নিউইয়র্ক ০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট ২৪ এপ্রিল শুরু ॥ অংশ নিচ্ছে ৯টি দল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০১৬
  • / ৯৯৪ বার পঠিত

নিউইয়র্ক: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার আয়োজিত চলতি বছরের ‘পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৬’ ইতিপূর্বে ঘোষিত ১৭ এপ্রিলের পরিবর্তে ২৪ এপ্রিল থেকে শুরু হবে। এবার ৯টি দল অংশ নেবে। এবারের লীগ ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর নাম ও খেলার ফিকচার চুড়ান্ত করার জন্য স্পোর্টস কাউন্সিল ও দলগুলোর কর্মকর্তাদের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিটির জ্যাকসন হাইটসের খাবার বাড়ীর চাইনিজ রেষ্টুরেন্টে ১৩ মার্চ রোববার সন্ধ্যায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন দেওয়ান এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল। এতে স্পোর্টস কাউন্সিলের অন্যতম উপদেষ্টা মনজুর আহমেদ, আব্দুর নূর বড় ভূইয়া, ছদরুন নূর ও জুনেদ আহমেদ সহ অন্যান্য কর্মকর্তাদের মধ্যে সহ সভাপতি- আব্দুল হাসিম হাসনু ও আনোয়ার হোসেইন, সহ সাধারণ সম্পাদক- মোহাম্মদ জুয়েল আহমেদ, কোষাধ্যক্ষ- ওয়াহিদ কাজী এলিন, প্রচার সম্পাদক- তৈয়বুর রহমান টনি, কার্যকরী পরিষদ সদস্য- সৈয়দ এনায়েত আলী, আবু তাহের আছাদ, সাদী মিন্টু, আব্দুল কাদির লিপু, মোহাম্মদ জাফর আহমদ, ইয়াকুত রহমান প্রমুখ ছাড়াও বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র।
BDSC Pic-2চলতি বছরের লীগ ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিরা সভায় উপস্থিত হয়ে নির্ধারিত ফি প্রদানের মধ্য দিয়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেন। পরবর্তীতে সভায় লীগ ও টুর্নামেন্টের ফিকচার চুড়ান্ত করা হয়। উল্লেখ্য, আগামী ২৪ এপ্রিল বিকেল তিনটায় কুইন্স বরোর নিউ টাউন অ্যাথলেটিক মাঠে (কুইন্স মল সংলগ্ন) ‘পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৬’ এর উদ্বোধন হবে। এতে ৯টি দল অংশ নেবে। লীগের সেরা চার দল নিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই লীগ ও টুর্নামেন্টের নিয়মাবলী ঘোষণা করে সকল দলগুলোর কাছে তা হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট ২৪ এপ্রিল শুরু ॥ অংশ নিচ্ছে ৯টি দল

প্রকাশের সময় : ১২:১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০১৬

নিউইয়র্ক: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার আয়োজিত চলতি বছরের ‘পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৬’ ইতিপূর্বে ঘোষিত ১৭ এপ্রিলের পরিবর্তে ২৪ এপ্রিল থেকে শুরু হবে। এবার ৯টি দল অংশ নেবে। এবারের লীগ ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর নাম ও খেলার ফিকচার চুড়ান্ত করার জন্য স্পোর্টস কাউন্সিল ও দলগুলোর কর্মকর্তাদের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিটির জ্যাকসন হাইটসের খাবার বাড়ীর চাইনিজ রেষ্টুরেন্টে ১৩ মার্চ রোববার সন্ধ্যায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন দেওয়ান এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল। এতে স্পোর্টস কাউন্সিলের অন্যতম উপদেষ্টা মনজুর আহমেদ, আব্দুর নূর বড় ভূইয়া, ছদরুন নূর ও জুনেদ আহমেদ সহ অন্যান্য কর্মকর্তাদের মধ্যে সহ সভাপতি- আব্দুল হাসিম হাসনু ও আনোয়ার হোসেইন, সহ সাধারণ সম্পাদক- মোহাম্মদ জুয়েল আহমেদ, কোষাধ্যক্ষ- ওয়াহিদ কাজী এলিন, প্রচার সম্পাদক- তৈয়বুর রহমান টনি, কার্যকরী পরিষদ সদস্য- সৈয়দ এনায়েত আলী, আবু তাহের আছাদ, সাদী মিন্টু, আব্দুল কাদির লিপু, মোহাম্মদ জাফর আহমদ, ইয়াকুত রহমান প্রমুখ ছাড়াও বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র।
BDSC Pic-2চলতি বছরের লীগ ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিরা সভায় উপস্থিত হয়ে নির্ধারিত ফি প্রদানের মধ্য দিয়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেন। পরবর্তীতে সভায় লীগ ও টুর্নামেন্টের ফিকচার চুড়ান্ত করা হয়। উল্লেখ্য, আগামী ২৪ এপ্রিল বিকেল তিনটায় কুইন্স বরোর নিউ টাউন অ্যাথলেটিক মাঠে (কুইন্স মল সংলগ্ন) ‘পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৬’ এর উদ্বোধন হবে। এতে ৯টি দল অংশ নেবে। লীগের সেরা চার দল নিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই লীগ ও টুর্নামেন্টের নিয়মাবলী ঘোষণা করে সকল দলগুলোর কাছে তা হস্তান্তর করা হয়েছে।