মিসৌরি (যুক্তরাষ্ট্র): যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে ১৭ নভেম্বর সোমবার জরুরী অবস্থা জারি করা হয়েছে। গত ৯ আগস্ট নিরস্ত্র এক কৃষ্ণাঙ্গ তরুণকে শ্বেতাঙ্গ এক পুলিশ কর্মকর্তা গুলি করে হত্যা করার ঘটনায় করা মামলার রায়কে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা এড়াতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া সহিংসতার কোনো ঘটনা ঘটলে পুলিশকে সহায়তা করার জন্য রাজ্যের জাতীয় রক্ষিবাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। কৃষ্ণাঙ্গ তরুণকে হত্যার ঘটনায় শেতাঙ্গ ওই পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করা হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন গ্র্যান্ড জুরি। রাজ্যের গভর্নর জে নিক্সন এক টেলিকনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের বলেন, গ্র্যান্ড জুরির সিদ্ধান্তকে কেন্দ্র করে সহিংসতা যাতে না ছড়ায়, এ জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জরুরী অবস্থা জারি করা হয়েছে।
গত ৯ আগস্ট মিসৌরির ফার্গুসনে মাইকেল ব্রাউন (১৮) নামের ওই কৃষ্ণাঙ্গ তরুণ পুলিশের গুলিতে নিহত হন। ব্রাউনকে নিরস্ত্র অবস্থায় পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসন হত্যা করেছেন বলে অভিযোগ ওঠে। এ হত্যাকান্ডের পর থেকেই ফার্গুসনের বাসিন্দারা বিক্ষোভ করে আসছে। মিসৌরির কর্মকর্তারা বলেছেন, চলতি মাসেই গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত আসতে পারে।
গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত দায়ী পুলিশ কর্মকর্তার পক্ষে যেতে পারে, এমন ধারণা থেকে গত দুদিন ধরে বিক্ষোভ করছে স্থানীয় বাসিন্দারা। বিচারকরা মিসৌরির ক্লেইটনের যে স্থানে বৈঠক করছেন ওই এলাকায় সোমবার থেকেই অসংখ্য বিক্ষোভকারী তীব্র শীতের মধ্যে রাস্তায় অবস্থান নিয়েছেন। এ সময় তারা শ্লোগান দিচ্ছিল,‘আমরা তাকে দায়ী দেখতে চাই। আর পুলিশের এটা পছন্দ হবে না’। গ্রান্ড জুরি পুলিশ কর্মকর্তা উইলসনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ না আনলে ফার্গুসনের পরিস্থিতি অশান্ত হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।