সিরিয়ার যে ছবি নিয়ে তোলপাড়
- প্রকাশের সময় : ১১:৫৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০১৫
- / ২৩৬১ বার পঠিত
সিরিয়া: যুদ্ধবিদ্ধস্ত সিরিয়ার একটি শরণার্থী শিবিরে তোলা এক শিশুর ছবি নিয়ে বিশ্বব্যাপী তোলপাড় শুরু হয়েছে। বিবিসি’র খবরে বলা হয়েছে, ছবিটি হাজার হাজার বার শেয়ার হয়েছে অনলাইনে, প্রথমবার টুইটারে পোস্ট হওয়ার পর টুইট হয়েছে ১১ হাজার বারের বেশি। ছবিটিতে দেখা যাচ্ছে শিশুটি দুহাত ওপরে তুলে ভীতিকর দৃষ্টিতে তাকিয়ে আছে যা দেখে মনে হয় সে দাঁড়িয়ে আছে অস্ত্রের মুখে। ছবিটির ফটো সাংবাদিক ওসমান সাগিরলির বর্ণনায়, ‘আমি একটি টেলিফটো লেন্স ব্যবহার করেছিলাম কিন্তু সে এটিকে একটি অস্ত্র ভেবেছিল।
টাইম টিভি’র খবরে বলা হয়: ছবিটিতে শিশুটি দুহাত উপরে তুলে ভীতিকর দৃষ্টিতে তাকিয়ে আছে যা দেখে মনে হয় সে দাঁড়িয়ে আছে গান পয়েন্টে বা অস্ত্রের মুখে। ছবিটি দেখলে যে কারোরই প্রচন্ড কষ্ট হবে ছোট এ শিশুটির জন্য। ছবিটি যিনি তুলেছিলেন সেই ফটো সাংবাদিক ওসমান সাগিরলির বলেন, ‘চার বছরের ওই শিশুটির নাম হুদিয়া। ছবিটি তোলা হয়েছিলো সিরিয়ার আতমেহ এলাকার একটি শরণার্থী শিবিরে। তিনি একটি টেলি ফটো লেন্স ব্যবহার করেছিলেন, সাধারণত শিশুরা ক্যামেরা দেখলে মুখ লুকোয় বা হাসি দিয়ে দৌড় দেয়’। কিন্ত ঐ শিশুটি এটিকে একটি অস্ত্র ভেবে ভয় পেয়ে জান বাঁচাতে হাত উপরে তুলেছিল। এ থেকেই যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় শিশুরা কেমন আছে এবং তাদের মধ্যে যে ভীতি তৈরী হয়েছে তা স্পস্ট হয়ে উঠেছে।