল করে গোলদাতার তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

পয়েন্ট তালিকার শীর্ষে যুব সংঘ : রমজানের কারণে পাঁচ সপ্তাহ খেলা স্থগিত

প্রকাশের সময় : ০১:২৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০১৫

নিউইয়র্ক: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি ফুটবল লীগের সপ্তম সপ্তাহের খেলায় যুব সংঘ ও ব্রঙ্কস ইউনাইটেড জয়লাভ করে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে। অপরদিকে ব্রাদার্স এলায়েন্স ও সোনার বাংলার মধ্যকার খেলাটি ড্র হওয়ায় দল দুটি পয়েন্ট ভাগাভাগি করেছে। এদিকে পবিত্র রমজানের কারণে লীগের আগামী পাঁচ সপ্তাহ খেলা স্থগিত করা হয়েছে। আগামী ২৬ জুলাই রোববার থেকে লীগের খেলা পুনরায় শুরু হবে। খবর ইউএনএ’র।
কুইন্স বরোর নিউ টাউন অ্যাথলেটিক মাঠে ১৪ জুন রোববার বিকেলে লীগের তিনটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় যুব সংঘ ৫-০ গোলে জ্যাকসন হাইটসকে হারিয়ে চমক দেখায়। খেলায় এক চেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলে যুব সংঘ জয়লাভ করে। দলের কৃতি খেলোয়ার সোহেল এদিন হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন। এছাড়া যুব সংঘের পক্ষে অপর গোল দুটি করেন আরেক কৃতি খেলোয়ার বাবলু।
দিনের দ্বিতীয় খেলায় ব্রাদার্স এলায়েন্স ও সোনার বাংলা প্রতিদ্বন্দ্বিতা করে। খেলাটি ছিলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয়, খেলায় ছিলো আক্রমণ পাল্টা আক্রমন। খেলার ৩৮ মিনিটের সময় সোনার বাংলার তানভির প্রথমে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১-০)। পরবর্তীতে খেলা শুরু হতে না হতেই দুই মিনিট পর সংঘবদ্ধ আক্রমন থেকে ব্রাদার্স এলায়েন্স গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে (১-১)। ব্রাদার্সের পক্ষে আরিফ গোলটি করে। শেষ পর্যন্ত খেলায় আর কোন গোল না হওয়ায় উভয় দলকে পয়েন্ট ভাগাভাগি করতে হয়। তবে দল দুটি একাধিক গোলের সুযোগ নষ্ট করে।
দিনের তৃতীয় ও শেষ খেলায় লীগের অন্যতম শক্তিশালী দুই দল ব্রঙ্কস ইউনাইটেড ও আইসাব প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ২-০ গোলে আইসাবকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। এই খেলাটিও ছিলো আকর্ষনীয়। খেলার প্রথমার্ধের ১২ মিনিটের সময় ব্রঙ্কস ইউনাইটেডের পক্ষে কৃতি খেলোয়ার কফিল এবং ২৩ মিনিটের সময় রাসেল আরেকটি গোাল করেন (২-০)। খেলার দ্বিতীয়ার্ধে আর কোন গোল হয়নি।
এবারের লীগে এপর্যন্ত ১৩ পয়েন্ট অর্জন করে শীর্ষস্থানে রয়েছে ওজনপার্ক যুব সংঘ। ব্রঙ্কস স্টার ১৩ পয়েন্ট অর্জন করলেও গোলের ব্যবধানে দলটি যব সংঘের পিছনে অর্থাৎ দ্বিতীয় স্থানে। লীগে যুব সংঘ ৫ ম্যাচে অংশ নিয়ে চারটিতে জয় ও একটিতে ড্র করে। যুব সংঘ বিপক্ষ দলের বিরুদ্ধে গোল করেছে ১২টি আর গোল হজম করেছে মাত্র ২টি। অপরদিকে ব্রঙ্কস স্টার ৫ ম্যাচে অংশ নিয়ে চারটিতে জয় ও একটিতে ড্র করলেও বিপক্ষ দলের বিরুদ্ধে গোল করেছে মাত্র ৬টি। এ পর্যন্ত ব্রঙ্কস স্টার কোন গোল খায়নি।
লীগে অংশগ্রহণকারী অন্যান্য দলগুলোর মধ্যে ব্রঙ্কস ইউনাইটেড, ব্রাদার্স এলায়েন্স ও সোনার বাংলা এফসি ৬ পয়েন্ট, সন্দ্বীপ এসসি, আইসাব, জ্যাকসন হাইটস ও ব্রঙ্কস ওয়ারিয়র ৫ এবং ওজনপার্ক এফসি ৪ পয়েন্ট অর্জন করেছে। তবে এসব দলগুলোর মধ্যে পক্ষে-বিপক্ষে গোলের ব্যবধান রয়েছে।
এবারের লীগে এপর্যন্ত ওজনপার্ক যুব সংঘের বাবলু ৮টি গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে অবস্থান করছেন। অপরদিকে ব্রঙ্কস ইউনাইটেডের সামি ৫টি গোল করে গোলদাতার তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন।