নিউইয়র্ক: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ‘পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৬’-এর সফল সমাপ্তি হলো। এবারের লীগে ২২ পয়েন্ট অর্জন করে ওজনপার্ক এফসি চ্যাম্পিয়ন এবং ১৮ পয়েন্ট অর্জন করে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব। অপরদিকে এবারের টুর্নামেন্টে ব্রঙ্কস ইউনাইটেড চ্যাম্পিন ও জ্যাকসন হাইটস স্পোটিং ক্লাব রানাস হওয়ার গৌরব অর্জন করলো। খবর ইউএনএ’র।
সিটির এলমহার্টস্থ নিউটাউন অ্যাথলেটিক মাঠে ৪ সেপ্টেম্বর রোববার বিকেলে পরিচয় ফুটবল র্টুামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় ব্রঙ্কস ইউনাইটেড সহজেই ২-০ গোলে জ্যাকসন হাইটস স্পোটিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলার দ্বিতীয় অর্ধ্বে গোল দুটি হয়। এরমধ্যে একটি গোল ছিলো পেনাল্টি থেকে। তবে খেলাটি ছিলো উত্তেজনায় পূর্ণ আর উপভোগ্য।
খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি কনসাল জেনারেল শামীম আহমেদ, পরিচয় লীগ ও টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর এবং টাইটেল স্পন্সর সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ লীগ ও টুর্নামেন্ট চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল সহ সংশ্লিষ্টদের হাতে পুরষ্কার/ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পোর্ট কাউন্সিলের সভাপতি মহিউদ্দিন দেওয়ান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল।
ফাইনাল খেলা শুরুর আগে কনসাল জেনালের ও অতিথিবৃন্দ উভয় দলের খেলোয়ারদের সাথে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করেন। এসময় জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র সভাপতি বদরুল হোসেন খান ছাড়াও স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টাবৃন্দ সহ সাবেক ও বর্তমান কর্মকর্তারা মাঠে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্পোর্টস কাউন্সিল আয়োজিত এবারের পরিচয় ফুটবল লীগের শীর্ষ চার দল নিয়ে অনুষ্ঠিত হয় পরিচয় টুর্নামেন্ট। বিগত তিন বছর ধরে অর্থাৎ ২০১৪ সাল থেকে লীগের পাশাপাশি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এবারের লীগে নিউইয়র্কসহ ট্রাইষ্টেটের ৯টি দল অংশ নেয়। দলগুলো হচ্ছে- মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রঙ্কস ইউনাইটেড, ব্রঙ্কস ওয়ারিয়র, ওজনপার্ক এফসি, ব্রাদার্স এলায়েন্স, আইসাব, নিউজার্সী ইউনাইটেড, জ্যাকসন হাইটস স্পোটিং ক্লাব ও সোনার বাংলা।