এক স্লিপ
- প্রকাশের সময় : ১১:৪৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫
- / ৯২০ বার পঠিত
নিউইয়র্ক: নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটির লোকবল বাড়ার পাশাপাশি বাড়ছে সংগঠন, বাড়ছে সভা-সমাবেশ। ছোট-বড়, ভালো-মন্দ নানান অনুষ্ঠান হচ্ছে বছর জুড়েই। শোক সভা, স্মরণ সভা থেকে শুরু করে সংবর্ধনা সভা, বিদায় সংবর্ধনা কোন সভাই বাদ পড়ছে না। কিন্তু দু’একটি অনুষ্ঠান ছাড়া অধিকাংশ অনুষ্ঠানই টিপটপ, সুন্দর, আকর্ষণীয়, প্রফেশনাল হচ্ছে এমনটি বলা যাবে না। অথচ শত-সহস্র, হাজার হাজার ডলার ব্যয় করা হচ্ছে এসব অনুষ্ঠানে। আবার অনেক অনুষ্ঠান ফ্লপ করছে ভালো উপস্থাপনার অভাবে। অধিকাংশ অনুষ্ঠানেই দেখা যায় অনুষ্ঠানের উপস্থাপক/উপস্থাপিকার বাক্যবানে শ্রান্ত-ক্লান্ত, জর্জরিত হচ্ছেন দর্শক-শ্রোতা। আবার উপস্থাপকের মুখে কমিউনিটি নেতৃবৃন্দের ভুল নাম উচ্চারণ সহ পদ-পদবী ভুল করে তুলে ধরা তো নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যা সংশ্লিষ্টদের জন্য রীতিমত বিব্রতকর। আবার বক্তাদের চেয়ে উপস্থাপকই বেশী সময় নিয়ে বলছেন ‘আপনার সময় এক মিনিট’। প্রশ্ন হচ্ছে-এক মিনিটে কি কোন বক্তব্য হয়! আর সময়ই যদি না থাকে তাহলে ‘এক মিনিট’-এর বক্তার তালিকা বৃদ্ধি করে অনুষ্ঠানের শ্রীহানী করার কি কোন মানে আছে- এমন প্রশ্নও দর্শক-শ্রোতাদের। গেলো সপ্তাহে বিভিন্ন মিডিয়ার সহকর্মীদের অবসরের আড্ডায় বিষয়গুলো বেশ জোড়ালোভাবেই উঠে আসলো। আর সংগত কারণেই আলোচনার বিষয়টি গুরুত্বপূর্ণ বিধায় ভিন্নমত পোষণ করতে পারলাম না। বিষয়টি শুধু মিডিয়া কর্মীদের নয়, সংশ্লিষ্ট সকলেই ভাবা উচিৎ। ২৫ অক্টোবর’২০১৫