নিউইয়র্ক ০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ভূমিকম্প: নেপালে নিহত বেড়ে ৩,২১৮, আহত ৬,৫০০

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৪৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০১৫
  • / ৮১৯ বার পঠিত

ঢাকা: রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নেপালে প্রতি মুহূর্তে বেড়ে চলেছে প্রাণহানির সংখ্যা। সর্বশেষ পরিসংখ্যানে জানা গেছে, এখন পর্যন্ত সেখানে ৩ হাজার ২১৮ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত হয়েছেন ৬,৫০০ মানুষ। নেপালের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান রামেশ্বর দঙ্গল এ তথ্য দিয়েছেন। গত শনিবার সকাল ১১টা ৫৬ মিনিটে রাজধানী কাঠমন্ডু ও পোখারা শহরের মধ্যবর্তী স্থানে ভূমিকম্পটি আঘাত হানে। এদিকে গত রোববার দ্বিতীয় রাতের মতো প্রচন্ড আতঙ্ক নিয়ে হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। রাজধানীর বিভিন্ন স্থানে বিস্তীর্ণ অঞ্চলজুড়ে তাঁবু খাটানো হয়েছে। সেখানে বৃষ্টির মধ্যেই কোনমতে রাত যাপন করছেন অধিবাসীরা। পরিবারের সদস্যদের সঙ্গে সড়কের পাশে এমনই একটি তাঁবুতে ঘুমিয়ে রাত কাটানো ৩৪ বছর বয়সী রবি শ্রেষ্ঠ বলছিলেন, আমাদের আর কোন উপায় নেই। আমাদের বাড়িঘর নড়বড়ে অবস্থায়। বৃষ্টির পানি চুঁয়ে চুঁয়ে তাঁবুর ভেতর ঢুকছে। কিন্তু, আমরা কিইবা করতে পারি? বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্ধারকাজে সহযোগিতায় নেপালের উদ্দেশে রওনা হওয়া উদ্ধারকারী ও চিকিৎসকদের বেশ কয়েকটি দল এবং ত্রাণ-সামগ্রী এরই মধ্যে সেখানে পৌঁছেছে। রেডক্রসসহ বিভিন্ন দাতব্য সংগঠন সেখানে আগে থেকেই কাজ করছে। সোমবার সকালে আবহাওয়া ভালো থাকায় মাউন্ট এভারেস্টের বেজ ক্যাম্প থেকে আহত পর্বতারোহীদের উদ্ধারে বেশ কয়েকটি হেলিকপ্টার সেখানে গেছে। এভারেস্টে ভূমিকম্পে সৃষ্ট ব্যাপক তুষারধসে গুগলের নির্বাহী কর্মকর্তা ড্যান ফ্রেডিনবার্গসহ ২২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন।
এদিকে রাজধানীর উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের কেন্দ্রস্থলে যাওয়ার পথ পরিষ্কার করা হয়েছে এবং উদ্ধারকারী ও ত্রাণ বিতরণকারী দলের সদস্যরা আক্রান্ত অঞ্চলসমূহের উদ্দেশে রওনা হয়েছেন। তবে অধিকাংশ স্থানে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ায় এখনও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারীদের।-বিবিসি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

ভূমিকম্প: নেপালে নিহত বেড়ে ৩,২১৮, আহত ৬,৫০০

প্রকাশের সময় : ০৫:৪৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০১৫

ঢাকা: রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নেপালে প্রতি মুহূর্তে বেড়ে চলেছে প্রাণহানির সংখ্যা। সর্বশেষ পরিসংখ্যানে জানা গেছে, এখন পর্যন্ত সেখানে ৩ হাজার ২১৮ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত হয়েছেন ৬,৫০০ মানুষ। নেপালের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান রামেশ্বর দঙ্গল এ তথ্য দিয়েছেন। গত শনিবার সকাল ১১টা ৫৬ মিনিটে রাজধানী কাঠমন্ডু ও পোখারা শহরের মধ্যবর্তী স্থানে ভূমিকম্পটি আঘাত হানে। এদিকে গত রোববার দ্বিতীয় রাতের মতো প্রচন্ড আতঙ্ক নিয়ে হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। রাজধানীর বিভিন্ন স্থানে বিস্তীর্ণ অঞ্চলজুড়ে তাঁবু খাটানো হয়েছে। সেখানে বৃষ্টির মধ্যেই কোনমতে রাত যাপন করছেন অধিবাসীরা। পরিবারের সদস্যদের সঙ্গে সড়কের পাশে এমনই একটি তাঁবুতে ঘুমিয়ে রাত কাটানো ৩৪ বছর বয়সী রবি শ্রেষ্ঠ বলছিলেন, আমাদের আর কোন উপায় নেই। আমাদের বাড়িঘর নড়বড়ে অবস্থায়। বৃষ্টির পানি চুঁয়ে চুঁয়ে তাঁবুর ভেতর ঢুকছে। কিন্তু, আমরা কিইবা করতে পারি? বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্ধারকাজে সহযোগিতায় নেপালের উদ্দেশে রওনা হওয়া উদ্ধারকারী ও চিকিৎসকদের বেশ কয়েকটি দল এবং ত্রাণ-সামগ্রী এরই মধ্যে সেখানে পৌঁছেছে। রেডক্রসসহ বিভিন্ন দাতব্য সংগঠন সেখানে আগে থেকেই কাজ করছে। সোমবার সকালে আবহাওয়া ভালো থাকায় মাউন্ট এভারেস্টের বেজ ক্যাম্প থেকে আহত পর্বতারোহীদের উদ্ধারে বেশ কয়েকটি হেলিকপ্টার সেখানে গেছে। এভারেস্টে ভূমিকম্পে সৃষ্ট ব্যাপক তুষারধসে গুগলের নির্বাহী কর্মকর্তা ড্যান ফ্রেডিনবার্গসহ ২২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন।
এদিকে রাজধানীর উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের কেন্দ্রস্থলে যাওয়ার পথ পরিষ্কার করা হয়েছে এবং উদ্ধারকারী ও ত্রাণ বিতরণকারী দলের সদস্যরা আক্রান্ত অঞ্চলসমূহের উদ্দেশে রওনা হয়েছেন। তবে অধিকাংশ স্থানে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ায় এখনও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারীদের।-বিবিসি।