নিউইয়র্ক ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

জয় পেলো সোনার বাংলা : খেলা শেষ না করেই মাঠ ছাড়লো ব্রঙ্কস ওয়ারিয়র

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:০৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০১৫
  • / ৭২০ বার পঠিত

নিউইয়র্ক: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি বছরের ফুটবল লীগের চতুর্থ সপ্তাহের খেলায় জয় পেয়ে পূর্ণ পয়েন্ট লাভ করেছে সোনার বাংলা। অপরদিকে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে যুব সংঘ, আইসাব, ব্রাদার্স এলায়েন্স, জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাব, ব্রঙ্কস স্টার ও সন্দ্বীপ স্পোর্টিং ক্লাব। এদিকে রেফারীর একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে সৃষ্ট অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে সোনার বাংলার বিপক্ষে মাঠে নেমে খেলা শেষ না করেই মাঠ ত্যাগ করেছে ব্রঙ্কস ওয়ারিয়র। খেলা চলাকালে অখেলোয়ারী আচরণের জন্য ব্রঙ্কস ওয়ারিয়রের সিরাজ ও রাহুলকে লাল কার্ড প্রদর্শন করা হয়। লীগের ইতিহাসে এই প্রথম একই খেলায় একই দলে দু’জন খেলোয়ার লাল কার্ড পেলেন।
সিটির কুইন্স বরোর নিউ টাউন অ্যাথলেটিক মাঠে ২৪ মে রোববার বিকেলে লীগের চারটি খেলা অনুষ্ঠিত হয়। এদিন তিনটি খেলাই ড্র হয়। অনআন্য সপ্তাহের মতো এদিনও মাঠে ছিলো দর্শক খড়া। স্পোর্টস কাউন্সিলের অনেক কর্মকতাও এদিন মাঠে অনুপস্থিত ছিলেন। দর্শকের অভাব দেখে খেলোয়াররা হতাশা ব্যক্ত করেন।
খেলার সংক্ষিপ্ত বিবরণী: দিনের প্রথম খেলায় যুব সংঘ ও আইসাব এফসি প্রতিদ্বন্দ্বিতা করে। খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেলার প্রথমার্ধে আইসাব ১-০ গোলে এগিয়ে থাকে। এই অর্ধের ১৭ মিনিটের সময় আইসাবের পক্ষে সোহেল গোলটি করেন (১-০)। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে যুব সংঘ মরিয়া হয়ে উঠে এবং খেলার শেষ মূহুর্তে গোল পরিশোধে সমর্থ হয়। এই অর্ধের ৪৭ মিনিটের সময় যুব সংঘের পক্ষে সৈকত গোলটি করেন (১-১)। লীগে গতবারের চ্যাম্পিয়ন যুব সংঘ ভালো খেললেও শেষ পর্যন্ত তাদেরকে পয়েন্ট ভাগাভাগি করতে হয়।
যুব সংঘ: সাইফ, সাবলু, জুবের, সাব্বির, জাহিদ, সোহেল, শরিফ, সাকি, রুমেল, বাবু, আশরাফ। অতিরিক্ত: সাঈদ (এ), অপু, আবিদ, মুরাদ, সামিদ, সাঈদ (এইচ), সুহান, মুরাদ।
আইসাব: পারভেজ, সৈকত, জাকির, হাসান, রহমান, ইমন, সাগর, জীবন, আশরাফ, আসিফ, সানি। অতিরিক্ত: মহিবুর, আমিন, রিমন, তানভীর।
