নিউইয়র্ক ০৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ওজনপার্ক এফসি, যুব সংঘ ও ব্রঙ্কস স্টার জয়ী : সন্দ্বীপ-আইসাবের পয়েন্ট ভাগাভাগী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:৫৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০১৫
  • / ৭৬৩ বার পঠিত

নিউইয়র্ক: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি বছরের ফুটবল লীগের ষষ্ঠ সপ্তাহের খেলায় ওজনপার্ক এফসি, যুব সংঘ ও ব্রঙ্কস স্টার জয়লাভ করে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে। অপরদিকে সন্দ্বীপ এসসি ও আইসাব এফসি পয়েন্ট ভাগাভাগি করেছে । খবর ইউএনএ’র।
কুইন্স বরোর নিউ টাউন অ্যাথলেটিক মাঠে ৭ জুন রোববার বিকেলে লীগের চারটি খেলা অনুষ্ঠিত হয়। এদিনের সকল খেলাই ছিলো আকর্ষনীয়। দিনের প্রথম খেলায় ওজনপার্ক এফসি ও ব্রঙ্কস ওয়ারিয়র একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই খেলার প্রথমার্ধের ২০ মিনিটের সময় ওজনপার্কের পক্ষে রাহি একমাত্র গোলটি করেন। খেলার উভয় দল একাধিক গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি।
দিনের দ্বিতীয় খেলায় সন্দ্বীপ এসসি ও আইসাব এফসি প্রতিদ্বন্দ্বিতা করে। খেলাটি গোলশূন্য ড্র হয়। এই খেলায়ও ছিলো আক্রমন পাল্টা আক্রমন। উভয়ার্ধে দল দু’টি একাধিক গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়।
Bablu_Jubo Shanghoদিনের তৃতীয় খেলায় যুব সংঘ ও সোনার বাংলা প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় যুব সংঘ ১-০ গোলে জয়লাভ করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। খেলার প্রথমার্ধ ছিলো গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটের সময় বিজয়ী দলের পক্ষে কৃতি খেলোয়ার বাবলু একমাত্র গোলটি করেন। এদিন তুলনামূলকভাবে যুব সংঘ ভালো খেলে জয় ছিনিয়ে নিলেও সোনার বাংলা দাপটের সাথে খেলেই পরাজয় মেনে নেয়।
দিনের চতুর্থ ও শেষ খেলায় ব্রঙ্কস স্টার ১-০ গোলে ব্রঙ্কস ইউনাইটেডকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। খেলার প্রথমার্ধেই আক্রমন চালিয়ে খেলে ব্রঙ্কস স্টার। এই আক্রমনের ধারাবাহিকতায় এই অর্ধের ১৩ মিনিটের মাথায় দলের পক্ষে একমাত্র গোলটি করেন সৈকত। পররবর্তীতে ব্রঙ্কস ইউনাইটেড গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে উঠলেও কোন গোল করতে পারেনি।
আগামী ১৪ জুন রোববার একই মাঠে লীগের আরো তিনটি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম খেলায় যুব সংঘ ও জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাব, দ্বিতীয় খেলায় সোনার বাংলা ও ব্রাদার্স এলায়েন্স এবং তৃতীয় খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ও আইসাব এফসি একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

ওজনপার্ক এফসি, যুব সংঘ ও ব্রঙ্কস স্টার জয়ী : সন্দ্বীপ-আইসাবের পয়েন্ট ভাগাভাগী

প্রকাশের সময় : ০২:৫৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০১৫

নিউইয়র্ক: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি বছরের ফুটবল লীগের ষষ্ঠ সপ্তাহের খেলায় ওজনপার্ক এফসি, যুব সংঘ ও ব্রঙ্কস স্টার জয়লাভ করে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে। অপরদিকে সন্দ্বীপ এসসি ও আইসাব এফসি পয়েন্ট ভাগাভাগি করেছে । খবর ইউএনএ’র।
কুইন্স বরোর নিউ টাউন অ্যাথলেটিক মাঠে ৭ জুন রোববার বিকেলে লীগের চারটি খেলা অনুষ্ঠিত হয়। এদিনের সকল খেলাই ছিলো আকর্ষনীয়। দিনের প্রথম খেলায় ওজনপার্ক এফসি ও ব্রঙ্কস ওয়ারিয়র একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই খেলার প্রথমার্ধের ২০ মিনিটের সময় ওজনপার্কের পক্ষে রাহি একমাত্র গোলটি করেন। খেলার উভয় দল একাধিক গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি।
দিনের দ্বিতীয় খেলায় সন্দ্বীপ এসসি ও আইসাব এফসি প্রতিদ্বন্দ্বিতা করে। খেলাটি গোলশূন্য ড্র হয়। এই খেলায়ও ছিলো আক্রমন পাল্টা আক্রমন। উভয়ার্ধে দল দু’টি একাধিক গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়।
Bablu_Jubo Shanghoদিনের তৃতীয় খেলায় যুব সংঘ ও সোনার বাংলা প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় যুব সংঘ ১-০ গোলে জয়লাভ করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। খেলার প্রথমার্ধ ছিলো গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটের সময় বিজয়ী দলের পক্ষে কৃতি খেলোয়ার বাবলু একমাত্র গোলটি করেন। এদিন তুলনামূলকভাবে যুব সংঘ ভালো খেলে জয় ছিনিয়ে নিলেও সোনার বাংলা দাপটের সাথে খেলেই পরাজয় মেনে নেয়।
দিনের চতুর্থ ও শেষ খেলায় ব্রঙ্কস স্টার ১-০ গোলে ব্রঙ্কস ইউনাইটেডকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। খেলার প্রথমার্ধেই আক্রমন চালিয়ে খেলে ব্রঙ্কস স্টার। এই আক্রমনের ধারাবাহিকতায় এই অর্ধের ১৩ মিনিটের মাথায় দলের পক্ষে একমাত্র গোলটি করেন সৈকত। পররবর্তীতে ব্রঙ্কস ইউনাইটেড গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে উঠলেও কোন গোল করতে পারেনি।
আগামী ১৪ জুন রোববার একই মাঠে লীগের আরো তিনটি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম খেলায় যুব সংঘ ও জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাব, দ্বিতীয় খেলায় সোনার বাংলা ও ব্রাদার্স এলায়েন্স এবং তৃতীয় খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ও আইসাব এফসি একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।