নিউইয়র্ক ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

জ্যাকসন হাইটস, ব্রঙ্কস, আইসাব ও ওজনপার্কের জয়লাভ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:১৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০১৬
  • / ৮৩২ বার পঠিত

নিউইয়র্ক: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ‘পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট’-এর দ্বিতীয় সপ্তাহের খেলায় ১ মে রোববার জ্যাকসন হাইটস, ব্রঙ্কস, আইসাব ও ওজনপার্কের জয়লাভ করেছে। এদিন বৃষ্টিভেজা মাঠে চারটি খেলা অনুষ্ঠিত হয়। খেলাগুলোতে জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব ১-০ গোলে সোনার বাংলা-কে, ব্রঙ্কস ওয়ারিয়র ৩-১ গোলে ব্রাদার্স এলায়েন্স-কে, আইসাব ৫-০ গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাব-কে এবং ওজনপার্ক এফসি ৪-১ গোলে ব্রঙ্কস ইউনাইটেড-কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে।
পরিচয় ফুটবল লীগের দ্বিতীয় সপ্তাহের খেলায় স্পোর্টস কাউন্সিলের উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল সহ আনোয়ার হোসাইন, জুয়েল আহমেদ, ওয়াহিদ কাজী এলিন, সাইকুল ইসলাম, মফিজুল ইসলাম রুমী, মোহাম্মদ সাদী মিন্টু, মোহাম্মদ জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে খেলার দিন বৃষ্টি থাকায় মাঠে দর্শক-শ্রোতার উপস্থিতি ছিলো কম। খবর ইউএনএ’র।
খেলার সংক্ষিপ্ত বিবরণ: দিনের প্রথম খেলায় জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব ১-০ গোলে সোনার বাংলা-কে পরাজিত করে। বৃষ্টির মধ্যে অনুষ্ঠিত খেলাটি ছিলো আকর্ষনীয় ও উত্তজনা পূর্ণ। খেলার প্রথমার্ধের ২৪ মিনিটের সময় বিজয়ী দলের পক্ষে তোফায়েল জয়সূচক গোলটি করেন। খেলার দ্বিতীয়ার্ধে জ্যাকসন হাইটস জয় ধরে রাখার জন্য মরিয়া হয়ে উঠে। অপরদিকে সোনার বাংলা গোল পরিশোধের চেষ্টা করেও ব্যর্থ হয়। ফলে শেষ পর্যন্ত খেলাটি ১-০ গোলে শেষ হয়। উল্লেখ্য, খেলার শুরুতে ‘সুপারহিউম্যান’ বাংলাদেশী ম্যাক ইউরি বজ্রমনি অতিথি হিসেবে মাঠে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন।