Brothers A-HJ BCদিনের দ্বিতীয় খেলায় ব্রাদার্স এলায়েন্স ও জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। খেলাটিও ১-১ গোলে ড্র হয়। খেলাটি ছিলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষনীয়। এবারের লীগে প্রথম অংশগ্রহণকারী হিসেবে জ্যাকসন হাইটস দল এই খেলায় অপেক্ষাকৃত ভালো খেললেও জয় ছিনিয়ে নিতে পারেনি। খেলার প্রথমার্থের ১০ মিনিটের সময় সময় জ্যাকসন হাইটস গোল করে চমক দেখায়। দলের পক্ষে আরিফ গোলটি করেন। খেলার দ্বিতীয়ার্ধের ২৮ মিনিটের সময় আইসাবের যতিন গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন (১-১)।
ব্রাদার্স এলায়েন্স: আজাদ, আজহার, মনির, কামরুল, সুমন, দেলোয়ার, বিক্কন, অনু, মোহাম্মদ, শিপন। অতিরিক্ত: আরিফ।
Jatin_JH BCজ্যাকসন হাইটস বিসি: মিনহাজ,রায়ান, নাইস, সামিউল, রাসেল, জহির, উদ্দিন, নাজির, সাঈদ, যতিন, আসিক। অতিরিক্ত: অনু।
Bronx Star-Shawndip SCদিনের তৃতীয় খেলায় ব্রঙ্কস স্টার ও সন্দ্বীপ স্পোর্টিং ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। খেলাটি গোল শূন্য ড্র হয়। এই খেলায় ছিলো উত্তেজনা, আক্রমন পাল্টা আক্রমন। খেলায় উভয় দলই একাধিক গোলের সুযোগ নষ্ট করে।
ব্রঙ্কস স্টার: ইমদাদ, কামাল, কামরুল, অয়ন, আবির, হাসান, কামিল, আবু, ইকবাল, রকিব, মাহিন। অতিরিক্ত: নাভিদ, জয়।
সন্দ্বীপ এসসি: বাবুল, হেলাল, রুবেল, আলী, রনি, আনোয়ার, মাসুদ, জামসেদ, মুরাদ, তালিব, করিম। অতিরিক্ত: সাইব, জাহাঙ্গীর, ছোটন, মেহরাজ, অরিক, হারুন, মেহের, দুলাল, ফজলুল।
Sonar Bangla-Bronx Wariorদিনের চতুর্থ ও শেষ খেলায় সোনার বাংলা ও ব্রঙ্কস ওয়ারিয়র প্রতিদ্বন্দ্বিতা করে। খেলার শুরুতেই অর্থাৎ ৪ মিনিটের সময় সংঘদ্ধ আক্রমন থেকে সোনার বাংলার পক্ষে সুরনজিৎ দর্শীয় শটে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১-০)। এরপর ১৮ মিনিটের সময় ব্রঙ্কস ওয়ারিয়রের একটি ফাউল থেকে ফ্রি কিক পায় সোনার বাংলা। এসময় অখেলোয়ারী আচরণের জন্য ব্রঙ্কস ওয়ারিয়রের সিরাজকে রেফারী লাল কার্ড প্রদর্শন করেন। ফ্রি কিক থেকে গোল করেন তাওহিদ (২-০)। খেলার প্রথমার্ধে সোনার বাংলা ২-০ গোলে এগিয়ে থাকে।
Sports-1দ্বিতীয়ার্ধে শুরুতেই গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে ব্রঙ্কস ওয়ারিয়র। খেলার ১০ মিনিটের সময় একটি ফাউলকে কেন্দ্র করে ব্রঙ্কস ওয়ারিয়রের রাহুলকে রেফারী লাল কার্ড প্রদর্শন করলে অপ্রীতিকর পরিস্থির সৃষ্টি হয়। খেলা চলাকালে ব্রঙ্কস ওয়ারিয়রের একজন সমর্থক রেফারী ও স্পোর্টস কাউন্সিলের এক কর্মকর্তাকে লক্ষ্য করে আজে-বাজে মন্তব্য করলে পরিস্থিতি ঘোলাটে হয়। বন্ধ হয়ে যায় খেলা। রেফারী তার সিদ্ধান্তে অটল থাকেন। স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তারাও লীগের বাইলজ মেনে বাকী খেলায় অংশ নেয়ার জন্য ব্রঙ্কস ওয়ারিয়রকে আহ্বান জানান। এরই মাঝে চলতে থাকে বাকবিতন্ডা। সেই সাথে সময় গড়িয়ে যায় প্রায় আধাঘন্টা। শেষ পর্যন্ত কর্মকর্তাদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হলেও ব্রঙ্কস ওয়ারিয়র আর মাঠে ফিরে আসেনি। অবশেষে রেফারী মাঠে উভয় দলের খেলোয়ারদের আমন্ত্রণ জানালে সোনার বাংলা খেলতে আগ্রহী হলেও ব্রঙ্কস ওয়ারিয়র আর মাঠে না আসায় রেফারী শেষ বাঁশী বাজিয়ে মাঠ ত্যাগ করেন এবং ২-০ গোলে জয়ী হয়ে ফিরে সোনার বাংলা।
