বিজ্ঞাপন :
হংকংয়ে গণতন্ত্রপন্থীদের ওপর হামলা করেছে মুখোশধারী সন্ত্রাসী

রিপোর্ট:
- প্রকাশের সময় : ১১:১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০১৪
- / ৭১১ বার পঠিত
হংকংয়ের রাজপথে অবস্থানরত গণতন্ত্রপন্থীদের ওপর হামলা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।
সোমবার এই দুর্বৃত্তরা পুলিশ ও রাজপথে অবস্থানরতে মাঝখানের ব্যারিকেড ভেঙে গণতন্ত্রপন্থীদের ওপর হামলা চালায়।
এতে করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। বর্তমানে সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। পুলিশ দুই পক্ষকে সংঘর্ষ থেকে বিরত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই সময় মুখোশধারী দুই ব্যক্তির কাছে অস্ত্র দেখা গেলে গণতন্ত্রপন্থীরা চিৎকার করে বলতে থাকেন, অস্ত্র, অস্ত্র, আটক করো, আটক করো। এরপরই পুলিশ মুখোশধারী ওই দুই ব্যক্তিকে আটক করে।
Tag :