নিউইয়র্ক: নিউইয়র্কের বিভিন্ন মিডিয়ায় বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সংগঠন আর রাজনৈতিক দলের নানা সভা-সমাবেশের খবর প্রেস বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হচ্ছে। এসব খবর নিয়ে কমিউনিটির বিভিন্ন মহলে কম-বেশী আলোচনাও হচ্ছে। আলোচনা কোন কোন মিডিয়া বা সাংবাদিককেও অভিযুক্ত করা হচ্ছে। সংশ্লিষ্টদের অভিযোগ ‘অমুক অনুষ্ঠানে অমুক তো ছিলেন না, কিন্তু পেপারে তার নাম দেখলাম’। এমন ঘটনা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে বলে সহকর্মী সাংবাদিক বন্ধুরা অনেকেই একমত পোষণ করেছেন। মূলত: কোন কোন মিডিয়ার পর্যাপ্ত কর্মী সংখ্যার অভাবের সুযোগ নিচ্ছেন কমিউনিটির প্রচারমুখী কতিপয় নেতা। যাদের কর্মকান্ড প্রশ্নবিদ্ধ করছে। প্রশ্নবিদ্ধ হচ্ছে মিডিয়াগুলোও। কমিউনিটির সচেতন প্রবাসীর অভিমত খবর পরিবেশনে সাধ্যমত মিডিয়াদের সচেতন হওয়া উচিৎ। ০৮ ফেব্রুয়ারী’২০১৫