নতুন বান্ধবীকে নিতে বিমান পাঠালেন নেইমার
- প্রকাশের সময় : ১২:৩৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০১৪
- / ১৩০৩ বার পঠিত
সোরাজা ভুসিলিচ। নেইমারের নতুন বান্ধবীর নাম। সার্বিয়ান এই মডেলের জন্য দেওয়ানা হয়েছেন ব্রাজিলের অধিনায়ক! এখানেই কি তাহলে শেষ? না, নতুন বান্ধবীকে উড়িয়ে আনতে প্রাইভেট বিমান পাঠিয়ে দিয়েছেন নেইমার!
এদিকে, বার্সেলোনার ফরোয়ার্ডের সঙ্গে দেখা করতে অন্য বিমানের টিকিট কেটেছিলেন ভুসিলিচ। কিন্তু সেই টিকিট বাতিল করে দিয়েছেন নেইমার! ব্যক্তিগত বিমানই পাঠিয়েছেন তিনি।
কেনই বা নেইমার বিমান পাঠাবেন নতুন বান্ধবীর জন্য? ফুটবলবিশ্বে এ নিয়ে জল্পনা-কল্পনার মোটেই কমতি নেই। তবে একটি কারণ উল্লেখ করা হয়েছে স্প্যানিশ মিডিয়ায়। মৌসুমের ব্যস্ত সূচিতে একের পর এক ম্যাচ থাকায় কোনো অবসর নেই খেলোয়াড়দের। নেইমারকেও সেই সূচি অনুযায়ী চলতে হয়।
এল ক্লাসিকোর পর কিছুটা বিশ্রাম দেওয়া হয়েছে মেসি ও নেইমারকে। এই ছুটি ভালোভাবে উদযাপন করতেই নাকি অভিনব পদ্ধতি অবলম্বন করলেন নেইমার। আর বার্সেলোনায় ডেকে আনলেন নতুন বান্ধবী সার্বিয়ান মডেল কন্যা সোরাজা ভুসিলিচকে। বাহ, খেলার মতো প্রেমও জ্বলে উঠেছে নেইমারের!