Suronjit-Towhid_Sonar Banglaসোনার বাংলা: বেলাল, শাহরিয়ার, মুন্না, সুব্রত, অনিক, সুরনজিৎ, তোফায়েল, তানভির, তাসিম, তাওহীদ, রিকো। অতিরিক্ত: নিয়ন, আরজু, আশফাক, মাহাদি, নবীন, ইব্রাহীম, মইন, নাহিদ, নাহিন, মাহাদি আহমেদ।
ব্রঙ্কস ওয়ারিয়র: মিজান, নাবলু, সিরাজ, হাফিজ, আরিফ, নাসির, শাহেদ, সুমন, ওয়াহিদ, আজমির, সাঈদ। অতিরিক্ত: রাহুল, রেমন, জুম্মন, আকবর, সাইব, আলমগীর, স্যাম।
Sports-2রোববার খেলার দিন মাঠে স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তাদের মধ্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল সহ অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ওয়াহিদ কাজী এলিন, জাকির হোসেন, আবু তাহির আসাদ, জহির উদ্দিন জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরবর্তী খেলা: আগামী ৩১ মে রোববার একই মাঠে লীগের আরো চারটি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম খেলায় সোনার বাংলা ও ব্রঙ্কস ইউনাইটেড, দ্বিতীয় খেলায় ব্রঙ্কস ওয়ারিয়র ও ব্রাদার্স এলায়েন্স, তৃতীয় খেলায় আইসাব এফসি ও জ্যাকসন হাইটস বিসি এবং চতুর্থ খেলায় ওজনপার্ক এফসি ও যুব সংঘ একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

জয় পেলো সোনার বাংলা : খেলা শেষ না করেই মাঠ ছাড়লো ব্রঙ্কস ওয়ারিয়র

প্রকাশের সময় : ০৪:০৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০১৫

নিউইয়র্ক: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি বছরের ফুটবল লীগের চতুর্থ সপ্তাহের খেলায় জয় পেয়ে পূর্ণ পয়েন্ট লাভ করেছে সোনার বাংলা। অপরদিকে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে যুব সংঘ, আইসাব, ব্রাদার্স এলায়েন্স, জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাব, ব্রঙ্কস স্টার ও সন্দ্বীপ স্পোর্টিং ক্লাব। এদিকে রেফারীর একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে সৃষ্ট অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে সোনার বাংলার বিপক্ষে মাঠে নেমে খেলা শেষ না করেই মাঠ ত্যাগ করেছে ব্রঙ্কস ওয়ারিয়র। খেলা চলাকালে অখেলোয়ারী আচরণের জন্য ব্রঙ্কস ওয়ারিয়রের সিরাজ ও রাহুলকে লাল কার্ড প্রদর্শন করা হয়। লীগের ইতিহাসে এই প্রথম একই খেলায় একই দলে দু’জন খেলোয়ার লাল কার্ড পেলেন।
সিটির কুইন্স বরোর নিউ টাউন অ্যাথলেটিক মাঠে ২৪ মে রোববার বিকেলে লীগের চারটি খেলা অনুষ্ঠিত হয়। এদিন তিনটি খেলাই ড্র হয়। অনআন্য সপ্তাহের মতো এদিনও মাঠে ছিলো দর্শক খড়া। স্পোর্টস কাউন্সিলের অনেক কর্মকতাও এদিন মাঠে অনুপস্থিত ছিলেন। দর্শকের অভাব দেখে খেলোয়াররা হতাশা ব্যক্ত করেন।
