এক স্লিপ

- প্রকাশের সময় : ১০:২৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০১৬
- / ১০৬৭ বার পঠিত
নিউইয়র্ক: যে কোন সভা-সমিতির অনুষ্ঠানে সাংবাদিকদের জন্য প্রথম সারির আসন বা বসার জন্য বিশেষ ব্যবস্থা থাকে। আর সাধারণত সাংবাদিকদের কোন অনুষ্ঠানের মঞ্চে দেখা যায় না। কিন্তু গেলো সপ্তাহের রোববার একটি সামাজিক সংগঠনের এক সাংবাদিক সম্মেলনে দেখা গেলো কমিউনিটির পরিচিত দু’জন সাংবাদিক মঞ্চের আসনে, সাংবাদিকদের আসনে নয়। বিষয়টি উপস্থিত অনেকেরই দৃষ্টি কাড়ে এবং এনিয়ে নানা হাস্যরসও চলে। কিন্তু সাংবাদিক সম্মেলন শুরুর পর দেখা গেলো এক সাংবাদিক ঐ সংগঠনের অন্যতম উপদেষ্টা আর আরেকজন ঐ সংগঠনের প্রকাশিতব্য স্মারকগ্রন্থের সম্পাদক। ঐ সাংবাদিক সম্মেলন শেষে সাংবাদিক বন্ধুদের চায়ের আড্ডায় বিষয়টি নিয়ে মুখরোচক আলোচনার পাশাপাশি সাম্প্রতিক সময়ে কোন কোন অনুষ্ঠানে বাংলা মিডিয়ার একাধিক সম্পাদকের আলোচক হিসেবে বক্তব্য প্রদান, নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির ফুটবল লীগে একটি পত্রিকার স্পন্সরশীপ প্রদান প্রভৃতি বিষয়ও উঠে আসে। আড্ডায় কেউ কেউ মন্তব্য করেন- ‘ভালোই তো, আমাদের সম্পাদক-সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়িত্বও পালন করছেন! ১৩ মার্চ’২০১৬।(সাপ্তাহিক বাংলা পত্রিকা)