নিউইয়র্ক ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আইসাব, ব্রঙ্কস ও ওজনপার্কের জয়লাভ ॥ নিউজার্সীর ওয়াক ওভার লাভ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:৫৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০১৬
  • / ৮৯৩ বার পঠিত

নিউইয়র্ক: পবিত্র রমজান ও ঈদুল ফিতরের বিরতির পর ‘পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৬ আবার মাঠে গড়িয়েছে। বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ‘পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট’-এর সপ্তম সপ্তাহের খেলায় ১৭ জুলাই রোববার আইসাব, ব্রঙ্কস ইউনাইটেড এবং ওজনপার্ক এফসি জয়লাভ করেছে। অপরদিকে নিউজার্সী ইউনাইটেড ওয়াক ওভার পেয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে। সিটির এলমহার্সস্থ নিউ টাউন অ্যাথলেটিক মাঠে এদিন লীগের তিনটি খেলা অনুষ্ঠিত হয়। খেলাগুলোতে আইসাব ৪-২ গোলে বাংলাদেশ ব্রাদার্স এলায়েন্সকে, ব্রঙ্কস ইউনাইটেড ৬-০ গোলে ব্রঙ্কস ওয়ারিয়রকে আর ওজনপার্ক এফসি ২-১ গোলে জ্যাকসন হাইটস ক্লাবকে পরাজিত করে স্ব স্ব খেলায় পূর্ণ পয়েন্ট অর্জন করে। অপরদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াররা মাঠে উপস্থিত না হওয়ায় মোহামেডানের বিপক্ষে নিউজার্সী ইউনাইটেড ওয়াক ওভার লাভ করে। উল্লেখ্য, পবিত্র রজমান মাস উপলক্ষে ‘পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট’র খেলা ছয় সপ্তাহ বন্ধ ছিলো। খবর ইউএনএ’র।
Parichoy Football League Logoখেলার সংক্ষিপ্ত বিবরণ: দিনের প্রথম খেলা ছিলো মোহামেডান স্পোর্টিং ক্লাব ও নিউজার্সী ইউনাইটেড দলের মধ্যে। কিন্তুু মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়ারা মাঠে উপস্থিত না হওয়ায় লীগ ও টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী মোহামেডানের বিপক্ষে নিউজার্সী ইউনাইটেড ওয়াক ওভার লাভ করে পূর্ণ দুই পয়েন্ট লাভ করে।
Parichoy Football League-2দিনের দ্বিতীয় খেলায় আইসাব ও বাংলাদেশ ব্রাদার্স অ্যালায়েন্স একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় আইসাব ৪-২ গোলে ব্রাদার্সকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। খেলার প্রথমার্ধে চারটি এবং দ্বিতীয়ার্ধে আরো দু’টি গোল হয়। প্রথমার্ধের খেলায় আইসাব দু’টি ও ব্রাদার্স দু’টি গোল করে সমতায় ছিলো। এই অর্ধের ১৮ মিনিটের সময় আইসাব’র মোমেন প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১০)। এর কিছুক্ষণ পর আইসাব’র পক্ষে জে রহমান দ্বিতীয় গোল করেন (২-০)। দু’ গোল খেয়ে তা পরিশোধের জন্য ব্রাদার্সের খেলোয়ারা মরিয়া উঠেন এবং খেলার ২৩/২৪ মিনিটেই দুই গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। এই সময় ব্রাদার্সের পক্ষে দেলোয়ার পরপর দু’টি গোল করেন (২-২)। খেলার দ্বিতীয়ার্ধে আইসাব জয়ের জন্য মরিয়া হয়ে উঠে। এই অর্ধের ৪০ মিনিটের সময় আইসাব’র পক্ষে জে রহমান গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (৩-২)। এরপর ৪২ মিনিটের সময় বিজয়ী আইসাব’র পক্ষে সৌরভ দলের পক্ষে আরো একটি গোল করে জয় সুনিশ্চিত করেন (৪-২)।