খেলার সংক্ষিপ্ত বিবরণী: দিনের প্রথম খেলায় যুব সংঘ ও আইসাব এফসি প্রতিদ্বন্দ্বিতা করে। খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেলার প্রথমার্ধে আইসাব ১-০ গোলে এগিয়ে থাকে। এই অর্ধের ১৭ মিনিটের সময় আইসাবের পক্ষে সোহেল গোলটি করেন (১-০)। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে যুব সংঘ মরিয়া হয়ে উঠে এবং খেলার শেষ মূহুর্তে গোল পরিশোধে সমর্থ হয়। এই অর্ধের ৪৭ মিনিটের সময় যুব সংঘের পক্ষে সৈকত গোলটি করেন (১-১)। লীগে গতবারের চ্যাম্পিয়ন যুব সংঘ ভালো খেললেও শেষ পর্যন্ত তাদেরকে পয়েন্ট ভাগাভাগি করতে হয়।
যুব সংঘ: সাইফ, সাবলু, জুবের, সাব্বির, জাহিদ, সোহেল, শরিফ, সাকি, রুমেল, বাবু, আশরাফ। অতিরিক্ত: সাঈদ (এ), অপু, আবিদ, মুরাদ, সামিদ, সাঈদ (এইচ), সুহান, মুরাদ।
আইসাব: পারভেজ, সৈকত, জাকির, হাসান, রহমান, ইমন, সাগর, জীবন, আশরাফ, আসিফ, সানি। অতিরিক্ত: মহিবুর, আমিন, রিমন, তানভীর।
Brothers A-HJ BCদিনের দ্বিতীয় খেলায় ব্রাদার্স এলায়েন্স ও জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। খেলাটিও ১-১ গোলে ড্র হয়। খেলাটি ছিলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষনীয়। এবারের লীগে প্রথম অংশগ্রহণকারী হিসেবে জ্যাকসন হাইটস দল এই খেলায় অপেক্ষাকৃত ভালো খেললেও জয় ছিনিয়ে নিতে পারেনি। খেলার প্রথমার্থের ১০ মিনিটের সময় সময় জ্যাকসন হাইটস গোল করে চমক দেখায়। দলের পক্ষে আরিফ গোলটি করেন। খেলার দ্বিতীয়ার্ধের ২৮ মিনিটের সময় আইসাবের যতিন গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন (১-১)।
ব্রাদার্স এলায়েন্স: আজাদ, আজহার, মনির, কামরুল, সুমন, দেলোয়ার, বিক্কন, অনু, মোহাম্মদ, শিপন। অতিরিক্ত: আরিফ।
Jatin_JH BCজ্যাকসন হাইটস বিসি: মিনহাজ,রায়ান, নাইস, সামিউল, রাসেল, জহির, উদ্দিন, নাজির, সাঈদ, যতিন, আসিক। অতিরিক্ত: অনু।
Bronx Star-Shawndip SCদিনের তৃতীয় খেলায় ব্রঙ্কস স্টার ও সন্দ্বীপ স্পোর্টিং ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। খেলাটি গোল শূন্য ড্র হয়। এই খেলায় ছিলো উত্তেজনা, আক্রমন পাল্টা আক্রমন। খেলায় উভয় দলই একাধিক গোলের সুযোগ নষ্ট করে।
ব্রঙ্কস স্টার: ইমদাদ, কামাল, কামরুল, অয়ন, আবির, হাসান, কামিল, আবু, ইকবাল, রকিব, মাহিন। অতিরিক্ত: নাভিদ, জয়।
সন্দ্বীপ এসসি: বাবুল, হেলাল, রুবেল, আলী, রনি, আনোয়ার, মাসুদ, জামসেদ, মুরাদ, তালিব, করিম। অতিরিক্ত: সাইব, জাহাঙ্গীর, ছোটন, মেহরাজ, অরিক, হারুন, মেহের, দুলাল, ফজলুল।