Brothars Allance & bronx Warior-1দিনের দ্বিতীয় খেলায় ব্রঙ্কস ওয়ারিয়র ৩-১ গোলে ব্রাদার্স এলায়েন্স-কে পরাজিত করে জয় ছিনিয়ে নেয়। খেলার প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে তিনটি গোল হয়। প্রথমার্ধের ২৫ মিনিটের সময় রকি প্রথম গোল করে ব্রঙ্কস ওয়ারিয়রকে এগিয়ে নিয়ে যায় (১-০)। এরপর দ্বিতীয়ার্ধের ৪০ মিনিটের সময় বিজয়ী দলের মাহিন আরো একটি গোল করে (২-০)। এই অর্ধের ৪৫ মিনিটের সময় ব্রাদার্স এলায়েন্সর পক্ষে সিজার গোল করেন (২-১)। পরবর্তীতে খেলার শেষ মূহুর্তে অর্থাৎ ৪৬ মিনিটের সময় বিজয়ী দলের লেমন গোল করে ব্রঙ্কস ওয়ারিয়রের জয় সুনিশ্চিত করেন (৩-১)।
Isab & Mohamedan-1দিনের তৃতীয় খেলায় আইসাব সহজেই ৫-০ গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাব-কে পরাজিত করে জয় ছিনিয়ে নেয়। খেলার প্রথমার্ধের ৭ মিনিটের সময় ওয়ালী প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১-০)। এরপর এই অর্ধের ১৪ মিনিটের সময় ফারাজি দ্বিতীয় গোল করে (২-০)। খেলার দ্বিতীয়ার্ধের ৪০ মিনিটের সময় ওয়ালী দলের পক্ষে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল (৩-০) এবং খেলার শেষ মূহুর্তে অর্থাৎ ৪৫ মিনিটের সময় সজিব (৪-০) এবং শেষ মুহুর্তে মুন্না আরো একটি গোল করেন (৫-০)।
দিনের চতুর্থ ও শেষ খেলায় ওজনপার্ক এফসি ৪-১ গোলে ব্রঙ্কস ইউনাইটেড-কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। খেলার প্রথমার্ধের শুরুতেই অর্থাৎ ৫ মিনিটের সময় ওজনপার্কের স্টাইকার সুহেল প্রথম গোল করেন (১-০)। এরপর সংঘবদ্ধ আক্রমণ থেকে খেলার ১৫ মিনিটের সময় আশরাফ বিজয়ী দলের পক্ষে দ্বিতীয় গোল করেন (২-০)। খেলার ১৭ মিনিটের সময় একটি ফাউলের ঘটনায় ব্রঙ্কস ইউনাইটেড পেনাল্টি লাভ করে। দলের পক্ষে রুহেল পেনাল্টি কিক করে গোল করেন (২-১)। পরবর্তীতে খেলার ৩৫ মিনিটের সময় ওজনপার্কের আরেক কৃতি খেলোয়ার বাবলু গোল করে ওজনপার্কের জয়কে এগিয়ে নিয়ে যান (৩-১)। এরপর ৪১ মিনিটের সময় বিজয়ী দলের আশরাফ আরো একটি গোল করেন (৪-১)।
আগামী সপ্তাহের খেলা: আগামী ৮ মে রোববার একই মাঠে ‘পরিচয় ফুটবল লীগ’-এর চারটি খেলা অনুষ্ঠিত হবে। বিকেল সোয়া তিনটায় প্রথম খেলায় আইসাব ও নিউজার্সী ইউনাইটেড, বিকেল সোয়া চারটার দ্বিতীয় খেলায় সোনার বাংলা ও ওজনপার্ক এফসি, বিকেল সোয়া পাঁচটার তৃতীয় খেলায় মোহামেডান স্পোটিং ক্লাব ও ব্রঙ্কস ওয়ারিয়র এবং সন্ধ্যা সোয়া ছয়টার চতুর্থ খেলায় ব্রঙ্কস ইউনাইটেড এবং ব্রাদার্স এলায়েন্স একে-অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

