দুই জামাইয়ের পারফরম্যান্সে খুশি শ্বশুর-শাশুড়ি
- প্রকাশের সময় : ০৮:০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০১৫
- / ৬২৮ বার পঠিত
ঢাকা: পাঁচটি বিশ্বকাপে অংশগ্রহণ থাকলেও একটি জায়গায় অপূর্ণতা ছিল বাংলাদেশের। বিশ্বকাপে কোনো বাংলাদেশী ব্যাটসম্যানের সেঞ্চুরি নেই । সেই অপূর্ণতা পূর্ণ করলেন মাহমুদউল্লাহ রিয়াদ । অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাহমুদউল্লাহ তুলে নিলেন অসাধারণ এক সেঞ্চুরি । আর মাহমুদউল্লাহর দিনে হেসে উঠল মুশফিকুর রহিমের ব্যাটও।
মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম দুজনে সতীর্থ কিন্তু তা ছাড়াও আর একটি সম্পর্ক রয়েছে আর সেটি হল দুজনে ভায়রা ভাই । ২০১১ সালের জুনে মাহমুদুউল্লাহ জুটি বেঁধেছেন জান্নাতুল কাউসার মিষ্টির সঙ্গে। গত বছর (২০১৪) আগস্টে মুশফিক আনুষ্ঠানিকভাবে জুটি বেঁধেছেন মিষ্টির ছোট বোন জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে। মিষ্টি-মাহমুদউল্লাহ, মন্ডি-মুশফিকে’র ‘ম’ শব্দের কী দুর্দান্ত দুটো জুটি!
অ্যাডিলেড ওভালে বিশ্বকাপের ৩৩ তম ম্যাচে ইংল্যান্ড বধ মিশনে এই দুই ভায়রা মাঠের কাজটি করে দেখালেন তাদের ব্যাটিং নৈপুন্নে এবং সবাইকে মুগ্ধও করেছে এই জুটি । ইংল্যান্ডের সাথে ম্যাচের শুরুতেই ব্যাটিংয়ে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ দল । আর ঠিক তখনই এই দুই ভায়রা ভাই মিলে একটি লড়াইযোগ্য রানের সংগ্রহ এনে দেন। আর মাহমুদউল্লাহ-মুশফিকের দারুণ পারফরম্যান্সে যারপরনাই খুশি দুজনের শ্বশুর-শাশুড়ি ফজলুর রহমান ভুঁইয়া ও নাজনিন আক্তার! মাহমুদউল্লাহ-মুশফিকের দুর্দান্ত সেই জুটির সময় পৃথিবীর সবচেয়ে গর্বিত শ্বশুর-শাশুড়ি ছিলেন বোধ হয় এ দুজনই! আর দুই জামাইয়ের এমন পারফরম্যান্সে খুশির ঝিলিক শ্বশুর ফজলুর রহমান ও শাশুড়ি নাজনিন আক্তারের চোখেমুখে । শাশুড়ি নাজনিন আক্তার বলেন, দুই জামাইয়ের খেলা সব সময়ই তাদের ভালো লাগে । তারা ভালো খেললেও রতœ, না খেললেও তা-ই ।
তবে মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে বেশ খুশি শ্বশুর ফজলুর রহমান । বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি মাহমুদউল্লাহর। আর এটাই তার শ্বশুরের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি । ফজলুর রহমান বলেন, ‘আমার ধারনা ছিলো বড় জামাইর ভালো সময় আসবে । সে বিশ্বকাপের আগে অনেক পরিশ্রম করেছে । বিশ্বকাপের আগে আমাদের এখানে এলে কিছুই খেত না। অনেক শুকিয়ে গিয়েছিল। কেবল বলত, বিশ্বকাপে যদি ভালো করতে পারি, টানা সাত দিন আপনাদের এখানে ইচ্ছেমতো খাব।’
এছাড়াও শাশুড়ি নাজনিন আক্তার বললেন, মুশফিক সেঞ্চুরি পায়নি, তা নিয়ে আক্ষেপ নেই । দুজনই ভালো খেলেছে, দলে অবদান রেখেছে, এতেই খুশি । মুশফিক ধারাবাহিক ভালো খেলে। মুশফিক দলের জয়ে অবদান রাখতে পেরেছে এতেই খুশি। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকতা ফজলুর রহমান বললেন, ‘আমাদের তো ছেলে নেই । এ দুজনই আমাদের ছেলে । তাদের সাফল্য আমাদের সাফল্য, বাংলাদেশের সাফল্য ।’