৮৩ বছর বয়সে বাবা হচ্ছেন অস্কারজয়ী আল পাচিনো, প্রেমিকার বয়স কত জানেন?
- প্রকাশের সময় : ০১:১৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
- / ৮৭ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : ৮৩ বছর বয়সে আবারও বাবার হতে চলেছেন হলিউড তারকা আল পাচিনো। গত বছর নিজের ৮২তম জন্মদিনে তার নতুন প্রেমিকা নূর আলফাল্লাহর সঙ্গে তাকে প্রথম দেখা যায়। এবার তার গর্ভে আসছে আল পাচিনোর চতুর্থ সন্তান। সিএনএন জানিয়েছে, নিজের প্রেমিকার থেকে বয়সে ৫৪ বছর বড় আল পাচিনো। নূরের বয়স এখন ২৯ বছর।
গত বছর অভিনেতা জন্মদিনের দিন এক রেস্তরাঁয় বন্ধুবান্ধবের সঙ্গে দেখা যায় নূর ও আল পাচিনোকে। বয়সের তফাত ৫৪ হলেও চুটিয়ে প্রেম করছেন তারা। মহামারির সময়েই প্রেম শুরু করেন এই তারকা যুগল। তারা কোভিড লকডাউনের সময় থেকেই একসঙ্গে থাকছেন। নূর পেশায় একজন চলচ্চিত্র প্রযোজক। তিনি লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে বড় হয়েছেন।
তার বাবা কুয়েতি হলেও মা আমেরিকান নাগরিক।
চলচ্চিত্র প্রযোজক হিসেবে কর্মজীবন শুরু করার আগে তিনি ইউসিএল-এ স্কুল অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন-এ পড়াশোনা করেছেন। অপরদিকে আল পাচিনোর এর আগে আরও তিন সন্তান রয়েছে। তিনি সুপারস্টারে পরিণত হয়েছেন মূলত গডফাদার চলচিত্রের মধ্য দিয়ে। এছাড়া তার আরেক জনপ্রিয় চলচিত্র হচ্ছে স্ক্যারফেস (১৯৮৩)। ১৯৯২ সালে ‘সেন্ট অব এ ওম্যান’ চলচিত্রের জন্য অস্কার জিতেন পাচিনো। এছাড়া ক্যারিয়ারজুড়ে অসংখ্য বার মনোনয়ন পেয়েছেন তিনি। বর্তমানেও নিয়মিত কাজ করে চলেছেন তিনি। ২০১৯ সালে প্রকাশিত হয় তার দ্য আইরিশম্যান। এছাড়া তিনি আমাজনের টিভি সিরিজ হান্টার্সেও অভিনয় করেছেন। সূত্র : মানবজমিন
সুমি/হককথা