Parichoy Football League-4দিনের তৃতীয় খেলায় ব্রঙ্কস ইউনাইটেড সহজেই ব্রঙ্কস ওয়ারিয়রকে ৬-০ গোলে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। বিজয়ী দলের পক্ষে খেলার শুরুতেই অর্থাৎ এক মিনিটের মাথায় সিদ্দিক প্রথম গোল করেন (১-০)। এরপর খেলার ১০ মিনিটের সময় জামি (২-০), ১৫ মিনিটের সময় মারুফ (৩-০), ২০ মিনিটের সময় সামি (৪-০), ৪০ মিনিটের সময় সামি (৫-০) এবং ৪৫ মিনিটের সময় সামি আরো একটি গোল করেন (৬-০)। নি:ষ্প্রাণ এই খেলায় ব্রঙ্কস ইউনাইটেডের এক চেটিয়া প্রাধান্য ছিলো।
Ozon Park & JH Club-2দিনের শেষ ও চতুর্থ খেলায় শক্তিশালী ওজনপার্ক এফসি ২-১ গোলে লীগের নতুন শক্তিশালী দল জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেপূর্ণ পয়েন্ট ছিনিয়ে নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলার প্রথমার্ধের ৬ মিনিটের সময় ওজনপার্কের কৃতি খেলোয়ার বাবলু প্রথম গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। খেলার ২৭ মিনিটের সময় জ্যাকসন হাইটস ক্লাবের তোফায়েল গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন (১-১)। খেলায় ছিলো আক্রমণ পাল্টা আক্রমন। ফলে জমে উঠে খেলা। খেলার দ্বিতীয়ার্ধের শেষ মুহুর্তে অর্থাৎ ৪৩ মিনিটের সময় ওজনপার্কের রাহি জয়সূচক গোলটি করেন (২-১)। তবে উভয় দল খেলায় একাধিক গোলের সুযোগ নষ্ট করে।
BDSC Officialsপরবর্তী খেলা: আগামী ২৪ জুলাই রোববার একই মাঠে একই সময়ে লীগের পরবর্তী আরো তিনটি খেলা অনুষ্ঠিত হবে। ঐদিন বিকেল সোয়া তিনটায় আইসাব ও ব্রঙ্কস ওয়ারিয়র, বিকেল সোয়া চারটায় ব্রঙ্কস ইউনাইটেড ও নিউজার্সী ইউনাইটেড এবং বিকেল সোয়া পাঁচটায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ওজনপার্ক এফসি একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

আইসাব, ব্রঙ্কস ও ওজনপার্কের জয়লাভ ॥ নিউজার্সীর ওয়াক ওভার লাভ

প্রকাশের সময় : ০৩:৫৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০১৬

নিউইয়র্ক: পবিত্র রমজান ও ঈদুল ফিতরের বিরতির পর ‘পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৬ আবার মাঠে গড়িয়েছে। বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ‘পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট’-এর সপ্তম সপ্তাহের খেলায় ১৭ জুলাই রোববার আইসাব, ব্রঙ্কস ইউনাইটেড এবং ওজনপার্ক এফসি জয়লাভ করেছে। অপরদিকে নিউজার্সী ইউনাইটেড ওয়াক ওভার পেয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে। সিটির এলমহার্সস্থ নিউ টাউন অ্যাথলেটিক মাঠে এদিন লীগের তিনটি খেলা অনুষ্ঠিত হয়। খেলাগুলোতে আইসাব ৪-২ গোলে বাংলাদেশ ব্রাদার্স এলায়েন্সকে, ব্রঙ্কস ইউনাইটেড ৬-০ গোলে ব্রঙ্কস ওয়ারিয়রকে আর ওজনপার্ক এফসি ২-১ গোলে জ্যাকসন হাইটস ক্লাবকে পরাজিত করে স্ব স্ব খেলায় পূর্ণ পয়েন্ট অর্জন করে। অপরদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াররা মাঠে উপস্থিত না হওয়ায় মোহামেডানের বিপক্ষে নিউজার্সী ইউনাইটেড ওয়াক ওভার লাভ করে। উল্লেখ্য, পবিত্র রজমান মাস উপলক্ষে ‘পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট’র খেলা ছয় সপ্তাহ বন্ধ ছিলো। খবর ইউএনএ’র।
