বিজ্ঞাপন :
ফ্লোরিডার মলে গুলি : বন্দুকধারী সহ নিহত ২
রিপোর্ট:
- প্রকাশের সময় : ১১:৪৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০১৫
- / ৮২৭ বার পঠিত
ফ্লোরিডা: ১৭ জানুয়ারী শনিবার ফ্লোরিডার একটি মলে গুলিতে বন্দুকধারী সহ দুজন নিহত হয়েছে। এছাড়াও মারাতœক আহত হয়েছে আরো এক ব্যাক্তি। পুলিশ জানিয়েছে সকালে মলের ফুডকোর্টে জোসে গারসিয়া রডরিগাজ নামে ৫৭ বছর বয়স্ক ব্যক্তি তার নিজের বন্দুক দিয়ে এ অনভিপ্রেত ঘটনার জন্ম দেয়। এর পর পরই লোকজন আতকিংত হয়ে ছুটো ছুটি করতে থাকে। উল্লেখ্য, প্রতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের আঘাতে মৃত্যূর ঘটনা ঘটে থাকে। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রনে সাধারান মানুষের দাবী থাকলেও আগ্নেয়াস্ত্র বিক্রেতারা যথারীতি এর প্রদর্শনী এবং বিক্রয় সমান তালে চালিয়ে যাচ্ছে। (টাইম টেলিভিশন)
Tag :
FL Crime