নিউইয়র্ক ১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

শ্রীলঙ্কায় ভূমিধসে নিহত ১০

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০১৪
  • / ৯৩১ বার পঠিত

শ্রীলঙ্কার বাদল্লা জেলায় ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১০ নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরো অন্তত ২৫০ জন। তারাও নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সকালে সৃষ্ট ভূমিধসে বেশ কয়েকটি বাড়ি মাটির নিচে চাপা পড়ে। দেশটির রাজধানী কলম্বো থেকে ২০০ কিলোমিটার পূর্বে অবস্থিত বাদুল্লা জেলার হালদুম্মল্লা শহরে এ ঘটনা ঘটে। এটি খুব ঘণবসতি পূর্ণ স্থান।

দুযোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র প্রদীপ কোদ্বীপিলি জানান, ভূমিধস এলাকা থেকে ১০ জনের মৃতদেহ বের করা হয়েছে। এখনো ২৫০ জন নিখোঁজ রয়েছে। ১৪০টি বাড়ি সম্পূর্ণরূপে ধসে পড়েছে। তবে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মাহিন্দ্র আমারাবিরা জানান, ভূমিধসের ঘটনায় ৭০টি বাড়ি, ১০টি দোকান ও তিনটি সরকারি বাসভবন মাটিচাপা পড়েছে।

দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতিমধ্যে নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করেছে।

এর আগে টানা কয়েকদিন ধরে চলা ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছিল। গত জুনেও শ্রীলঙ্কায় ভূমিধসে ২২ জন মারা যায়।

তথ্যসূত্র : বিবিসি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

শ্রীলঙ্কায় ভূমিধসে নিহত ১০

প্রকাশের সময় : ১১:১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০১৪

শ্রীলঙ্কার বাদল্লা জেলায় ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১০ নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরো অন্তত ২৫০ জন। তারাও নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সকালে সৃষ্ট ভূমিধসে বেশ কয়েকটি বাড়ি মাটির নিচে চাপা পড়ে। দেশটির রাজধানী কলম্বো থেকে ২০০ কিলোমিটার পূর্বে অবস্থিত বাদুল্লা জেলার হালদুম্মল্লা শহরে এ ঘটনা ঘটে। এটি খুব ঘণবসতি পূর্ণ স্থান।

দুযোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র প্রদীপ কোদ্বীপিলি জানান, ভূমিধস এলাকা থেকে ১০ জনের মৃতদেহ বের করা হয়েছে। এখনো ২৫০ জন নিখোঁজ রয়েছে। ১৪০টি বাড়ি সম্পূর্ণরূপে ধসে পড়েছে। তবে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মাহিন্দ্র আমারাবিরা জানান, ভূমিধসের ঘটনায় ৭০টি বাড়ি, ১০টি দোকান ও তিনটি সরকারি বাসভবন মাটিচাপা পড়েছে।

দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতিমধ্যে নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করেছে।

এর আগে টানা কয়েকদিন ধরে চলা ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছিল। গত জুনেও শ্রীলঙ্কায় ভূমিধসে ২২ জন মারা যায়।

তথ্যসূত্র : বিবিসি।