Parichoy Football League Logoখেলার সংক্ষিপ্ত বিবরণ: দিনের প্রথম খেলা ছিলো মোহামেডান স্পোর্টিং ক্লাব ও নিউজার্সী ইউনাইটেড দলের মধ্যে। কিন্তুু মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়ারা মাঠে উপস্থিত না হওয়ায় লীগ ও টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী মোহামেডানের বিপক্ষে নিউজার্সী ইউনাইটেড ওয়াক ওভার লাভ করে পূর্ণ দুই পয়েন্ট লাভ করে।
Parichoy Football League-2দিনের দ্বিতীয় খেলায় আইসাব ও বাংলাদেশ ব্রাদার্স অ্যালায়েন্স একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় আইসাব ৪-২ গোলে ব্রাদার্সকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। খেলার প্রথমার্ধে চারটি এবং দ্বিতীয়ার্ধে আরো দু’টি গোল হয়। প্রথমার্ধের খেলায় আইসাব দু’টি ও ব্রাদার্স দু’টি গোল করে সমতায় ছিলো। এই অর্ধের ১৮ মিনিটের সময় আইসাব’র মোমেন প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১০)। এর কিছুক্ষণ পর আইসাব’র পক্ষে জে রহমান দ্বিতীয় গোল করেন (২-০)। দু’ গোল খেয়ে তা পরিশোধের জন্য ব্রাদার্সের খেলোয়ারা মরিয়া উঠেন এবং খেলার ২৩/২৪ মিনিটেই দুই গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। এই সময় ব্রাদার্সের পক্ষে দেলোয়ার পরপর দু’টি গোল করেন (২-২)। খেলার দ্বিতীয়ার্ধে আইসাব জয়ের জন্য মরিয়া হয়ে উঠে। এই অর্ধের ৪০ মিনিটের সময় আইসাব’র পক্ষে জে রহমান গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (৩-২)। এরপর ৪২ মিনিটের সময় বিজয়ী আইসাব’র পক্ষে সৌরভ দলের পক্ষে আরো একটি গোল করে জয় সুনিশ্চিত করেন (৪-২)।
Parichoy Football League-4দিনের তৃতীয় খেলায় ব্রঙ্কস ইউনাইটেড সহজেই ব্রঙ্কস ওয়ারিয়রকে ৬-০ গোলে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। বিজয়ী দলের পক্ষে খেলার শুরুতেই অর্থাৎ এক মিনিটের মাথায় সিদ্দিক প্রথম গোল করেন (১-০)। এরপর খেলার ১০ মিনিটের সময় জামি (২-০), ১৫ মিনিটের সময় মারুফ (৩-০), ২০ মিনিটের সময় সামি (৪-০), ৪০ মিনিটের সময় সামি (৫-০) এবং ৪৫ মিনিটের সময় সামি আরো একটি গোল করেন (৬-০)। নি:ষ্প্রাণ এই খেলায় ব্রঙ্কস ইউনাইটেডের এক চেটিয়া প্রাধান্য ছিলো।
Ozon Park & JH Club-2দিনের শেষ ও চতুর্থ খেলায় শক্তিশালী ওজনপার্ক এফসি ২-১ গোলে লীগের নতুন শক্তিশালী দল জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেপূর্ণ পয়েন্ট ছিনিয়ে নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলার প্রথমার্ধের ৬ মিনিটের সময় ওজনপার্কের কৃতি খেলোয়ার বাবলু প্রথম গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। খেলার ২৭ মিনিটের সময় জ্যাকসন হাইটস ক্লাবের তোফায়েল গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন (১-১)। খেলায় ছিলো আক্রমণ পাল্টা আক্রমন। ফলে জমে উঠে খেলা। খেলার দ্বিতীয়ার্ধের শেষ মুহুর্তে অর্থাৎ ৪৩ মিনিটের সময় ওজনপার্কের রাহি জয়সূচক গোলটি করেন (২-১)। তবে উভয় দল খেলায় একাধিক গোলের সুযোগ নষ্ট করে।
BDSC Officialsপরবর্তী খেলা: আগামী ২৪ জুলাই রোববার একই মাঠে একই সময়ে লীগের পরবর্তী আরো তিনটি খেলা অনুষ্ঠিত হবে। ঐদিন বিকেল সোয়া তিনটায় আইসাব ও ব্রঙ্কস ওয়ারিয়র, বিকেল সোয়া চারটায় ব্রঙ্কস ইউনাইটেড ও নিউজার্সী ইউনাইটেড এবং বিকেল সোয়া পাঁচটায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ওজনপার্ক এফসি একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।