আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির কারাদণ্ডের মেয়াদ কমানোর ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার। করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ এবং সেনাবাহিনীর বিরুদ্ধে ভিন্নমতাবলম্বীদের উসকে দেওয়ার অভিযোগে সোমবার তাকে চার বছরের কারাদণ্ড দেন সামরিক আদালত।
পরে জান্তা সরকারের পক্ষ থেকে বলা হয়, চার বছরের বদলে সু চিকে দুই বছর কারাদণ্ড ভোগ করতে হবে। খবর রয়টার্সের।
সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টকেও একই অভিযোগে একই সাজা দেওয়া হয়েছিল। এখন তাকেও দুই বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তাদের সাজার মেয়াদ কমানোর কথা ঘোষণা করা হয়েছে।
মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাং-এর আংশিক ক্ষমা হিসেবে তাদের সাজার মেয়াদ কমানোর এই ঘোষণা দেওয়া হয়।
গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। পরে তার বিরুদ্ধে একাধিক মামলা করে জান্তা সরকার। এর মধ্যে সোমবার প্রথম রায় ঘোষণা করা হয়।