Sonar Bangla-Bronx Wariorদিনের চতুর্থ ও শেষ খেলায় সোনার বাংলা ও ব্রঙ্কস ওয়ারিয়র প্রতিদ্বন্দ্বিতা করে। খেলার শুরুতেই অর্থাৎ ৪ মিনিটের সময় সংঘদ্ধ আক্রমন থেকে সোনার বাংলার পক্ষে সুরনজিৎ দর্শীয় শটে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১-০)। এরপর ১৮ মিনিটের সময় ব্রঙ্কস ওয়ারিয়রের একটি ফাউল থেকে ফ্রি কিক পায় সোনার বাংলা। এসময় অখেলোয়ারী আচরণের জন্য ব্রঙ্কস ওয়ারিয়রের সিরাজকে রেফারী লাল কার্ড প্রদর্শন করেন। ফ্রি কিক থেকে গোল করেন তাওহিদ (২-০)। খেলার প্রথমার্ধে সোনার বাংলা ২-০ গোলে এগিয়ে থাকে।
Sports-1দ্বিতীয়ার্ধে শুরুতেই গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে ব্রঙ্কস ওয়ারিয়র। খেলার ১০ মিনিটের সময় একটি ফাউলকে কেন্দ্র করে ব্রঙ্কস ওয়ারিয়রের রাহুলকে রেফারী লাল কার্ড প্রদর্শন করলে অপ্রীতিকর পরিস্থির সৃষ্টি হয়। খেলা চলাকালে ব্রঙ্কস ওয়ারিয়রের একজন সমর্থক রেফারী ও স্পোর্টস কাউন্সিলের এক কর্মকর্তাকে লক্ষ্য করে আজে-বাজে মন্তব্য করলে পরিস্থিতি ঘোলাটে হয়। বন্ধ হয়ে যায় খেলা। রেফারী তার সিদ্ধান্তে অটল থাকেন। স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তারাও লীগের বাইলজ মেনে বাকী খেলায় অংশ নেয়ার জন্য ব্রঙ্কস ওয়ারিয়রকে আহ্বান জানান। এরই মাঝে চলতে থাকে বাকবিতন্ডা। সেই সাথে সময় গড়িয়ে যায় প্রায় আধাঘন্টা। শেষ পর্যন্ত কর্মকর্তাদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হলেও ব্রঙ্কস ওয়ারিয়র আর মাঠে ফিরে আসেনি। অবশেষে রেফারী মাঠে উভয় দলের খেলোয়ারদের আমন্ত্রণ জানালে সোনার বাংলা খেলতে আগ্রহী হলেও ব্রঙ্কস ওয়ারিয়র আর মাঠে না আসায় রেফারী শেষ বাঁশী বাজিয়ে মাঠ ত্যাগ করেন এবং ২-০ গোলে জয়ী হয়ে ফিরে সোনার বাংলা।
Suronjit-Towhid_Sonar Banglaসোনার বাংলা: বেলাল, শাহরিয়ার, মুন্না, সুব্রত, অনিক, সুরনজিৎ, তোফায়েল, তানভির, তাসিম, তাওহীদ, রিকো। অতিরিক্ত: নিয়ন, আরজু, আশফাক, মাহাদি, নবীন, ইব্রাহীম, মইন, নাহিদ, নাহিন, মাহাদি আহমেদ।
ব্রঙ্কস ওয়ারিয়র: মিজান, নাবলু, সিরাজ, হাফিজ, আরিফ, নাসির, শাহেদ, সুমন, ওয়াহিদ, আজমির, সাঈদ। অতিরিক্ত: রাহুল, রেমন, জুম্মন, আকবর, সাইব, আলমগীর, স্যাম।
Sports-2রোববার খেলার দিন মাঠে স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তাদের মধ্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল সহ অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ওয়াহিদ কাজী এলিন, জাকির হোসেন, আবু তাহির আসাদ, জহির উদ্দিন জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরবর্তী খেলা: আগামী ৩১ মে রোববার একই মাঠে লীগের আরো চারটি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম খেলায় সোনার বাংলা ও ব্রঙ্কস ইউনাইটেড, দ্বিতীয় খেলায় ব্রঙ্কস ওয়ারিয়র ও ব্রাদার্স এলায়েন্স, তৃতীয় খেলায় আইসাব এফসি ও জ্যাকসন হাইটস বিসি এবং চতুর্থ খেলায় ওজনপার্ক এফসি ও যুব সংঘ একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।