জ্যাকসন হাইটস, ব্রঙ্কস, আইসাব ও ওজনপার্কের জয়লাভ

প্রকাশের সময় : ০৩:১৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০১৬

নিউইয়র্ক: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ‘পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট’-এর দ্বিতীয় সপ্তাহের খেলায় ১ মে রোববার জ্যাকসন হাইটস, ব্রঙ্কস, আইসাব ও ওজনপার্কের জয়লাভ করেছে। এদিন বৃষ্টিভেজা মাঠে চারটি খেলা অনুষ্ঠিত হয়। খেলাগুলোতে জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব ১-০ গোলে সোনার বাংলা-কে, ব্রঙ্কস ওয়ারিয়র ৩-১ গোলে ব্রাদার্স এলায়েন্স-কে, আইসাব ৫-০ গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাব-কে এবং ওজনপার্ক এফসি ৪-১ গোলে ব্রঙ্কস ইউনাইটেড-কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে।
পরিচয় ফুটবল লীগের দ্বিতীয় সপ্তাহের খেলায় স্পোর্টস কাউন্সিলের উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল সহ আনোয়ার হোসাইন, জুয়েল আহমেদ, ওয়াহিদ কাজী এলিন, সাইকুল ইসলাম, মফিজুল ইসলাম রুমী, মোহাম্মদ সাদী মিন্টু, মোহাম্মদ জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে খেলার দিন বৃষ্টি থাকায় মাঠে দর্শক-শ্রোতার উপস্থিতি ছিলো কম। খবর ইউএনএ’র।
খেলার সংক্ষিপ্ত বিবরণ: দিনের প্রথম খেলায় জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব ১-০ গোলে সোনার বাংলা-কে পরাজিত করে। বৃষ্টির মধ্যে অনুষ্ঠিত খেলাটি ছিলো আকর্ষনীয় ও উত্তজনা পূর্ণ। খেলার প্রথমার্ধের ২৪ মিনিটের সময় বিজয়ী দলের পক্ষে তোফায়েল জয়সূচক গোলটি করেন। খেলার দ্বিতীয়ার্ধে জ্যাকসন হাইটস জয় ধরে রাখার জন্য মরিয়া হয়ে উঠে। অপরদিকে সোনার বাংলা গোল পরিশোধের চেষ্টা করেও ব্যর্থ হয়। ফলে শেষ পর্যন্ত খেলাটি ১-০ গোলে শেষ হয়। উল্লেখ্য, খেলার শুরুতে ‘সুপারহিউম্যান’ বাংলাদেশী ম্যাক ইউরি বজ্রমনি অতিথি হিসেবে মাঠে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন।
Brothars Allance & bronx Warior-1দিনের দ্বিতীয় খেলায় ব্রঙ্কস ওয়ারিয়র ৩-১ গোলে ব্রাদার্স এলায়েন্স-কে পরাজিত করে জয় ছিনিয়ে নেয়। খেলার প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে তিনটি গোল হয়। প্রথমার্ধের ২৫ মিনিটের সময় রকি প্রথম গোল করে ব্রঙ্কস ওয়ারিয়রকে এগিয়ে নিয়ে যায় (১-০)। এরপর দ্বিতীয়ার্ধের ৪০ মিনিটের সময় বিজয়ী দলের মাহিন আরো একটি গোল করে (২-০)। এই অর্ধের ৪৫ মিনিটের সময় ব্রাদার্স এলায়েন্সর পক্ষে সিজার গোল করেন (২-১)। পরবর্তীতে খেলার শেষ মূহুর্তে অর্থাৎ ৪৬ মিনিটের সময় বিজয়ী দলের লেমন গোল করে ব্রঙ্কস ওয়ারিয়রের জয় সুনিশ্চিত করেন (৩-১)।
Isab & Mohamedan-1দিনের তৃতীয় খেলায় আইসাব সহজেই ৫-০ গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাব-কে পরাজিত করে জয় ছিনিয়ে নেয়। খেলার প্রথমার্ধের ৭ মিনিটের সময় ওয়ালী প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১-০)। এরপর এই অর্ধের ১৪ মিনিটের সময় ফারাজি দ্বিতীয় গোল করে (২-০)। খেলার দ্বিতীয়ার্ধের ৪০ মিনিটের সময় ওয়ালী দলের পক্ষে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল (৩-০) এবং খেলার শেষ মূহুর্তে অর্থাৎ ৪৫ মিনিটের সময় সজিব (৪-০) এবং শেষ মুহুর্তে মুন্না আরো একটি গোল করেন (৫-০)।
দিনের চতুর্থ ও শেষ খেলায় ওজনপার্ক এফসি ৪-১ গোলে ব্রঙ্কস ইউনাইটেড-কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। খেলার প্রথমার্ধের শুরুতেই অর্থাৎ ৫ মিনিটের সময় ওজনপার্কের স্টাইকার সুহেল প্রথম গোল করেন (১-০)। এরপর সংঘবদ্ধ আক্রমণ থেকে খেলার ১৫ মিনিটের সময় আশরাফ বিজয়ী দলের পক্ষে দ্বিতীয় গোল করেন (২-০)। খেলার ১৭ মিনিটের সময় একটি ফাউলের ঘটনায় ব্রঙ্কস ইউনাইটেড পেনাল্টি লাভ করে। দলের পক্ষে রুহেল পেনাল্টি কিক করে গোল করেন (২-১)। পরবর্তীতে খেলার ৩৫ মিনিটের সময় ওজনপার্কের আরেক কৃতি খেলোয়ার বাবলু গোল করে ওজনপার্কের জয়কে এগিয়ে নিয়ে যান (৩-১)। এরপর ৪১ মিনিটের সময় বিজয়ী দলের আশরাফ আরো একটি গোল করেন (৪-১)।
আগামী সপ্তাহের খেলা: আগামী ৮ মে রোববার একই মাঠে ‘পরিচয় ফুটবল লীগ’-এর চারটি খেলা অনুষ্ঠিত হবে। বিকেল সোয়া তিনটায় প্রথম খেলায় আইসাব ও নিউজার্সী ইউনাইটেড, বিকেল সোয়া চারটার দ্বিতীয় খেলায় সোনার বাংলা ও ওজনপার্ক এফসি, বিকেল সোয়া পাঁচটার তৃতীয় খেলায় মোহামেডান স্পোটিং ক্লাব ও ব্রঙ্কস ওয়ারিয়র এবং সন্ধ্যা সোয়া ছয়টার চতুর্থ খেলায় ব্রঙ্কস ইউনাইটেড এবং ব্রাদার্স এলায়েন্স একে-অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।